Dream to BCS

Think positive, Be positive, Do positive

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি ফাইনাল মডেল টেস্ট- ২ (উত্তর সিট)


 


৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি ফাইনাল মডেল টেস্ট- ২
উত্তর সিট :
পূর্ণমান ২০০



১.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
ক.৬ (১)
খ.৬ (২)***
গ.৭
ঘ.৮
২.বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
ক.রাষ্ট্রপতি***
খ.প্রধানমন্ত্রী
গ.সামরিক বাহিনী প্রধান
ঘ.জাতীয় সংসদ
৩.বাংলদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তিটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় কত তারিখে?
ক.৬ মে ২০১৫
খ.৫ মে ২০১৫***
গ.৮ মে ২০১৪
ঘ.৯ মে২০১২
৪.সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালত(ITLOS)প্রতিষ্ঠিত হয় কবে?
ক.১৬ নভেম্বর ১৯৯৪***
খ.১৫ নভেম্বর ১৯১৫
গ.১৭ ডিসেম্বর ২০০১
ঘ.১৬ এপ্রিল ১৯৯৫
৫.পাট বীজ রোপন করা হয় কখন?
ক.ফেব্রুয়ারী-এপ্রিল***
খ.এপ্রিল-মে
গ.জুন-জুলাই
ঘ.ডিসেম্বর-নভেম্বর
৬.স্বর্ণা কী?
ক.এক ধরনের পাট***
খ.এক ধরনের তুলা
গ.এক ধরনের গম
ঘ.এক ধরনের...
৭.‘মধুবালা’কোন জাতীয় শস্যের বীজ?
ক.মরিচ
খ.টমেটা
গ.আম
ঘ.তরমুজ***
৮.‘আর্য’ শব্দের অর্থ কী?
ক.উচ্চ বংশ
খ.সৎ বংশজাত ব্যক্তি***
গ.ভাল মানুষ
ঘ.কোনটি নয়
৯.‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
ক.সিলেট
খ.বগুরা
গ.কক্সবাজার***
ঘ.রাজশাহী
১০.বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা কম?
ক.পিগমী ও জুলু
খ.খুমী ও চক***
গ.শেরপ ওককেমীয়
ঘ.সাওতাল
১১.‘A State in Bom’ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্রের পরিচালক কে?
ক.ব্রায়ন টাগ
খ.বিনয় রায়
গ.আলমগীর কবির
ঘ.জহির রায়হান***
১২.মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস”খাঁচায়”এর রচয়িতা কে?
ক.হুমায়ূন আহমেদ
খ.রশীদ হায়দার***
গ.শওকত ওসমান
ঘ.সেলিনা হোসেন
১৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কত তারিখে?
ক.২৪ মার্চ ১৯৭১ সালে
খ.২৩ মার্চ ১৯৭১ সালে***
গ.২৭ মে ১৯৭১ সালে
ঘ.১৬ মার্চ ১৯৭২ সালে
১৪.১৯৭১ সালের অসযোগ আন্দালন শেষ হয়েছিল কবে?
ক.২ মার্চ
খ.২৫ মার্চ***
গ.১৬ ডিসেম্বর
ঘ.২৬ মার্চ
১৫.ভারতের যে সম্রাটকে ‘আলমগীর’ বলা হত-
ক.শাহজাহান
খ.বাহাদুর শাহ
গ.বাবর
ঘ.আওরঙ্গজেব***
১৬.বঙ্গভঙ্গের বিরুদ্ধের স্বদেশি আন্দোলনের নেতৃত্বদান করেন কে?
ক.আশুতোষ মুখোপাধ্যায়
খ.অরবিন্দ ঘোষ***
গ.হাজী শরিয়তউল্লাই
ঘ.সুরেন্দনাথ বন্দ্যোপাধ্যয়
১৭.বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’নামে পরিচিত?
ক.কাঁকন বিবি***
খ.তারামন বিবি
গ.সিতারা বেগম
ঘ.নীলমা ইব্রাহিম
১৮.বাংলাদেশ সংবিধানের ৮ম সংশোধনীর বিষয়বস্তু কি?
ক.উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান
খ.রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান***
গ.সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতির প্রচলন
ঘ.জাতীয় সংসদে মহিলাদের জন্য ৩০টি আসন সংরক্ষণ
১৯.কারা ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করেন?
