বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ সংস্থার সদর থেকে প্রশ্ন আসে, চলুন সহজে দেখে নিই
গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দপ্তর :
.
১/ নিউইয়র্কে → UN, UNICEF, UNDP, UNFPA.
২/ ওয়াশিংটনে → টাকা সংক্রান্ত প্রতিষ্ঠান যেমন=> WB, IMF, IFC, MIGA , IBRD, IDA.
৩/ রোমে → কৃষি/খাদ্য সংক্রান্ত সংক্রান্ত=> FAO, IFAD, WEP.
৪/ ভিয়েনাতে → জ্বালানি ও শিল্প সম্পর্কিত=>
OPEC, IAEA, UNIDO.
৫/ জেনেভাতে → সেবা ও উন্নয়ন সম্পর্কিত
WHO, ICRC, ILO, UNHCR, UNCTAD, WTO.
৬/ ব্রাসেলস, বেলজিয়াম → সামরিক ও বড়
অর্থনৈতিক জোট=> NATO, BENELUX, EU.
৭/ প্যারিসে → শিক্ষা ও ঐতিহ্য বিষয়=> UNESCO.
৮/ ফ্রান্সের লিওঁতে → INTERPOL.
৯/ IDB, OIC সদর দপ্তর → জেদ্দা, সৌদি
আরব।
১০/ GCC সদর দপ্তর → রিয়াদ, সৌদি আরব।
★★ব্যতিক্রম কিছু সদর দপ্তর ★★
১/ এশিয়া প্যাসিফিক অঞ্চল (APEC)(এপেক)
সিংঙ্গাপুর → সিঙ্গাপুর।
২/ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় →টোকিও, জাপান।
৩/ D -8 - সদর দপ্তর → ইস্তাম্বুল, তুরস্ক।
৪/ ESCAP সদর দপ্তর → ব্যাংকক, থাইল্যান্ড।
৫/ ICC সদর দপ্তর → দুবাই।
৬/ ADB সদর দপ্তর → ম্যানিলা, ইন্দোনেশিয়া।
৭/ আসিয়ান এর সদর দপ্তর → জাকার্তা, ইন্দোনেশিয়া।
Home
International Affairs
Job Preparation
NTRCA Preparation
Preliminary Preparation
University admission
Written Preparation
গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দপ্তর
গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দপ্তর
Tags
# International Affairs
# Job Preparation
# NTRCA Preparation
# Preliminary Preparation
# University admission
# Written Preparation
Share This
Written Preparation
Labels:
International Affairs,
Job Preparation,
NTRCA Preparation,
Preliminary Preparation,
University admission,
Written Preparation