.
জাবি ভর্তি পরীক্ষার কোনোকিছুই বাকি নেই যেটা এই পোষ্টে পাবেন না। মানে জাবি ভর্তি প্রক্রিয়ার A to Z তথ্য এই পোষ্টে পাবেন। So, পুরো পোষ্টটি ভাল করে পড়ুন।
:::::::::::::::
প্রশ্নঃ জাবিতে মোট কয়টা ইউনিট আছে? ইউনিটগুলোর নাম কি কি? কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে? কোন ইউনিটে কোন গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে???
.
★★ উত্তরঃ জাবিতে মোট ৮ টা ইউনিট আছে। যথাঃ A,B,C,D,E,F,G,H
.
✔ ১। A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):-
# A Unit এ মোট 7 টি subject রয়েছেঃ
1. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
2. রসায়ন বিভাগ
3. পদার্থবিজ্ঞান বিভাগ
4. গণিত বিভাগ
5. পরিসংখ্যান বিভাগ
6. পরিবেশ বিজ্ঞান বিভাগ
7. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
.
✔ ২। B Unit (সমাজবিজ্ঞান অনুষদ) :-
# B Unit এ মোট 6 টি subject রয়েছেঃ
1। অর্থনীতি বিভাগ
2। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
3। সরকার ও রাজনীতি বিভাগ
4। লোকপ্রশাসন বিভাগ
5। ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
6। নৃবিজ্ঞান বিভাগ
.
✔ ৩। C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :-
# C Unit এ 9 টি subject রয়েছে।
1) আন্তর্জাতিক সম্পর্ক
2) ইংরেজি
3) ইতিহাস
4) দর্শন
5) নাটক ও নাট্যতত্ত্ব
6) প্রত্নতত্ত্ব
7) বাংলা
8) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
9) চারুকলা
.
✔ ৪। D Unit (জীববিজ্ঞান অনুষদ) :-
# D Unit এ মোট 7 টি subject রয়েছেঃ
1। ফার্মেসী বিভাগ
2। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
3। মাইক্রোবায়োলজি
4। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
5। পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
6। প্রাণিবিদ্যা বিভাগ
7। উদ্ভিদবিজ্ঞান বিভাগ
.
✔ ৫। E Unit [ ব্যবসায় অনুষদ (BBA) ] :-
# E Unit এ মোট 4 টি subject রয়েছেঃ
1। ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
2। মার্কেটিং বিভাগ
2। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
4। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
.
✔ ৬। F Unit ( আইন অনুষদ ) :-
# F ইউনিটে জাস্ট একটা সাবজেক্টি আছে।
1। Law & Justice
.
✔ ৭। G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রে
.
✔ ৮। H Unit [ Institute of Information Technology (IIT) ] :-
# H ইউনিটেও জাস্ট একটা সাবজেক্টি আছে।
1। IIT
.
বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে জাস্ট B,C,E,F,G -- এই ৫ টি ইউনিটে পরীক্ষা দেয়া যায়।
.
.
✔✔ আবেদনের যোগ্যতাঃ
:
→ ২০১৪ সাল এবং তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।
.
→ ২০১৬/১৭ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীগণ আবেদন করতে পারবে।
.
→ বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে B,C,E,F,G -- এই ৫ টি ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
.
→ A, D, H ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
.
→ C, F ইউনিটে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
.
→ B, E, G ইউনিটে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
.
.
✔✔ ইউনিট ভিত্তিক বিষয় প্রাপ্তির যোগ্যতাঃ
::
প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেই। A, B, C, D ইউনিটে বিষয় প্রাপ্তির যোগ্যতা না মিললেও জাস্ট SSC & HSC এর total point মিললেই আবেদন করা যাবে। কিন্তু E, F, G, H ইউনিটে আবেদন করতে হলে SSC & HSC এর total point মেলার সাথে সাথে HSC রেজাল্টের বিষয়ভিত্তিক যোগ্যতাও মিলতে হবে। মানে E, F, G, H ইউনিটে HSC রেজাল্টের বিষয়ভিত্তিক যোগ্যতা না মিললে আবেদন করা যাবে না।
.