ক.দিনেমার***
খ.ডাচ
গ.পর্তুগীজ
ঘ.ইংরেজরা
২০.‘একুশে ফেব্রুয়ারি’ কত সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে ?
ক.১৯৯৯
খ.২০০০***
গ.১৯৯৮
ঘ.২০০১
২১.২৫ মার্চ , ১৯৭১ সালের মধ্যরাতে বঙ্গবন্ধুকে যে অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিলো তার নাম কী ছিল ?
ক.অপারেশন সার্চ লাইট
খ.অপারেশন ক্লিন হার্ট
গ.অপারেশন বিগ বার্ড***
ঘ.অপারেশন ব্লু বার্ড
২২.শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
ক.সাব্বির রহমান
খ.মুশফিকুর রহিম
গ.সাকিব আল হাসান***
ঘ.তামিম ইকবাল
২৩.বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
ক.৪২ তম
খ.৪১তম***
গ.৪৪তম
ঘ.৪৫তম
২৪.জাতীয় নিরাপদ সড়ক দিবস?
ক.১ জানুয়ারি
খ.৯ আগস্ট
গ.২২ অক্টোবর***
ঘ.১০ জুলাই
২৫.‘জগদল বিহার’ কোথায় অবস্থিত?
ক.কুমিল্লা
খ.দিনাজপুর
গ.চট্টগ্রাম
ঘ.নওগা**
২৬.বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্বপাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল:
ক.ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
খ.প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
গ.পূর্বপাকিস্তানের অসহযোগ আন্দোলন***
ঘ.মার্শাল পদত্যাগের আন্দোলন
২৭.দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
ক.রোম
খ.ইতালি
গ.কানাডা
ঘ.জাপান***
২৮.IPRSP –এর অর্থ কি?
ক.Interim Proverty Reduction Strategy paper***
খ.International Proverty Reduction Strategy paper
গ.Interal Proverty Reduction Strategy paper
ঘ.Inter-Proverty Reduction Strategy paper
২৯.১৯৯০ এর গণঅভ্যূত্থানে কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক.শ্রমিক পরিষদ
খ.কর্মচারী পরিষদ
গ.শ্রমিক-কর্মচারী পরিষদ
ঘ.শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ***
৩০.জয় বাংলা জয় তারুন্য-এর স্থপতি কে?
ক.শামীম সিকদার
খ.হামিদুর রহমান
গ.আলাউদ্দিন বুলবুল***
ঘ.রাশা
31."The camel is the ship of desert." what is it expressed in the sentence?
a) metaphor★
b) simile
c) hyperbole
d) none
32. Massacre means _________.
a) murder
b) stab
c) assassinate
d) slaughter★
33. You can confide_____his honesty. Here preposition is__?
a) with
b) to
c) of
d) no preposition★
34. The book that I lent you_______a good bibliography.
a) have
b) has★
c) having
d) none of above
35. 'To drive home ' means ____?
a) to run a family
b) to emphasis★
c) to lead home
d) to expense money
36. He passed because he______
hard for it.
a) work
b) worked
c) has worked
d) had worked★
37.' Turn up ' means ________.
a) Land up
b) Show up★
c) Crop up
d) come up
38. The family _______divided into two groups.
a) is
b) was
c) are★
d) none of above
39. "This place is like a garden of Eden" is an example of________.
a) alliteration
b) allusion★
c) simile
d) Personification
40. The famous poem 'Fall apart' is written by_________.
a) W. B. Yeats
b) T. S. Eliot
c) Chinua Achebe★
d) James Joyce
41. Contradiction but truth is known as ---
a) Personification
b) paradox★
c) metaphor
d) onomatopoeia
42. which is not correct?
a) a fantasy is an imaginary story.
b) Limerick is a form of light verse.
c) Ballad is a kind of short narrative poem.
d) Elegy is a song of grief.★
43." The waves beside them danced " The comprasion in the sentence is known as _______.
a) metaphor
b) personification
c) simile
d) allusion
44. " Injustice anywhere is a threat to Justice everywhere"__
a) Aristotle
b) Socrates
c) Abraham Lincoln★
d) Voltaire
45. "For God's sake hold your tongue and let me love" who said ________.
a) William Hazlitt
b) John Donne★
c) George Eliot
d) Thomas Carlyle
46.which period is called as "Barren Age"?
