Dream to BCS

Think positive, Be positive, Do positive

OIC সম্পর্কে বিস্তারিত জেনে নিই


OIC (ইসলামী সহযোগিতা সংস্থা):
OIC এর  পূর্ণ রুপ  Organisation of Islamic Cooperation বা ইসলামী সহযোগিতা সংস্থা।
প্রতিষ্ঠাকালীন ২৫টি সদস্য দেশ নিয়ে Organisation of the Islamic Conference নামে এটি গঠিত হয়েছিল । ২০১১ সালের ২৮ জুন সংস্থাটির নাম পরিবর্তন করা হয়।

যে ঘটনার পরিপ্রক্ষিতে :
১৯৬৯ সালের ২১ অগাস্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসা তে ইসরাইল কতৃক অগ্নি-সংযোগের পরিপ্রেক্ষিতে ঐ বছরের ২৫ সেপ্টেম্বর মরক্কের রাজধানী বারাতে OIC গঠন করা হয়।

ওআইসি এর মূল লক্ষ্য -
মুসলিম দেশসমুহের সমস্যা মোকাবেলা করাসহ মুসলিম ধর্মীয় স্থান সমূহ শত্রু মুক্ত ও নিরাপদ করা এবং মুসলিম ভ্রাতৃত্বকে জোরদার করা।

বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭। এর সর্বশেষ সদস্য আইভেরি কোস্ট।

সংস্থাটির সদস্য পদ লাভের জন্য জাতিসংঘভুক্ত যে কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হতে হয়।

সদর দপ্তর :সৌদি আরবের জেদ্দায়।

সংস্থাটির প্রধানের পদবি মহাসচিব এবং এই পদের মেয়াদ ৫ বছর।
বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন।
সংস্থাটির প্রথম মহাসচিব ছিলেন মালইয়েশিয়ার টেংকু আব্দুর রহমান ।। এবং
বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ( তুরস্ক)।

৩ বছর পরপর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংস্থাটির অফিসিয়াল ভাষা ৩ টি - ইংরেজি, আরবি, ফ্রেন্স।

ওআইসি এর ১১টি অঙ্গ সংগঠন ও ৪টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এর পর্যবেক্ষক মর্যাদা প্রাপ্ত দেশের সংখ্যা ৫টি ও সংস্থা ৮টি এবং সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে ৬ টি দেশ মুসলিম প্রধান না হয়েও এর সদস্য। বাংলাদেশ ১৯৭৪ সালে এর সদস্য পদ লাভ করে।
৪টি স্ট্যান্ডিং কমিটিঃ
১। আল কুদস কমিটি
২। স্ট্যান্ডিং কমিটি ফর ইনফর্মেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স (COMIAC)
৩। স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনোমিক এন্ড কমার্সিয়াল কো-অপারেশান (COMCEC)
৪। স্ট্যান্ডিং কমিটি ফর সাইন্টিফিক এন্ড টেকনোলোজিক্যাল কো-অপারেশান (COMSTECH)

মুসলিম প্রধান না হয়েও ৭ সদস্য দেশঃ
উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা, সুরিনাম, রুয়ান্ডা।


পর্যবেক্ষক মর্যাদা প্রাপ্ত ৫ দেশেঃ
থাইল্যান্ড, রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, তুর্কি সাইপ্রাস।

পর্যবেক্ষক মর্যাদা প্রাপ্ত ৮ সংস্থাঃ
আরব লীগ, ইকো, জাতিসংঘ, ন্যাম, আফ্রিকান ইউনিয়ন সংস্থা, ওআইসি এর পার্লামেন্টারি ইউনিয়ন, মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ইসলামিক কনফারেন্স ইয়ুথ ফোরাম ফর ডায়লগ এন্ড কো-অপারেশান।

আল কুদস কমিটিঃ
ইসরাইল কর্তৃক দখলকৃত আল আকসা মসজিদ উদ্ধারের লক্ষ্যে ১৯৭৫ সালের ১২-১৫ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে এটি গঠন করা হয়। এ কমিটির সদস্য সংখ্যা ১৬। এর সদর দপ্তর মরক্কোর বারাতে।

OIC এর ব্যাংক IDB . এর সদস্য ৫৬। সদর দপ্তর - সৌদি আরবের জেদ্দায়।