সম্প্রতি তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলন হয়ে গেল , যেগুলো থেকে বিসিএস সহ যেকোন চাকরির পরীক্ষায় প্রায় প্রায় প্রশ্ন আসে । চলুন দেখে নিই
-
১। কমনওয়েলথ
১৯-২০ এপ্রিল ২০১৮ , লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথের সরকারপ্রধানদের ২৫তম সম্মেলন ।
কমনওয়েলথের বর্তমান সদস্য :৫৩। সর্বশেষ গাম্বিয়া ।
কমনওয়েলথের বর্তমান মহাসচিব
=প্যাট্রিসিয়া!
কমনওয়েলথ এর নতুন প্রধান হবেন
= প্রিন্স চার্লস
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়
- ১৯৪৯( বৃটিশ কমনওয়েলথ ১৯৩১)
কমনওয়েলথ এর সদর দপ্তর
- মার্লবরো হাউজ , লন্ডন।
বাংলাদেশ প্রথম যে সংস্থায় যোগ দেয়
- কমনওয়েলথ ( ১৯৭২ সালে) । ৩২ তম সদস্য হিসেবে
-
২। আরব লীগ
২৯তম আরব লীগ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
=রিয়াদে , সৌদি আরব, ১৫ এপ্রিল ,২০১৮।
বর্তমান সদস্য -২২
প্রতিষ্ঠা-১৯৪৫
সদর দপ্তর - মিশর , কায়রো
-
৩।সাংহাই কো- অপারেশন সংস্থা
২৫-২৮ এপ্রিল সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন হয় সিংঙ্গাপুরে
প্রতিষ্ঠা:২০০১ সালে
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সাথে তুলনা করা হয় ।
বর্তমান সদস্য: ৮টি দেশ ( নোট:২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ সদস্য মনোনীত হয়)
উদ্দেশ্য : সীমান্ত নিরসন
সদর দপ্তর : বেইজিং , চীন ।
Home
International Affairs
Recent Update
সম্প্রতি তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলন, যা থেকে প্রশ্ন আসবেই
সম্প্রতি তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলন, যা থেকে প্রশ্ন আসবেই
Tags
# International Affairs
# Recent Update
Share This
Recent Update
Labels:
International Affairs,
Recent Update