a) 1066-1500
b) 1066-1350
c) 1350-1400
d) 1400-1485★
47. Middle English period started from ___________.
a) 1066★
b) 1500
c) 1660
d) 1798
48. 'Gorbudue' was the first____.
a) tragedy ★
b) comedy
c) drama
d) poetry
49. which period is called as the age of sensibility?
a) 1660-1700
b) 1700-1745
c) 1745-1798★
d) 1798-1832
50. Who is the ancient father of English literature?
a) Caedmon★
b) Bede
c) Chaucer
d) None
51. 'The Massacre at Paris ' was written by_____________.
a) C. Marlow★
b) Robert Greene
c) John Lyly
d) George Peele
52. 'The Taming Of The Shrew' is work of ____________.
a) Ben Johnson
b) C. Marlowe
c) W. Shakespeare★
d) Thomas Kyd
53. Which is historical drama?
a) King Lear
b) Othello
c) King John★
d) Julius & Caesar
54. Comedy of Humour related to ___________ theory.
a) ethics
b) medical★
c) metaphysical
d) none of them.
55. 'The Silent Women' is written by ____________.
a) Jonathan Swift
b) Ben Johnson★
c) John Donne
d) Shakespeare
56. The Amoretti means ________.
a) little sad songs
b) long sad songs
c) little love songs★
d) long love songs
57. Proclaim means _________.
a) declare
b) announce★
c) demand
d) both declare & announce
58. which is correct?
a) The ship drowned in the ocean.
b) The ship sunk in the ocean.★
c)The ship goes under the ocean.
d) The ship was sunk in the ocean.
59. which is plural ?
a) genera★
b) Bandit
c) formula
d) synopsis
60. A barking dog seldom bites. Here barking is a__________.
a) gerund
b) participle★
c) adjective
d) noun
61. The girl in white is my sister. Here 'in white ' is a/an_______.
a) noun phrase
b) adjective phrase★
c) adverbial phrase
d) prepositional phrase
62. I know the time when he will come. Here ' when he will come' is a /an________.
a) noun clause
b) adjective clause★
c) adverbial clause
d) subordinate clause
63. we discussed ____the matter.
a) with
b) of
c) about
d) no preposition★
64. He came in. Here 'in' is a/an______?
a) adverb★
b) preposition
c) noun
d) noun of them
65.Canto is _____________.
a) a part of a poem.★
b) a division of a poem.
c) a last part of a poem
d) a classified poem.
৬৬. কোন উদ্ভিদটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে?
ক. শ্যাওলা
খ. কলমি ***
গ. সিংগারা
ঘ. ক্ষুদিপানা
৬৭. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পানিতে নূন্যতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?
ক.৪ মিলি/ লি
খ.৫ মিলি/ লি***
গ.৬ মিলি/ লি
ঘ.৭ মিলি/ লি
৬৮.একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?
ক.৩-৪ লিটার
খ.৪-৫ লিটার
গ.৫-৬ লিটার***
ঘ.৬-৭ লিটার
৬৯.কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. কলেরা
খ. বসন্ত***
গ. যক্ষা
ঘ. টাইফয়েড
৭০.ডিপথেরিয়া রোগে মানুষের দেহের কোন অংশ আক্রান্ত হয়?
ক. গলা***
খ. নাক
গ. কিডনি
ঘ. ফুসফুস
৭১.কোনটি দূর্বল এসিড?
ক.HCl
খ.HNO3
গ.H2CO3***
ঘ.H2SO4
৭২. ভিনেগারের সংকেত কোনটি?
ক.CH3COOH***
খ.C6H8O7
গ.COOH-COOH
ঘ.NH4NO3
৭৩.বাসা বাড়িতে IPS চালানোর জন্য ব্যবহৃত ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
ক.H2SO4***
খ.HCl
গগ.HNO3
ঘ.H2CO3
৭৪.কোনটি ব্যবহার করে মাটির এসিডিটি দূর করা যায়?
ক. সাবান
খ. চুন***
গ. সার
ঘ. পানিসেচ
৭৫.টেস্টিং সল্টের অপর নাম কি?
ক. কপার সালফেট
খ. সোডিয়াম গ্লুটামেট***
গ. পটাসিয়াম নাইট্রেট
ঘ. সোডিয়াম ক্লোরাইড
৭৬.স্বাভাবিক তাপমাত্রা ও চাপে শুস্ক বায়ুতে শব্দের দ্রুতি কত?
