বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে প্রশ্ন আসে চলুন দেখে নিই
ভাষা তত্ত্ববিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (জ্ঞানতাপস, চলিষ্ণু অভিধান)
অনেক বই লিখেছেন ৷
-
তাঁর মধ্যে উল্লেখযোগ্য --
• ভাষা ও সাহিত্য
• বাংলা ভাষার ব্যাকরণ
• বাংলা ভাষার ইতিবৃত্ত
• বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
• দীওয়ানে হাফিজ
• রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
• বিদ্যাপতি শতক
• Buddhist mystic songs
• বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (এজন্য ১৯৬০ সালে বাংলা একাডেমীতে যোগদান)
• বাংলা পঞ্জিকা সংস্কার -১৯৬৬ সালে
• সম্পাদিত পত্রিকা- আঙুর, দি পিস।
• বিখ্যাত পঙতি-“ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তারচেয়ে বেশি সত্য আমরা বাঙালী। এটা কোন আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা।প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছে যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুংগি-দাড়িতে ঢাকবার জোটি নেই
বিসএস পরীক্ষায় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ থেকে যা আসে
Tags
# Bangla Literature
# Preliminary Preparation
Share This
Preliminary Preparation
Labels:
Bangla Literature,
Preliminary Preparation