Dream to BCS

Think positive, Be positive, Do positive

বিসএস পরীক্ষায় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ থেকে যা আসে

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে প্রশ্ন আসে চলুন দেখে নিই
ভাষা তত্ত্ববিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (জ্ঞানতাপস, চলিষ্ণু অভিধান)
অনেক বই লিখেছেন ৷
-
তাঁর মধ্যে উল্লেখযোগ্য --
• ভাষা ও সাহিত্য
• বাংলা ভাষার ব্যাকরণ
• বাংলা ভাষার ইতিবৃত্ত
• বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
• দীওয়ানে হাফিজ
• রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
• বিদ্যাপতি শতক
• Buddhist mystic songs
• বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (এজন্য ১৯৬০ সালে বাংলা একাডেমীতে যোগদান)
• বাংলা পঞ্জিকা সংস্কার -১৯৬৬ সালে
• সম্পাদিত পত্রিকা- আঙুর, দি পিস।
• বিখ্যাত পঙতি-“ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তারচেয়ে বেশি সত্য আমরা বাঙালী। এটা কোন আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা।প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছে যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুংগি-দাড়িতে ঢাকবার জোটি নেই