ক.332 ms-1***
খ.333 ms-1
গ.334 ms-1
ঘ.335 ms-1
৭৭.সরল পেরিস্কোপ তৈরিতে কোন দর্পন ব্যবহৃত হয়?
ক. সমতল***
খ. অবতল
গ. উত্তল
ঘ. উভোত্তল
৭৮.হিরকের ক্রান্তি কোন কত?
ক.২৪ ডিগ্রি***
খ.২৫ ডিগ্রি
গ.২৬ ডিগ্রি
ঘ.২৭ ডিগ্রি
৭৯. পরিবাহিতারর একক কি?
ক. সিমেন্স***
খ. আম্পিয়ার
গ. ভোল্ট
ঘ. ওয়াট
৮০. একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক।রেজিস্টেস হিসাবে
খ।ট্রান্সফর্মার হিসাবে
গ।রেক্টিফায়ার হিসাবে***
ঘ। ক্যাপাসিটর হিসাবে
৮১.কম্পিউটার কে আনিষ্কার করেন?
ক।জন বেয়ার্ড
খ।হাওয়ার্ড এইকিন***
গ।প্যাসকেল
ঘ।উইলিয়াম অটরেড
৮২.ট্রানজিস্টর কত সালে আবিস্কৃত হয়?
ক।১৬৪৮
খ।১৭৪৮
গ।১৮৪৮
ঘ।১৯৪৮***
৮৩. ক্যাপাসিটরের কাজ কি?
ক।বিদ্যুৎ প্রবাহ
খ।বিদ্যুৎ প্রবাহে বাধা
গ।তাপ ক্ষয়
ঘ।শক্তি সংরক্ষন***
৮৪. নিচের কোনটি 3G language?
ক। C
খ। JAVA
গ। BASIC
ঘ। সবকয়টি।***
৮৫. নিচের কোন মেমোরি টি নন-ভোলাটাইল?
ক। DRAM
খ। SRAM
গ। ROM***
ঘ। উপরের সবগুলো।
৮৬. প্লটার কোন ধরনের ডিভাইস?
ক। ইনপুট
খ। আউটপুট***
গ। মেমোরি
ঘ। কোনটি নয়
৮৭. নিচের কোনটি ছাড়া ইন্টারনেট এ প্রবেশ করা সম্ভব নয়?
ক। taskbar
খ। menu bar
গ। notification area
ঘ। web browser***
৮৮. নিচের কোন সাইট টি কেনা বেচার জন্য নয়?
ক। ekanei.com
খ। google.com***
গ। olx.com
ঘ। amazon.com
৮৯. oracle corporation এর প্রতিষ্ঠাতা কে?
ক। Bill Gates
খ। Andrew S Grove
গ। Tim Cook
ঘ। Lawrence J Ellison***
৯০. নিচের কোনটি এন্টিভাইরাস?
ক। Fusitsu
খ। Win-pro
গ। Symentec***
ঘ। কোনটি নয়
৯১. নিচের কোনটি ডাটাবেজ সফটওয়ার নয়?
ক। Oracle
খ। MS-Excel
গ। SQL
ঘ। MS-Outlook***
৯২. https এর s দিয়ে কি বুঝায়?
ক। security
খ। special
গ। secured***
ঘ। system
৯৩. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক। UNIX
খ। MAC
গ। XENIX
ঘ। APPLE***
৯৪. 3G কম্পিউটারে কোন ধরনের IC ব্যায়হার করা হয়?
ক। SSI***
খ। BSI
গ। LSI
ঘ। কোনটি নয়
৯৫. ইমেইল এর অংশ কইটি?
ক। ৩
খ। ২***
গ। ৪
ঘ। ৫
৯৬। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত ----
ক. রাম নিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. এন্টনি ফিরিঙ্গি
ঘ. রামপ্রসাদ সেন ***
৯৭ । কল্লোল পত্রিকার সম্পাদক কে ?
ক. বুদ্ধদেব বসু
খ. দীনেশরঞ্জন দাশ***
গ. রজনীকান্ত দাস
ঘ. প্রেমেন্দ্র মিত্রি
৯৮ । আধুনিক বাংলা কবিতার প্রবর্তক কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. চন্ডীদাশ
গ. মাইকেল মধুসূদন দত্ত***
ঘ. দৌলত কাজী
৯৯। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
ক. শিখা
খ. সবুজপত্র
গ. কল্লোল
ঘ. পূর্বাশা ***
১০০। ’সুলতানার স্বপ্ন ‘ কোন ধরণের রচনা ?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রবন্ধ***
ঘ. কাব্য
১০১ । আধুনিক গীতি কবিতার প্রথম কবি কে ?
