,
আমার চিন্তা ধারা একটু ভিন্ন।
আমি মনে করি সাজেশন টা যদি ৩/৪ মাস আগে দেয়া হয়। মোটা মুটি ভাবে সবাই সাজেশন টি শেষ করতে পারবে এবং খুব ই উপকৃত হবে।
,
& C unit এ ইংলিশ ২০ টা প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নে মার্ক ১.২০ | পাশ মার্ক ১০| প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 | কিন্তু এই পাশ মার্ক উঠাতেই অনেকের হিমসিম খেতে হয়। পাশ করার জন্য কম করে হলেও ৯ টা পশ্ন সঠিক হতে হবে তবে এ ক্ষেত্রে আর কোনো ভুল উত্তর থাকা যাবে না।অন্যথায় নিগেটিভ মার্কিং হয়ে যাবে।। গতবছরের আগের বছর আমার এক ফ্রেন্ড এর ১০ উত্তর সঠিক হয়েছে। তবুও ফেল করেছে যেখানে ৯ টা সঠিক আন্সার করতে পারলেই পাশ।। ফেল করার কারন ছিল অন্যদিকে ১০ টা উত্তর ভুল করেছিল। ১০ টায় মার্ক আসে ১২! অন্যদিকে ১০ টা ভুলের জন্য কাটা যায় ১০*০.২৫= ২.৫০ মার্ক। সে পায় ১২-২.৫=৯.৫ | এর মানে তার ০.৫ এর জন্য তার সপ্ন ভেঙে গেলো। আর এসব সমীকরনেই ফলেই অন্যান্য ইউনীটের তুলনায় পাশ করা কঠিন হয়ে যায়।
.
.
সমস্যা টা আর ও বেড়ে যায় যখন ২০ টা প্রশ্নের মধ্যে ৫ টা পশ্ন আসে passage থেকে।। এতো কম সময়ের মাঝে এখানে ৫ টার মধ্যে ৫ টার মধ্যে খুব ই কঠিন কাজ। এখানের উত্তর গুলা কোন টাই ১০০% সিউর হয়ে দেয়া যায় না।। যার ফলে অনেকে passage এর আসা ছেড়েই এক্সাম হলে যায়।। যার টেনেটুনে পাশ মার্ক উঠে যায় সে passage এর দিকে হাত খুব কম ই বাড়ায়। তবে এটা কে এত ভয় পাওয়ার কিছু নেই।। কিছু টেকনিক আসে যেগুলো ফলো করলেই ২/৩ টা এমনি হয়ে যায়।
,
#এরপর বাকি থাকে আর মাত্র ১৫ টা প্রশ্ন। আর এ ১৫ টা প্রশ্নের জন্যই পরতে হয় এক বিশাল সিলেবাস।।
, At this situation, what will you do? .
.
now I m going to give you an easiest solution.
.
#বিগত বছরের প্রশ্ন কাটাকাটি তথা ময়না তদন্ত করে যে বিষয় গুলো বেড়িয়ে এসেছেঃ
,
১.Fill in the gaps/
.
২.Appropriate preposition ২-৪ টা
.
4.Group verb/phrase -১ টা
.
5.synonyms and antonyms- ৩/ ৫।
সর্বোচ্চ ৯ টা আসার রেকর্ড রয়েছে।
.
৬. phrase & idioms -১/২
.
7.Word correction ১ /২
.
8.sentence correction- ১/২
.
9.correction spelling - ১
.
10.sentence completion(voca
.
১১. analogy - 1 ta
.
১২.. passage - ৫ টা
.
১৩. Article,, voice,,narratio
.
উপর্যুক্ত টপিক গুলো A to Z ধারনা নিতে হবে।। বাদ দেয়ার সুযোগ নেই বললেই চলে।
,
তবে খুশির বিষয় হচ্ছে এখানকার কিছু কিছু টপিক হুবাহু রিপিট আসে।। এই সু্যোগ টি কাজে লাগানোর জন্য তোমায় যে গুলো পড়তে হবে সেগুলো একটু আলোচনা করা হলঃ
,
১) previous question of DU d unit, c unit, a unit, b unit, IBA(BBA), Evening MBA
2) BCS ( 10 to 37th ),
3) Ju, Ru, & Jnu
4) prepositions of all job questions
5) cliff toefl
কেউ যদি এখন থেকেই এগুলো অনুসরন করে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ইংলিশ এ ফেল তো করবেই না বরং ১৮ + থাকবে যা তোমায় সপ্ন পূরনে নিয়ে যাবে এক ধাপ এগিয়ে।
বাকি ইউনিটের গুলা আসছে খুব শিগ্রই।
আরেক টা কথা আমি সি ইউনিট এর প্রিপারেশন নিয়ে ডি ইউনিট এ ইংলিশ ২৪ পেয়েছিলাম। সুতরাং ডি ইউনিট এর ক্ষেত্রে ও এই সাজেশন ফলো করা যেতে পারে।
,
share it & preserve it at any way.
& mention your friends
.
বেচে থাকুক সপ্ন গুলো