আর একটা কথা মনে রাখবেন। সেটা হলো, ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেও আপনার যদি একটা সাবজেক্টের বিষয়ভিত্তিক যোগ্যতা না থাকে তাহলে ঐ সাবজেক্ট আপনি পাবেন না। আর হাম আরো একটি কথা মনে রাখবেন সেটা হলো নিচে সাবজেক্ট ভিত্তিক যেই রেজাল্ট গুলোর কথা বলেছি সেগুলো HSC এর এবং মোট জিপিএ বলতে SSC & HSC এর মোট পয়েন্ট বুঝিয়েছি।
.
তো চলুন এবার নিচে থেকে ইউনিট ভিত্তিক বিষয় প্রাপ্তির যোগ্যতা গুলো দেখে নেই।
:
A ইউনিটঃ
:
✪ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- মোট জিপিএ- 8.50।
> পদার্থবিজ্ঞানে ও গণিতে এ গ্রেড।
.
✪ গণিত - মোট জিপিএ- 7.50
>গণিতে- বি গ্রেড।
.
✪ পদার্থবিজ্ঞান - মোট জিপিএ- 8.00।
> পদার্থবিজ্ঞান এবং গণিতে এ গ্রেড।
.
✪ পরিবেশ বিজ্ঞান- মোট জিপিএ- 8.50।
> রসায়ন, পদার্থ, জীববিদ্যায় এবং গণিত / পরিসংখ্যানে A- (মাইনাস) গ্রেড।
.
✪ পরিসংখ্যান- মোট জিপিএ 7.50।
> পরিসংখ্যান/
.
✪ ভূতাত্ত্বিক বিজ্ঞান- মোট জিপিএ -8.00।
> গণিত, রসায়নে ও গণিতে এ-(মাইনাস) গ্রেড।
.
✪ রসায়ন- মোট জিপিএ- 8.00
>রসায়নে এ এবং গণিতে বি গ্রেড।
.
.
B ইউনিটঃ
:
1. অর্থনীতি :-
:
*বিজ্ঞান শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর গণিতে অথবা ইংরেজিতে A- গ্রেড।
.
*মানবিক/
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল/গণিত/
পরিসংখ্যান/
ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
2. নগর ও অঞ্চল পরিকল্পনা:-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর গণিতে ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
>মানবিক/
.
3. নৃবিজ্ঞান-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর বাংলায় এবং ইরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
>মানবিক/
.
4. সরকার ও রাজনীতি-
:
>বিজ্ঞান শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । বাংলায় A- এবং ইরেজিতে B গ্রেড।
.
>মানবিক/
.
5. লোক প্রশাসন-
:
>বিজ্ঞান শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00। ইংরেজিতে A- গ্রেড।
.
>মানবিক/
.
6. ভূগোল ও পরিবেশ-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50 । বাংলায় / ইরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
>মানবিক/
শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.00 । বাংলায় / ইরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
.
C ইউনিটঃ
:
** আন্তর্জাতিক সম্পর্ক:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৭.৫০
> ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
(খ) মানবিক/
>ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
.
** ইংরেজি:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ 8.00।
>ইংরেজিতে এ গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.50।
> ইংরেজিতে এ গ্রেড।
.
** ইতিহাস:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50।
> ইংরেজিতে বি এবং বাংলায় এ- (মাইনাস) গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.00।
> ইংরেজিতে বি এবং বাংলায় এ- (মাইনাস) গ্রেড।
.
** দর্শন:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
>বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.50।
> বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
.
** নাটক ও নাট্যতত্ত:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ 6.50।
>বাংলাসহ যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.00 ।
>বাংলাসহ যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
.
** প্রত্নতত্ত্বঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.00।
> বিষয় ভিত্তিক পৃথক কোনো শর্ত নেই।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.50 ।
> বিষয় ভিত্তিক পৃথক কোনো শর্ত নেই।
.
** বাংলাঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫০।
>বাংলায় এ গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.00 ।
>বাংলায় এ গ্রেড।
.
** জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ 8.00।
>বাংলায় এবং ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/
অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50।
> বাংলায় এবং ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
.
** চারুকলাঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/
ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৬.৫০।
> বাংলায় বি গ্রেড।
.
.
D ইউনিটঃ
:
>>>উদ্ভিদবিজ্ঞা
মোট জিপিএ ৮.০০ , জীববিজ্ঞান/
কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।
.
>>>প্রাণিবিদ্যা
মোট জিপিএ ৮.০০, জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।
.
>>>প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান:-
মোট জিপিএ 8.00
বিষয়ভিত্তিক পৃথক কোনো শর্ত নেই।
.
>>>ফার্মেসী:-
মোট জিপিএ 8.50, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে এ- (মাইনাস) গ্রেড।
.
>>>মাইক্রোবায়ো
মোট জিপিএ 8.50, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।
.
>>>বায়োটেকনোলজ
মোট জিপিএ 8.50, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এবং গণিতে এ- (মাইনাস) গ্রেড।
.
>>>পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স:-
মোট জিপিএ 8.00, রসায়ন এবং জীববিজ্ঞানে এ -(মাইনাস), গণিতে বি গ্রেড
.
.
E ইউনিটঃ
:
**** ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ -- এই ৪ টি সাবজেক্টের শর্তসমূহ নিম্নরূপঃ
(ক) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা/ মানবিক ও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫০।
.
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৮.০০
.
(গ) ইংরেজিতে A- (মাইনাস) এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়োগে বি গ্রেড।
.
.
F ইউনিটঃ
:
** আইন ও বিচার:-
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ 8.00 ।
>বাংলায় এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/
>বাংলায় এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।
.
.
G ইউনিটঃ
:
** বিবিএ প্রোগ্রাম:-
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৮.৫০।
> গণিত এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।
.
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০
>ইংরেজিত এবং হিসাববিজ্ঞান/
অর্থনীতি/
.
.
H ইউনিটঃ
:
SSC & HSC উভয় পরিক্ষায় আলাদাভাবে 3.5 সহ মোট জিপিএ 8.00 থাকতে হবে। তাছাড়া গনিতে & পদার্থ বিজ্ঞানে A থাকতে হবে।
.
.
✔✔ পরীক্ষা পদ্ধতিঃ
:
★ A,B,D,E,F,H ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
★ C ইউনিটে মোট ১২০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ১০০ নম্বরের একটি MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৬৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১২০ নম্বর।
.
[ নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের
ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%। ]
.
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
.
✔✔ ইউনিট ভিত্তিক মানবণ্টনঃ
::
A Unit(গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) :
.
✔ গণিত - ২২
✔ পদার্থবিজ্ঞান - ২২
✔ রসায়ন -২২
✔ বাংলা - ৩
✔ ইংরেজি - ৩
✔ বুদ্ধিমত্তা( বিজ্ঞান বিষয়ক ) - ৮
.
B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :
.
✔ বাংলা - ১০
✔ ইংরেজি - ১৫
✔ গণিত - ১৫
✔ সাধারণ জ্ঞান - ২৫
✔ বুদ্ধিমত্তা - ১৫
.
C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
.
✔ বাংলা- ১৫
✔ ইংরেজি - ১৫
✔ অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়-৭০
.
[ বিঃদ্রঃ সবার প্রশ্ন হলো এই ৭০ নাম্বার কোথা থেকে আসবে? এই অনুষদে ৯ টি সাবজেক্ট আছে। এর মধ্যে ২ টি সাবজেক্ট হলো বাংলা ও ইংরেজী। বাংলা ও ইংরেজী থেকে ১৫ টা করে ৩০ টা প্রশ্ন আসবে সেটা মানবন্টনেই বলা আছে। আর বাকী ৭০ নাম্বার প্রশ্ন আসবে এই অনুষদের বাকী ৭ সাবজেক্ট থেকে। অর্থাৎ ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, প্রত্বতত্ত্ব, আন্তঃর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এবং চারুকলা .. এই ৭ টা বিষয় থেকে ৭০ নাম্বারের প্রশ্ন হবে। প্রত্যেক বিষয় থেকে ১০ টা করে প্রশ্ন থাকবে।
.