ক. বিহারীলাল চক্রবর্তী ***
খ. গোবিন্দ দাস
গ. রবীন্দ্রনাথ
ঘ. কোনটিই নয়
১০২। যুগলাঙ্গরীয় গ্রন্থটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল
গ. শরৎ
ঘ. বঙ্কিম ***
১০৩।অপ ও দূর্গা কোন উপন্যাসের চরিত্র ?
ক. শ্রীকান্ত
খ. পথের প্যাঁচালী ***
গ. রজনী
ঘ. আরণ্যক
১০৪।শাহনামা বাংলায় অনুবাদ করেন কে?
ক. এয়াকুব আলী
খ. মোজাম্মেল হক ***
গ. সৈয়দ এমদাদ আলী
ঘ. কাজী ইমদাদুল হক
১০৫। মুসলিম রেনেসাঁ কবি
ক. ফররুখ আহমেদ ***
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. কায়কোবাদ
১০৬। ‘‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ
স্মৃতিগন্ধে ভরপুর।
একুশের কৃষ্ণাচূড়া আমাদের চেতনারই রঙ্গ ।’’ রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. আব্দুল গাফফার চৌধুরী
গ. সিকানদার আবু জাফর
ঘ. শামসুর রাহমান **
১০৭ । ‘চাষাভূষার কাব্য’ কার রচনা ?
ক. নির্মলেন্দু গুণ**
খ. শামসুর রাহমান
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. কোনটিই নয়
১০৮ । ‘নীলদর্পন’ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ?
ক. প্ল্যান্টিং মিরর ইন্ডিগো
খ. ইন্ডিগো প্ল্যান্টিং মিরর***
গ. মিরর প্ল্যান্টিং ইন্ডিগো
ঘ. কোনটিই নয়
১০৯। ‘আমি ভালো আছি , তুমি ? কাব্য কার ?
ক. শামসুর রাহমান
খ. দাউদ হায়দার***
গ. আল মাহমুদ
গ. শহীদ কাদরী
১১০ । বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ সালে ‘ এডগার এলান পো’ রচিত ‘ টু হেলেন ‘ কবিতাটি থেকে কোন কবিতাটি রচনা করেন?
ক. নোলক
খ. বনলতা সেন**
গ. প্রেমাংশুর রক্ত চাই
ঘ. জন্মই আমার আজন্ম পাপ
১১১। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. রাজ্জাক
খ. জহির রায়হান ****
গ. খান আতাউর রহমান
ঘ. চাষী নজরুল ইসলাম
১১২। যে দেশে মানুষ বড় কোন ধরণের গ্রন্থ
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. কাব্য
ঘ. ভ্রমণ কাহিনী ****
১১৩। ‘চাষী ওরা ,নয়কো চাষা , নয়কো ছোট লোক’ - কার উক্তি ?
ক. কাজী নজরুল ইসলাম***
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনান্দ
ঘ. কোনটিই নয়
১১৪। কায়কোবাদের আসল নাম কী ?
ক. মীর্জা কায়কোবাদ
খ. কাজেল আল কোরেশী
গ. কাজেম আল কোরেশী ***
গ. কোনটিই নয়
১১৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থে প্রথম বিরামচিহ্ন ব্যবহার করেন ?
ক. বেতাল পঞ্চবিংশতি**
খ. ভ্রান্তিবিলাস
গ.প্রভাবতী সম্ভাষণ
ঘ. কোনটিই নয়
১১৬। বাঙালি ও বাঙলা সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে?
ক. ড. মোহাম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আহমদ শরীফ ****
১১৭। চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে ?
ক. ৫০টি
খ . সাড়ে চেচল্লিশ টি ***
গ. ৫১টি
ঘ. ২৩টি
১১৮ ।কোন বানানটি শুদ্ধ ?
