আবারো HSC শেষ, নতুন প্রার্থী দের আগ্রহের প্রেক্ষিতে এই গ্রুপেই IBA নিয়ে আমার আগের ৩ টি লিখার সমন্বয়ে এই লিখা টি। আশা করি সকল প্রশ্নের উত্তর এতে আছে।
♠ পরিচিতি:
IBA, Institute of Business Administration. এখন ঢাকা ইউনিভারসিটি এর পাশাপাশি জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভারসিটি তে, এবং আর্মি পরিচালিত একটি IBA আছে বাংলাদেশে। আমি ঢাকা ভার্সিটির IBA নিয়ে লিখবো।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বিজনেস স্কুল টি এখন ও দেশের অদ্বিতীয়। মানে তুমি যদি BBA, MBA পড়তে চাও, IBA(DU) থেকে পড়লে বাংলাদেশে সবার চেয়ে বেশী প্রিফারেন্স পাবা, মানে ভালো জব টা তোমার জন্য পাওয়া সবচেয়ে সহজ হবে।
সো আমাদের লক্ষ্য BBA, MBA যদি পড়ি ই IBA থেকে পড়বো, এমন হওয়া উচিৎ।
এইবার IBA তে পড়তে হলে চান্স পেতে হবে। আসো জেনে নেই ভর্তি পরিক্ষার বিস্তারিত।
★সিট: ১২০ টি, কিন্তু সাধারণত ১২০-১৩০ জন ভর্তির জন্য নির্বাচিত করা হয়। ভাইভা তে ১৬০ জনের মত ডাকা হয়, কিছু ছাটাই করা হয় ভাইভা থেকে।
★আবেদনের যোগ্যতা: SSC + HSC মিলিয়ে GPA 7.50 হলেই চলবে। স্পেসিফিক সাব্জেক্টের গ্রেড কোন প্রভাব ফেলবে নাহ। মানে ইংলিশে অমুক গ্রেডের কম, ম্যাথে অমুক গ্রেডের কম থাকলেও কোন সমস্যা নাই।
★GPA এর উপর কোন মার্কস নাই, কোন ধরনের কোন কোটা নাই।
★কারা আবেদন করতে পারবে: সব বিভাগ(বিজ্ঞান, ব্যবসা, মানবিক) এবং সব মাধ্যম(বাংলা, ইংলিশ) এর স্টুডেন্টসরা আবেদন করতে পারে।
সাধারণত ৯০/৯৫% বিজ্ঞান বিভাগ থেকে চান্স পায়, বাকি টা ব্যবসা থেকে। যাদের ৬০/৭০% ইংরাজি মাধ্যমের(মিডিয়াম, ভার্সন), বাকি টা বাংলা।
তবে বাংলা মাধ্যম, মানবিক আর ব্যবসায়ের স্টুডেন্টস দের ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত কেও সাহস করে প্রস্তুতি নিতে চায় না, তাই চান্স পাওয়ার হার কম। চিন্তার কারণ নাই। :)
(আমি বাংলা মাধ্যম, ব্যবসায় শিক্ষা)
♠ ভর্তি পরিক্ষা:
মান বণ্টন ও পদ্ধতি: ১০০ মার্কসের লিখিত পরিক্ষা।
MCQ 75: English 30 +Math 30 +Analytical Ability 15
Written: 25.
এই ১০০ এর মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৮৫% এ নিয়ে যাওয়া হয়, বাকি ১৫% থাকে ভাইভা তে।
ভাইভার ২ টা পার্ট, লিখিত আর মোখিক।
♣English(30 marks): ইংলিশ এ সাধারণ টপিক থেকে ই প্রশ্ন হয়। GMAT, SAT ধরনের প্রশ্ন।।
Grammar, preposition, vocabulary, analogy, fill in the blanks, rearranging sentence, suffix- prefix, idioms & phrases, comprehension(5 marks).
✅কই থেকে পড়বো? কিভাবে পড়বো?
Grammar এর জন্য Barron's/Cliff's TOEFL example গুলা সহ একবার রিভাইস করতে পারলে ভালো হয়।
Vocabulary এর জন্য Saifur's(বড় টা)/Wordsmart + SAT এর high frequency word.