এই ৭ বিষয়ে আলাদাভাবে পাস করতে হবেনা । শুধু বাংলা ও ইংরেজীর ৩০ নাম্বারের মধ্যে ১০ পেতে হবে এবং টোটাল ৩৩% নাম্বার পেলেই পাস । আগেই বলে রাখি ৩৩% নাম্বার পেলে শুধু পাস ই মিলবে । চান্স না । চান্স পেতে কমপক্ষে ৬৫% মার্ক পেতে হবে । পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । সময় ৬৫ মিনিট ।
.
এই ৭ টা বিষয়ের প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন - ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান । এভাবে বাকিগুলো ও । এগুলো যেকোনো ভালো মানের সাধারন জ্ঞানের বই (আমার সাজেশন mp3) থেকে খুজে পড়লেই হবে । আর সাম্প্রতিক ঘটনাবলি থেকে কিছু প্রশ্ন আসতে পারে । ওগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড় ।
.
D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :
.
✔ বাংলা + ইংরেজি = ৮
✔ রসায়ন = ২৪
✔ জীববিদ্যা - ৪৪ ( উদ্ভিদ বিদ্যা - ২২, প্রাণিবিদ্যা - ২২ )
✔ বুদ্ধিমত্তা - ৪
.
E Unit( বিজনেস স্টাডিজ অনুষদ ) :
.
✔ বাংলা - ১০
✔ ইংরেজি - ৩০
✔ গণিত - ৩০
✔ ব্যাবসায় সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০
.
F Unit ( আইন অনুষদ ) :
.
✔ বাংলা - ২৫
✔ ইংরেজি - ২৫
✔ সাম্প্রতিক বিষয়ও বুদ্ধিমত্তা - ৩০
.
G Unit ( Institute Of Business Administration [ IBA-JU ] ) :
.
✔ বাংলা - ৫
✔ ইংরেজি - ৩০
✔ Mathematical Aptitude & IQ - ৩০
✔সাম্প্রতিক ও বিশ্লেষণ মূলক বিষয় - ১০
✔ Viva - ৫
[ Viva তে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে]
.
H Unit ( Institute Of Information Technology ) :
.
✔ বাংলা - ৫
✔ ইংরেজি - ১৫
✔ গণিত - ৪০
✔ পদার্থবিজ্ঞান - ২০.
.
.
✔✔ গুরুত্বপূর্ণ তথ্যঃ
:
➟ প্রতিটি ভুল উত্তরের জন্য (০.২০) নম্বর করে কর্তন করা হবে।
.
➟ MCQ এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক/
মৌখিক পরীক্ষার ফলাফলের সাথে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/
.
� জিপিএ গণনা:
→ SSC জিপিএ (৪র্থ বিষয় সহ) x ১.৫
→ HSC জিপিএ (৪র্থ বিষয় সহ) x ২.৫
.
➟ সব ইউনিটের ক্ষেত্রেই আলাদাভাবে বিষয়ভিত্তিক পাশ করতে হবে না। MCQ পরীক্ষায় ৩৩% নম্বর পেলেই কৃতকার্য বিবেচিত হবে। তবে আলাদাভাবে পাশ নাই বলে কোনো সাবজেক্টের উত্তর না করে ফাঁকা রাখা যাবে না। মানে প্রত্যেকটা সাবজেক্ট-ই অন্তত touch করতে হবে।
.