ক. সান্তনা
খ. সান্ত্বনা****
গ. সানতনা
ঘ. স্বান্তনা
১১৯। শর্বরী শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক. দিবস ***
খ. কুটিল
গ. কুৎসিত
ঘ. সৌম্য
১২০ । বলাহক শব্দের সমার্থক
ক. জলাশয়
খ. নদী
গ. মেঘ ***
ঘ. আকাশ
১২১। ফেকলু পার্টি বাগধারাটির অর্থথ কী ?
ক. ক্ষমতাসীন পার্টি
খ. বিরোধী পার্টি
গ. কদরহীন লোক ****
ঘ. নিকৃষ্ট লোক
১২২। বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা । এখানে বিপদে কোন কারক ?
ক. অপাদানে ৭মী ***
খ. অপাদানে ২য়া
গ. অধিকরণে ২য়া
ঘ. কর্মে ৭মী
১২৩। ‘আ মরি বাংলা ভাষা ‘ - এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে ?
ক. আশাবাদ
খ. আবেগ
গ. আনন্দ***
ঘ. আনুগত্য
১২৪। ’কী শোভা কী মায়া গো ‘- এখানে কী ‘কোন পদ হিসেবে ব্যবহৃত হয়য়েছে ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ ***
গ. সর্বনাম
ঘ. অব্যয়
১২৫। উপসর্গ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক.শব্দ তত্ত্ব***
খ. ধ্বনি তত্ত্ব
গ. বাক্য তত্ত্ব
ঘ. কোনটিই নয়
১২৬ । রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
ক. মনমাঝি **
খ. জলযান
গ. সিংহদ্বার
ঘ. একাদশ
১২৭ । সার্ধশত জন্মবার্ষিকী’ এখানে ‘সার্ধশত’ কোন ধরণের শব্দ ?
ক. তারিখবাচক
খ. পরিমাণবাচক
গ. ক্রমবাচক ****
ঘ. আধিক্যবাচক
১২৮ । জেনানা ’ হচ্ছে
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ***
গ. নিত্য স্ত্রী লিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
১২৯ । ‘যজ্ঞ’ শব্দের সন্ধিবিচ্ছেদ
ক. যজ + ঞ্জ
খ. যজ + জ্ঞ
গ. যজ + ন***
ঘ. যগ + জ্ঞ
১৩০ । নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
ক. জলদ***
খ. জলজ
গ.সহজ
ঘ. বনজ
১৩১৷ ইনেসিস কি?
ক. সাইপ্রাসকে গ্রিসের সংঙ্গে যুক্তকরনের আন্দোলন
খ. বিভক্তি জার্মানি একত্রীকরণ**
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক
১৩২৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
ক. রেক্স টিলারসন**
খ. মাইক পেন্স
গ. হিলারি ক্লিনটন
ঘ. নিকি হ্যালি
১৩৩৷ ফরাসি বিপ্লবের মতবাদের প্রবক্তা কে ছিলেন?
ক. মোপাসো
খ. ব্রার্ট্রান্ট রাসেল
গ. ভলতেয়ার
ঘ. রুশো**
১৩৪৷ ৮ম আইসিসি চ্যাম্পিয়ন ট্রপির চ্যাম্পিয়ন কোন দল?
ক. ভারত
খ. পাকিস্তান**
গ. ইংল্যান্ড
ঘ. অস্ট্রেলিয়া
১৩৫৷ "ক্যাসাব্ল্যাঙ্কা" কোন দেশের সমুদ্র বন্দর ?
ক. মিশর
খ. আলজেরিয়া
গ. তিউনেশিয়া
ঘ. মরক্কো**
১৩৬৷ সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা চা গাছের জীবন রহস্য উন্মোচন করেন?
ক. বাংলাদেশ
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন**
ঘ. ভারত
১৩৭৷ "ন্যাটো" এর বর্তমান সদস্য কতটি?
ক. ২৮টি
খ. ২৯টি**
গ. ২২টি
ঘ. ২৭টি
১৩৮৷ ফরমোজা কোন দেশের পুরাতন নাম?
ক. চীন
খ. তাইওয়ান**
গ. ফিলিপাইন
ঘ. জাপান
১৩৯৷ কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
ক. কোরিয়া**
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. ফিজি
১৪০৷ ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. কানাডা**
গ. জাপান
ঘ. দক্ষিন আফ্রিকা
১৪১৷ প্রথম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ?
ক. নিউজল্যান্ড
খ. ডেনমার্ক
গ. সুইডেন
ঘ. অস্ট্রেলিয়া**
১৪২৷ কোন সাবেক প্রধান মন্ত্রী আগে রাষায়নিক গবেষণার কাজ করতেন?
