যে বিষয়গুলোকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের রূপকল্প’ বলা হচ্ছে প্রণীত এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে তাহলো,
১. স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,
২. ভিশন ২০২১ এবং,
৩. মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া।
.
.
পরিকল্পনার সময়সীমা :অর্থবছর ২০১৬-২০২০ সাল।
প্রতিপাদ্য বিষয়: প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন,
কর্মসূচি পরিচালিত হবে:১৩টি সেক্টরে ভাগ করে.
-
সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনার লক্ষমাত্রা সমূহ:
-
১। প্রবৃদ্ধি অর্জন >>> ৮%
২০১৬-১৭> ৭%
২০১৭-১৮ > ৭.২%
২০১৮-১৯>>৭.৪%
২০১৯-২০ >> ৭.৬%
২০২০-২১>> ৮ .
-
২। গড় প্রবৃদ্ধি>> ৭.৪% করা । যার মধ্যে শিল্প >> ১০.৮% সেবা >> ৬.৪৯% কৃষি >>> ৩.৪%
৩। দারিদ্র্যের হার >> ১৮.৬% এ কমিয়ে আনা
৪। অতি দারিদ্রের হার >>>> ৮.৯ % করা ৫। জনসংখ্যা বৃদ্ধির হার >>> ১% এ কমিয়ে আনা
৬।মূল্যস্ফীতি >>> ৫.৮% এ কমিয়ে আনা
৭। জাতীয় সঞ্চয় জিডিপি‘র ৩২% করা
৮। মোট বিনিয়োগ জিডিপি‘র >> ৩৪.৪%
৯। কর্মসংস্থান : ১কোটি ২৯ লাখ সৃষ্টি করা (দেশে১কোটি ১০ লাখ, বিদেশে ১৯ লাখ)
১০। রপ্তানি আয় >> ৫৪.১ বিলিয়ন মার্কিন ডলার
১১। ৫বছরের নিচের বয়সের শিশু মৃত্যুহার (প্রতি হাজারে ) ৩৭জন
১২। বিদ্যুত্ উত্পাদন >> ২৩ হাজার মেগাওয়াট
১৪।দেশেরমোট এলাকার বিদ্যুতের আওতায় আসবে >> ৯৬%
১৫।দেশের মোট আয়তনের বনাঞ্চল হবে >> ২০% ১৬। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার হার >>> ১০০%
১৭। দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার হার >> ৬০% ১৮। দেশের মোট জনসংখ্যার ২০% হবে উচ্চ শিক্ষিত
১৯। ৮৫৬কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা
২০। মোট প্রবাসী আয় >> ১০, ৩৫৮ কোটি টাকা
২১। গবেষণা ও উন্নয়নে সরকারি ব্যয় জিডিপির ১% এ উন্নীত করা
২২। ২০২০সালের মধ্যে শেষ হবে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে েএর কাজ ।
২৩। স্যানিট্যারি ল্যাট্রিনের আওয়তায় আসবে শহর >> ১০০% ২৪। স্যানিট্যারি ল্যাট্রিনের আওয়তায় আসবে গ্রাম >> ৯৬%।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা
Tags
# Bangladesh Affairs
# Written Preparation
Share This
Written Preparation
Labels:
Bangladesh Affairs,
Written Preparation