Dream to BCS

Think positive, Be positive, Do positive

৩৬তম বিসিএস ভাইভায় পুলিশ ক্যাডারে জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ


১। পুলিশ কেন প্রথম পছন্দ ? ( বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে )
২। তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে পুলিশ কিভাবে রিলেটেড করবে ? /What is the relationship between Your Subject and police?
৩। তুমি পুলিশে আসবে কেন?তোমার কী বিশেষ যোগ্যতা আছে?গুলি করতে পারবা, মানুষের বুকে?
পুলিশে এসে তুমি জনগণকে কী দিবা?
পুলিশে যে আসতে চাও,পদে পদে তো বিপদ, তোমার বস তো তোমার কাছে ঘুষ চাইবে,কী করবা? খারাপ কাজে কোন অফিসার যদি প্রভাব খাটায় তখন তুমি কী করবা ?
৪। As a police officer how will you maintain a good relationship between police administration and general administration.
পুলিশ ও প্রশাসনের মধ্যে সম্পর্ক ও পার্থক্য দেখাও ?
৫। পুলিশ বাহিনীর প্রধানের পদবি কি ? এটি কোন পদমর্যাদার ?এই পদমর্যাদার আরও কয়েকটি পদের নাম বলেন ।
৬। বাংলাদেশ, ভারত, লন্ডন পুলিশ প্রধানের নাম পদবীর নাম বল।
৭। আইজি কয় ধরণের ?
৮। পুলিশের কাজ , মাঠ পর্যায়ে পুলিশের কাজ
৯। বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান কী কী পুরস্কার পেয়েছেন?
১০। বিপিএম ও পিপিএম কী ?
১১। বাংদেশের পুলিশ ও জনগণের অনুপাত??
১২। পুলিশের সর্বোচ্চ পদমর্যাদা কী? এটা প্রশাসনের কার সমপর্যায়?
১৩। এসপি ও ডিসির ক্ষমতার তুলনা করা
১৪। পুলিশের প্রধান কাজ কী, কোথায় লেখা আছে, কত নং এ?
১৫। বিভাগীয় কমিশনারের মর্যাদার সমমর্যাদা সম্পন্ন পুলিশের পদ মর্যদা কী?
১৬। তুমিত এএসপি হিসেবে জয়েন করবা তাহলে ভারতে হলে ইন্ট্রি লেভেল কি হত ?
১৭। পুলিশ কোন আইন বলে চলে ? পুলিশের ইউনিট গুলো কী কী ?
১৮। .rab ki র‌্যাব কী ? র‌্যাবের পূর্বনাম কী ?র‍্যাব এলিট ফোর্স হওয়া সত্ত্বেও র‍্যাব কাউকে গ্রেফতার করে পুলিশের কাছে নিয়ে যায় কিন্তু পুলিশ গ্রেফতার করে কেন র‍্যাবের কাছে নেয়না?
১৯। .swat কী ? এর কাজ কী ?
২০। CTTC কী? এর প্রধান কে? এদের কাজ কী ? আপনি কী মনে করেন জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে কার্যকরী ভূমিকা পালন করছে ?যুক্তি দেখান
২১। বাংলাদেশের police এর প্রধান challenge গুলো কী কী ?
২২। . বাংলাদেশে police এর image prblm কেন ?
২৩। পেনাল কোড এবং crpc এর মধ্যে পার্থক্য।
২৪। Crpc কী ?কতসালে প্রণীত হয় । এটি দ্বারা কী করা হয় ?
২৫। ১৪৪ ধারা কী? who imposed it? when it is imposed?,
২৬। ৫৪ ধারা,৫৭ , ১৬৭,১৫৪ , ১৯২ ধারা ?
২৭। পুলিশ অফিসারের লেখা বই।/ধীরেজ ভট্টাচার্যের বইটির নাম কী ?
২৮। মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ করে তোলে কারা ?২জন পুলিশ মুক্তিযোদ্ধার নাম । মুক্তিযুদ্ধে শহীদ দুজন পুলিশ অফিসারের নাম বল ।
২৯। .Interpole কী ? সদর দপ্তর কোথায় ? কাজ কী ? BD এর IGP interpol এর মধ্যে সম্পর্ক কী ?
৩০। PRB কি ? কত সালে প্রণীত হয়? কত ধারায় ডিসি ও এস পি র সম্পর্কের কথা বলা আছে?
৩১। সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ কে ?
৩২। *আচ্ছা। আমি অফিস থেকে ব্যাগ নিয়ে রাস্তায় বের হলাম। হাতের মধ্যে থাকা ব্যাগের সাইজ দেখে পুলিশ আমাকে চেক করতে গেল।
পুলিশ আমাকে কোন আইন বলে এবং কেন চেক করতে গেল?এই আইন কোথায় লেখা আছে?
৩৩। আমলযোগ্য অপরাধ কি?
৩৪। পুলিশ তো আগেও কোন কারণ ছাড়া লোকজন ধরে থানায় নিয়ে আসতো। কারণ কি?
৩৫। What is the main difference between metropolitan thana and normal thana?
৩৬। what is the main difference between metropolitan sergeant and sergeant of outside metropolitan area?
৩৭। . ২ দিন আগে র‍্যাব এর সাথে কি হইসে, জান?
.
৩৮। . বিচার বহিভুত হত্যাকান্ড কি সমর্থন কর?/ Do u support Extra-judicial killing?
৩৯। . How u will defend extra-judicial killing to a high official who is from Interpol?
৪০। ঢাকার ট্রাফিকজ্যাম নিয়ন্ত্রণ কিভাবে করবেন?
৪১। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কোন ধারায়, কয়টি কারনে পারে?
৪২। ৫৪ ধারা ছাড়া আর কোন ধারায় বিনা পরয়ানায় গ্রেফতার করতে পারে?
৪৩। পেনাল কোডের ১৮৭ তে কী আছে?
৪৪। কারফিউ কী, কোন সেকশনে বলা আছে?
৪৫। প্রেসনোট কী?
৪৬। out post এর ইনচার্জ কে?
৪৭। পুলিশ রিফর্ম এক্ট, ২০০৭ এর খসড়া তে কি কি বিষয় আছে ?
৪৮। একটা মামলা হয়েছিল যেখানে বেশ কয়েকজন আইজিপি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। জানেন?
৪৯। আতিয়া মহলের অভিযান কয়ঘন্টা চলেছিল?
৫০। ঢাকায় পুলিশ দের এক্টা সম্মেলন হচ্ছে, সেটা নিয়ে কী জান।
ঢাকায় যে পুলিশের কনফারেন্স হল এতে কতটি দেশের পুলিশ অংশগ্রহণ করেছে?আর এর উদ্দেশ্য কী ছিল? মূল আলোচনা কী ছিল ? আইটি বিষয়ক কী আলোচনা হলো? বাংলাদেশ সম্পর্কে কী বলা হয়েছে?
সেখানে একজন বিশেষজ্ঞ এসেছিল, তাঁর নাম কী? তাঁর পরিচয়? তিনি গুলশান হামলা নিয়ে কী বলেছিলেন? আর এর প্রতিক্রিয়ায় আমাদের আইজিপি কী বলেছিলেন?