Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাকা বিশ্ববিদ্যালয় 'চ'(চারুকলা) ইউনিট বিস্তারিত সাজেশন


 


 ঢাকা বিশ্ববিদ্যালয় 'চ'(চারুকলা) ইউনিট  বিস্তারিত সাজেশন 
-
স্কুল-কলেজে ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় কখনো কি সাহস করে লিখেছেন, ‘আমি চিত্রশিল্পী হতে চাই?’ বাবা-মায়ের চোখ রাঙানি অথবা খাতায় নম্বর কম পাওয়ার ভয়ে মনের কথাটা হয়তো মনেই রয়ে গেছে।
এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা কী ভাবছেন? এখন যে সত্যিই জীবনের লক্ষ্য নির্ধারণের সময় এসেছে। এবার কি মনের ডাকে সায় দেওয়া হবে? যদি বিশ্বাস করেন আপনার ভেতর একটা শিল্পীসত্তা আছে, তাহলে ভালো লাগার বিষয়টাতেই কেন ‘ক্যারিয়ার’ গড়বেন না? স্বপ্নের পেছনে ছোটার এখনই সময়।
যাঁদের মনে চারুকলায় পড়ার ইচ্ছাটা উঁকি দিয়ে দিয়ে নেই হয়ে যাচ্ছে, কিংবা কীভাবে প্রস্তুতি নেবেন ভাবছেন, এই প্রতিবেদন তাঁদের জন্যই। চলুন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারুকলা বিভাগে পড়াশোনার খোঁজখবরগুলো জেনে নিই।
দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে চারুকলা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। সব কটিতেই ভর্তি পরীক্ষা দিয়ে তবেই নিজের আসনটি পাকাপোক্ত করতে হয়।
ছোটবেলায় ছবি আঁকেননি এমন মানুষ পাওয়া ভার। তবে সৃজনশীল এই প্রতিভার বিকাশে প্রয়োজন সঠিক পরিচর্যা আর দিকনির্দেশনা। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-এর যোগফল ৬.৫০ (চতুর্থ বিষয় সহ) বা তার বেশি হতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দুই পরীক্ষায়ই ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
এবার বলি পরীক্ষাপদ্ধতি সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরের ওপর। সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ৮০ নম্বর (সব মিলিয়ে ২০০ নম্বর)। ৬০ নম্বর থাকে ‘এমসিকিউ’ পরীক্ষা ও বাকি ৬০ নম্বর অঙ্কন পরীক্ষার ওপর। ৬০ নম্বরের ‘এমসিকিউ’ পরীক্ষায় ভালো করতে চাইলে চারুকলার ইতিহাস, শিল্পকলার ইতিহাস, বাংলাদেশের স্থাপত্যকলা, সাহিত্য, বাংলাদেশের শিল্পকলা ও সাম্প্রতিক খবরাখবরের ওপর জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও বাংলা ও ইংরেজি ব্যাকরণ বিষয়ে প্রস্তুতি থাকা দরকার। এমসিকিউ ও আঁকাআঁকিতে সমান নম্বর থাকলেও অঙ্কনের জন্য প্রাপ্ত নম্বর চারুকলায় ভর্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।
অঙ্কন পরীক্ষায় ভালো করতে চাইলে শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। অঙ্কনের রেখার মান, আলোছায়া, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন ও অনুপাত—এই বিষয়গুলোর ওপর নির্ভর করে অঙ্কনের মান যাচাইয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়। এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা ছাড়া অঙ্কন পরীক্ষায় ভালো করা কঠিন।
বর্তমানে চারুকলার শিক্ষার্থীদের টেলিভিশন মিডিয়া, অ্যাড ফার্ম, সংবাদপত্র, ফ্যাশন হাউস, অ্যানিমেশন ও গেম তৈরির প্রতিষ্ঠান, ডিজাইন, সিরামিক শিল্প ইত্যাদি ছাড়াও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার বহু সুযোগ আছে। চাকরির ব্যাপক চাহিদা আছে বলেই চারুকলায় ভর্তির ব্যাপারে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আসলে এই অনুষদের একাডেমিক সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য। তাই সৃজনশীল যেকোনো পেশাতেই এই অনুষদের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যবোধ করে।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ ইউনিটে ১৩৫টি আসনের প্রতি আসনের বিপরীতে প্রায় ৯০ জন আবেদন করেছিল। তাই এখন মোটেও হেলাফেলার সময় নেই। লক্ষ্য স্থির রেখে দৃঢ় প্রস্তুতি নিতে হবে।