আর Vocabulary, Analogy, Sentence Completation, Comprehension এর জন্য সুবিধা মত বই থেকে প্রাকটিস করতে হবে।
পাশাপাশি GRE Big Book এর মডেল টেস্ট (২৭ টা x ২ পার্ট) গুলা দেখতে হবে।***
আর সব মিলিয়ে লাস্ট ২৫ BBA ব্যাচের কোশ্চেনস দেখতে হবে।
♣Math(30 marks): ক্লাস ৮/৯ পর্যন্ত যা গণিত পড়ছো তাই ই। এখানেও SAT, GMAT এর প্যাটার্ন ফলো করা হয়। বাট প্রশ্ন হবে ইংরেজি তে। এটুক খেয়াল রেখ।
টপিকস গুলো এরকম:
*সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, উৎপাদক
*মৌলিক সংখ্যা, লসাগু, গসাগু
*নাম্বার লাইন, প্রকৃত-অপ্রকৃত সংখ্যা
*সূচক (বর্গ, ঘন, বর্গমূল, ঘনমূল)
*গড়
*শতকরা
*সুদকষা
*বয়স
*লাভক্ষতি
*অনুপাত সমানুপাত
*সময়, গতিবেগ, দূরত্ব
*সময় ও কাজ
*সেট
*মিশ্রন
*ট্রেন ও নৌকার গতিবেগ
*ধারা
*বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ
*বীজগণিতিয় রাশিমালা
*মান নির্ণয়
*সমীকরণ
*অসমতা (<, >)
*কোণ, রশ্মি
*ত্রিভূজ
*চতুর্ভুজ
*বৃত্ত
*ক্ষেত্রফল বিষয়ক সমস্যা
*ঘন জ্যামিতি
*লেখচিত্র
✅কই থেকে পড়বো? কিভাবে পড়বো?
সাইফুরস বা মেন্টরস ম্যাথ বই তে এই সব টপিকস সুন্দর আলোচনা করা আছে। এসব টপিকের Rules গুলা পড়তে হবে, পাশা পাশি ওই টপিকের ম্যাথ প্রাকটিস করতে হবে।
আর প্রিভিয়াস BBA ব্যাচের কোশ্চেন সলভ করতে হবে।
♣Analytical Ability(15 marks): কোশ্চেন কেমন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া কঠিন, বই থেকে সরাসরি দেখলে ভালো বুঝবা। এই পার্ট টা আসলে যত কঠিন শোনায় তত না।
Main topics:
Critical Reasoning (2/3 marks)
Puzzle (10 marks)
Data Sufficiency (2/3 marks)
সাইফুরস বা মেন্টরসের বই থেকে ৫০-৭০ টা(প্রতি টায় ৪/৫ টা কোশ্চেন) puzzle সলভ করলেই হবে।
আর ১০০-১৫০ টা critical reasoning.
৬০-৮০ টা Data Sufficiency.
আর হ্যা, এখানেও প্রিভিয়াস কোশ্চেন গুলা পড়া উচিৎ।
(কেও চাইলে GRE এর টেস্ট গুলাও সলভ করতে পারো।)
♣Written(25 marks): বাংলায় একটা অনুচ্ছেদ ৫ মার্কস।(কিছু নিয়া এক প্যারা লিখা লাগবে বাংলায়)
English এ একটা paragraph ১০ মার্কস। (কিছু একটা নিয়া এক প্যারা লিখা লাগবে ইংরেজি তে)
English এ আরেকটা comprehension/critical writing.
(এখনে কোন একটা ব্যাপার এ মতামত চাওয়া হয়, আলোচনা করতে বলা হয়)
♣ভাইভা: written এ টিকলে মনে মনে ধরে নিবা তোমার ভাইভা তেও হবে, নিজের প্রতি বিশ্বাস থাকলে/মনোবল থাকলে দেখবা এটাই তোমার ভাইভা পাড় করে দিছে। আর হ্যা অবশ্যই ভালো পোষাক সাথে পরবা(corporate dress up), চুল দাড়ির কাট অমার্জিত না হয় খেয়াল রাখবা।
★★Referred books:
*Cliff's/Barron's TOEFL
*Barron's SAT
*GRE big book
*Official GMAT
*Word smart/Saifur's Vocabulary (বড় টা)
*Saifur's series এর English books
*Mentors' Math Q Bank/ Saifur's math.
*Saifur's Puzzle + Saifur's Critical Reasoning/ Mentors' Analytical Q Bank.
হয়ে ই যাবে এবার।
©Symun Rahman
BBA 24th Batch, IBA, DU.