➟ C ইউনিটের বাংলা ও ইংরেজী ব্যতীত অন্যান্য বিভাগে ভর্তির জন্য বাংলা ও ইংরেজী বিষয়ের ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর পেতে হবে।
✎ C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য বাংলা বিষয়ের ১৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেতে হবে।
✎ C ইউনিটের ইংরেজী বিভাগে ভর্তির জন্য ইংরেজী বিষয়ের ১৫ নম্বরের মধ্যে ১২ নম্বর পেতে হবে।
.
➟ সি ইউনিটের উত্তীর্ণ ছাত্র-ছাত্রী দের মধ্যে যারা প্রশ্নপত্রের ৮১ থেকে ১০০ ক্রমিক নম্বর প্রশ্নের উত্তরের জন্য ২০ নম্বরের মধ্যে কমপক্ষে ৭ পাবে, তারা নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
.
➟ OMR শিট (উত্তরপত্র) – এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাক্য বাংলা এবং একটি বাক্য ইংরেজিতে স্বহস্তে লিখতে হবে।
.
➟ ভর্তির সময় ছাত্রছাত্রীর মূল সনদপত্র ও Academic Transcript, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, ছাত্রছাত্রীর ছবি (আপলোড করা ছবি) এবং হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে।
.
E , F , G ইউনিটের প্রশ্নপত্র ইংরেজিতে হবে (বাংলা ব্যতীত)। A,B,C,D,H ইউনিটের প্রশ্ন বাংলায় হবে (ইংরেজি ব্যতীত)। A,B,C,D,H ইউনিটে কোন পরীক্ষার্থী ইচ্ছা করলে ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এক্ষেত্রে প্রার্থীকে ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট ইউনিট / বিভাগ প্রধান বরাবরে সাদা কাগজে একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে।
.
➟ প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মধ্যে যাদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন, তাদের সংশ্লিষ্ট ইউনিট / বিভাগ প্রধান বরাবরে সাদা কাগজে একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে।
.
➟ ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে সংখ্যায় লিখতে হবে।
.
➟ পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, HSC মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন ছাড়া কোনো প্রকার ক্যালকুলেটর, ফোন, ঘড়ি ও অন্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে আসা যাবে না। এসব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ authority এর কাছে সোপর্দ করা হবে। উল্লেখ্য, সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
.
.
✔✔ আসন সংখ্যাঃ
:::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
.
>>> মোট আসন সংখ্যা 2030 টি ।
.
>>> ছাত্র+ছাত্রী = মোট আসন সংখ্যা।
.
>>> গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ :
> A ইউনিট:
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং: 30+30=60
* রসায়ন: 40+35=75
* পদার্থবিজ্ঞান: 48+35=75
* গণিত: 40+35=75
* পরিসংখ্যান: 33+33=66
* পরিবেশ বিজ্ঞান: 25+25=50
* ভূতাত্ত্বিক বিজ্ঞান: 25+25=50
>>> মোট আসন: 233 + 218 = 454 টি ।
.
.
>>> সমাজবিজ্ঞান অনুষদ :
> B ইউনিট:
* অর্থনীতি: 40+35 =75
* নগর ও অঞ্চল পরিকল্পনা: 15+15=30
* লোক প্রশাসন: 30+20=50
* সরকার ও রাজনীতি: 34+34=68
* নৃবিজ্ঞান: 25+25=50
* ভূগোল ও পরিবেশ: 35+25=60
>>> মোট আসন: 179 + 164 = 343 টি।
.
.
>>> কলা ও মানবিকী অনুষদ :
> C ইউনিট :
:
> আন্তঃর্জাতিক সম্পর্ক (IR):
>>>Science :
Male 8
Female 8
>>>Arts :
Male 16
Female 16
>>>Commerce & Others :
Male 6
Female 6
>>> আন্তর্জাতিক সম্পর্ক: 30+30=60 টি ।
.
.
> ইংরেজি : (গ্রুপ ভিত্তিক নাই)
>>>ইংরেজি: 35+33=68 টি ।
.
.
