Dream to BCS

Think positive, Be positive, Do positive

গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দপ্তর

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ সংস্থার সদর থেকে প্রশ্ন আসে, চলুন সহজে দেখে নিই
গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দপ্তর :
.
১/ নিউইয়র্কে → UN, UNICEF, UNDP, UNFPA.
২/ ওয়াশিংটনে → টাকা সংক্রান্ত প্রতিষ্ঠান যেমন=> WB, IMF, IFC, MIGA , IBRD, IDA.
৩/ রোমে → কৃষি/খাদ্য সংক্রান্ত সংক্রান্ত=> FAO, IFAD, WEP.
৪/ ভিয়েনাতে → জ্বালানি ও শিল্প সম্পর্কিত=>
OPEC, IAEA, UNIDO.
৫/ জেনেভাতে → সেবা ও উন্নয়ন সম্পর্কিত
WHO, ICRC, ILO, UNHCR, UNCTAD, WTO.
৬/ ব্রাসেলস, বেলজিয়াম → সামরিক ও বড়
অর্থনৈতিক জোট=> NATO, BENELUX, EU.
৭/ প্যারিসে → শিক্ষা ও ঐতিহ্য বিষয়=> UNESCO.
৮/ ফ্রান্সের লিওঁতে → INTERPOL.
৯/ IDB, OIC সদর দপ্তর → জেদ্দা, সৌদি
আরব।
১০/ GCC সদর দপ্তর → রিয়াদ, সৌদি আরব।
★★ব্যতিক্রম কিছু সদর দপ্তর ★★
১/ এশিয়া প্যাসিফিক অঞ্চল (APEC)(এপেক)
সিংঙ্গাপুর → সিঙ্গাপুর।
২/ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় →টোকিও, জাপান।
৩/ D -8 - সদর দপ্তর → ইস্তাম্বুল, তুরস্ক।
৪/ ESCAP সদর দপ্তর → ব্যাংকক, থাইল্যান্ড।
৫/ ICC সদর দপ্তর → দুবাই।
৬/ ADB সদর দপ্তর → ম্যানিলা, ইন্দোনেশিয়া।
৭/ আসিয়ান এর সদর দপ্তর → জাকার্তা, ইন্দোনেশিয়া।