Dream to BCS

Think positive, Be positive, Do positive

কাজী নজরুল ইসলাম থেকে কিছু ব্যতিক্রমী প্রশ্নোত্তরঃ

*** বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন কে?
#উঃ- কাজী নজরুল ইসলাম
*** কাজী নজরুল ইসলাম লেটোর দল ছেড়ে দেন কত সালে?
#উঃ- ১৯১০ সালে
*** কাজী নজরুল ইসলামের প্রথম গদ্য রচনা বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি কোথায় বসে রচনা করেন?
#উ:- করাচি সেনানিবাসে
*** কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের প্রথম স্কুলের নাম কি?
#উঃ- রাণীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল
*** শাত ইল আরব, বোধন, আগমনী কবিতাগুলির লেখক হলেন-
#উঃ- কাজী নজরুল ইসলাম
*** সেনাবাহিনীর কোন সামরিক সংগঠনের সাধারণ সৈনিক পদে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিলেন?
#উঃ- ৪৯ বেঙ্গল রেজিমেন্ট
*** কোন বিপ্লব কাজী নজরুল ইসলামকে নানাভাবে প্রভাবিত করেছিলেন?
#উঃ- রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব
*** ১৯৪৫ সালে ভারতের বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরষ্কার জগত্তারিণী স্বর্ণপদক কাজী নজরুল ইসলামকে প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
#উঃ- কলকাতা বিশ্ববিদ্যালয়
*** " চল্ চল্ চল্ উর্ধ্বগগনে বাজে মাদল " রণ সঙ্গীতটি রচিত হয়-
#উঃ- দাদরা তালে
*** কাজী নজরুল ইসলামের মৃত্যুর কারন কি?
#উঃ- পিক্স ডিজিজ
//

কাজী নজরুল সম্পর্কে এরকম  কোনো বিরল তথ্য যা কোনো গাইড বইয়ে নেই ননননজানা থাকলে