> ইতিহাস এর গ্রুপ ভিত্তিক আসন :
>>>Science
Male 11
Female 14
>>>Humanities
Male 15
Female 17
>>>Commerce & Others
Male 4
Female 4
>>> ইতিহাস: 30+35=65 টি ।
.
.
> দর্শন এর গ্রুপ ভিত্তিক আসন :
>>>Science
Male 13
Female 13
>>>Humanities
Male 16
Female 16
>>>Commerce & Others
Male 6
Female 6
>>>দর্শন: 35+35=70 টি ।
.
.
> নাট্যতত্ত্ব : (গ্রুপ ভিত্তিক নাই)
>>>নাটক ও নাট্যতত্ত্ব: 18+18=36 টি ।
.
.
> প্রত্বতত্ত্ব এর গ্রুপ ভিত্তিক আসন :
>>>Science
Male 11
Female 11
>>>Humanities
Male 11
Female 11
>>>Commerce & Others
Male 3
Female 3
>>>প্রত্নতত্ত্ব
.
.
> বাংলা এর গ্রুপ ভিত্তিক আসন :
>>>Science
Male 13
Female 13
>>>Humanities
Male 13
Female 13
>>>Commerce & Others
Male 8
Female 8
>>>বাংলা: 34+34=68 টি ।
.
.
>জার্নালিজম এর গ্রুপ ভিত্তিক আসন :
>>>Science
Male 7
Female 7
>>>Humanities
Male 11
Female 11
>>>Commerce & Others
Male 4
Female 4
>>>জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ: 22+22=34 টি ।
.
.
> চারুকলা : (গ্রুপ ভিত্তিক নাই)
>>>চারুকলা:18+1
.
>>> C ইউনিটের মোট আসন : 247 + 249 = 496 টি ।
.
.
>>> জীববিজ্ঞান অনুষদ :
> D Unit
* ফার্মেসী: 30+30=60
* বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং: 13+13=26
* মাইক্রোবায়োলজি
* প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান: 33+33=68
* পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স: 28+25=53
* প্রাণিবিদ্যা:30
* উদ্ভিদবিজ্ঞান: 35+30=65
>>> মোট আসন: 191 + 183 = 374 টি
.
.
>>> বিজনেস স্টাডিজ অনুষদ :
> E ইউনিট :
* ফিন্যান্স এন্ড ব্যাংকিং: 26+24=50
* মার্কেটিং: 26+24=50
* একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম : 26+24=50
* ম্যানেজমেন্ট স্টাডিজ: 26+24=50
>>> মোট আসন: 104 + 96 = 200 টি
.
.
>>> আইন অনুষদ :
> F ইউনিট :
>>>আইন ও বিচার : 30 + 30= 60 টি
.
.
>>> আইবিএ -জেইউ :
> G ইউনিট :
>>>বিবিএ প্রোগ্রাম : 25 + 25 = 50 টি
.
.
>>> আইআইটি :
> H ইউনিট:
>>>ইনফরমেশন টেকনোলাজি : 28 + 28 = 56 টি ।
.
.
[ # বিঃদ্রঃ B, , E, F, G ইউনিটে গ্রুপ ভিত্তিক সিট ভাগ করা নেই। ওইগুলো সব গ্রুপের (science, arts, commerce, maddrasha) স্টুডেন্ট দের জন্যই উন্মুক্ত। মানে আপনি যেই গ্রুপের-ই student হন না কেন আপনার মেরিট পজিশন + সাবজেক্ট চয়েস + HSC এর সাবজেক্ট ভিত্তিক রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট পাবেন। শুধুমাত্র C ইউনিটের সিট গ্রুপ ভিত্তিক ভাগ করা। আর উপরে যা দিছি সব কোটা ছাড়া সিট সংখ্যা। কোটার সিট আলাদা। জাবিতে কোটা ছাড়া মোট সিট ২০৩০ টি। ছেলেদের সিট ১০৩৭ টি। মেয়েদের সিট ৯৯৩ টি। ]