Dream to BCS

Think positive, Be positive, Do positive

Full and final English suggestion for Dhaka University 'C' Unit



 সি ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে ইংলিশ ই অন্যতম বড় বাধা। তবে একটু বুদ্ধি খাটালেই এই বাধাটা খুব সহজে টপকানো যায়। সেই বাধা কে টপকানোর কিছু সহজ উপায় দেখানোর চেস্টা করছি ।। তবে কিছু সুশীল সমাজের মাথাব্যাথা থাকতে পারে যে এতো তারাতারি আবার কিসের ফাইনাল সাজেশন। সারাজীবন এক্সামের ২ দিন আগে দিসে। ব্যস পাশ করে গেছি।। আজাইরা ফাপর লন। ফাইনাল সাজেশন ত দেয় পরিক্ষার ২/১ দিন আগে। তাদের উদ্দেশ্য বলছি তুমি মোটে ও এটা ভেবো না যে তুমি স্কুল /কলেজের বোর্ড পরিক্ষা দিচ্ছ। তুমি পরিক্ষা দিচ্ছ ঢাবির মত পাবলিক ভার্সিটিতে। ২/ ১ দিন আগে শর্ট সাজেশন দেয়ার মত বোকা পাব্লিক আমি নই।।এটা সত্য ২ এক দিন আগের শর্ট সাজেশন দিয়ে ঢাবিতে চান্স পাওয়ার আসা করা আর বিয়ে না করে সন্তান আসা করা একি কথা ।
,
আমার চিন্তা ধারা একটু ভিন্ন।
আমি মনে করি সাজেশন টা যদি ৩/৪ মাস আগে দেয়া হয়। মোটা মুটি ভাবে সবাই সাজেশন টি শেষ করতে পারবে এবং খুব ই উপকৃত হবে।
,
& C unit এ ইংলিশ ২০ টা প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নে মার্ক ১.২০ | পাশ মার্ক ১০| প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 | কিন্তু এই পাশ মার্ক উঠাতেই অনেকের হিমসিম খেতে হয়। পাশ করার জন্য কম করে হলেও ৯ টা পশ্ন সঠিক হতে হবে তবে এ ক্ষেত্রে আর কোনো ভুল উত্তর থাকা যাবে না।অন্যথায় নিগেটিভ মার্কিং হয়ে যাবে।। গতবছরের আগের বছর আমার এক ফ্রেন্ড এর ১০ উত্তর সঠিক হয়েছে। তবুও ফেল করেছে যেখানে ৯ টা সঠিক আন্সার করতে পারলেই পাশ।। ফেল করার কারন ছিল অন্যদিকে ১০ টা উত্তর ভুল করেছিল। ১০ টায় মার্ক আসে ১২! অন্যদিকে ১০ টা ভুলের জন্য কাটা যায় ১০*০.২৫= ২.৫০ মার্ক। সে পায় ১২-২.৫=৯.৫ | এর মানে তার ০.৫ এর জন্য তার সপ্ন ভেঙে গেলো। আর এসব সমীকরনেই ফলেই অন্যান্য ইউনীটের তুলনায় পাশ করা কঠিন হয়ে যায়।
.
.
সমস্যা টা আর ও বেড়ে যায় যখন ২০ টা প্রশ্নের মধ্যে ৫ টা পশ্ন আসে passage থেকে।। এতো কম সময়ের মাঝে এখানে ৫ টার মধ্যে ৫ টার মধ্যে খুব ই কঠিন কাজ। এখানের উত্তর গুলা কোন টাই ১০০% সিউর হয়ে দেয়া যায় না।। যার ফলে অনেকে passage এর আসা ছেড়েই এক্সাম হলে যায়।। যার টেনেটুনে পাশ মার্ক উঠে যায় সে passage এর দিকে হাত খুব কম ই বাড়ায়। তবে এটা কে এত ভয় পাওয়ার কিছু নেই।। কিছু টেকনিক আসে যেগুলো ফলো করলেই ২/৩ টা এমনি হয়ে যায়।
,
#এরপর বাকি থাকে আর মাত্র ১৫ টা প্রশ্ন। আর এ ১৫ টা প্রশ্নের জন্যই পরতে হয় এক বিশাল সিলেবাস।।
, At this situation, what will you do? .
.
now I m going to give you an easiest solution.
.
#বিগত বছরের প্রশ্ন কাটাকাটি তথা ময়না তদন্ত করে যে বিষয় গুলো বেড়িয়ে এসেছেঃ
,
১.Fill in the gaps/sentence completion(grammar)- ২/৩ টা
.
২.Appropriate preposition ২-৪ টা
.
4.Group verb/phrase -১ টা
.
5.synonyms and antonyms- ৩/ ৫।
সর্বোচ্চ ৯ টা আসার রেকর্ড রয়েছে।
.
৬. phrase & idioms -১/২
.
7.Word correction ১ /২
.
8.sentence correction- ১/২
.
9.correction spelling - ১
.
10.sentence completion(vocabulary)- ১/২
.
১১. analogy - 1 ta
.
১২.. passage - ৫ টা
.
১৩. Article,, voice,,narration,, Tag,,Number - 0/ ১ টা
.
উপর্যুক্ত টপিক গুলো A to Z ধারনা নিতে হবে।। বাদ দেয়ার সুযোগ নেই বললেই চলে।
,
তবে খুশির বিষয় হচ্ছে এখানকার কিছু কিছু টপিক হুবাহু রিপিট আসে।। এই সু্যোগ টি কাজে লাগানোর জন্য তোমায় যে গুলো পড়তে হবে সেগুলো একটু আলোচনা করা হলঃ
,
১) previous question of DU d unit, c unit, a unit, b unit, IBA(BBA), Evening MBA
2) BCS ( 10 to 37th ),
3) Ju, Ru, & Jnu
4) prepositions of all job questions
5) cliff toefl
কেউ যদি এখন থেকেই এগুলো অনুসরন করে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ইংলিশ এ ফেল তো করবেই না বরং ১৮ + থাকবে যা তোমায় সপ্ন পূরনে নিয়ে যাবে এক ধাপ এগিয়ে।
বাকি ইউনিটের গুলা আসছে খুব শিগ্রই।
আরেক টা কথা আমি সি ইউনিট এর প্রিপারেশন নিয়ে ডি ইউনিট এ ইংলিশ ২৪ পেয়েছিলাম। সুতরাং ডি ইউনিট এর ক্ষেত্রে ও এই সাজেশন ফলো করা যেতে পারে।
,
share it & preserve it at any way.
& mention your friends
.
বেচে থাকুক সপ্ন গুলো