ক. তেরাসা মে
খ. মার্গারেট থেচার**
গ. বেনজির ভুট্টো
ঘ. টনি ব্লেয়ার
১৪৩৷ চীনের সাথে কয়টি জল ও স্থল সীমান্ত রয়েছে?
ক. ১৬টি
খ. ১৫টি
গ. ১৪টি**
ঘ. ১৭টি
১৪৪৷ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন**
খ. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. জার্মানি
১৪৫৷ APEC এর সদর দপ্তর কোথায়?
ক. ভিয়েনা
খ. লন্ডন
গ. ব্যাংকক
ঘ. শিঙ্গাপুর**
১৪৬৷ অক্সফাম ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন**
খ. ভিয়েনা
গ. জেনেভা
ঘ. ব্রাসেলস
১৪৭৷ দক্ষিন এশিয়ার কোন দেশে সংবিধান সম্মতভাবে সেনাবাহিনী কখনো ঐ দেশের ক্ষমতায় আসতে পারবে না?
ক. শ্রীলংকা
খ. নেপাল
গ. ভারত**
ঘ. ভূটান
১৪৮৷ 'ভূমিবল' কোন দেশের রাজ্য ?
ক. নেপাল
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড**
ঘ. ইন্দোনেশিয়া
১৪৯৷ "রয়টার্স"কোন দেশের সংবাদ সংস্থা?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য**
গ. জার্মানি
ঘ. জাপান
১৫০৷ জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য "ডাম্বারটন ওকস" সম্মেলন হয় কত সালে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪৪**
ঘ. ১৯৪৫
১৫১.log2+log4+log8+........ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি?
ক.45 log2
খ.55 log2***
গ.65 log2
ঘ.75 log2
১৫২.যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক.৬
খ.৯***
গ.১২
ঘ.১০
১৫৩.৯,৩৬,৮১,১৪৪,......এর পরবর্তী সংখ্যা কত?
ক.১৬৯
খ.২২৫***
গ.২৫৬
ঘ.২৭২
১৫৪.একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য৫,৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক.১৬ বর্গমিটার
খ.১৫ বর্গমিটার
গ.১৭.৫৬ বর্গমটার
ঘ.১৪.৬৯ বর্গ মিটার***
১৫৫.প্রতিটি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাই দ্বারা ২৪ টি কার্টুন ভর্তি করা যায় ।প্রতিটি কার্টনে যদি ৪টি দিয়াশলই কম দেয়া হয়,তবে ২৮টি কার্টনে সমান সংখ্যক দিয়াশলাইয়ের সংকুলান হয়। দিয়াশলাইয়ের মোট সংখ্যা কত?
ক.৪৮০
খ.৫৬০
গ. ৬৭২***
ঘ.২
১৫৬.একটি সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?
ক.1771***
খ.1176
গ.1056
ঘ.2025
১৫৭.রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?
ক.π/2×ভূমি × উচ্চতা
খ.ভূমি ×উচ্চতা
গ.1/2×কর্ণদ্বয়ের গুনফল***
ঘ.দৈর্ঘ্য× প্রস্থ
১৫৮.দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১:৩ ।এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক.১:২৭
খ.১:৯***
গ.১:১২
ঘ.১:১৮
১৫৯.কোন ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে প্রত্যেক ছাত্র অন্তত ভূগোল বা ইতিহাস বিষয়ে পড়াশুনা করছে।তাদের মধ্যে 22জন ভূগোল এবং 15 জন ইতিহাস নিয়েছে।কতজন ছাত্র ইতিহাস ও ভূগোল উভয় বিষয়ে পড়ছে?
ক.৩ জন
খ.২জন
গ.৫ জন***
ঘ.১ জন
১৬০.উৎপাদকে বিশ্লষন করঃ
〖 a〗^4-4a+3
ক.(a-1)(a+a-3)
খ.(a-1)( a^3+a^2+a-3)***
গ.(a+1)( a^3+a^2+a-3)
ঘ.(a-1)( a^4+a^2+a-3)
১৬১ .একটি সমান্তর ধারার 16 তম পদ-20 হলে,এর প্রথম 31টি পদের সমষ্টি কত?
ক .৪২০
খ-৫২০.
গ. -৬২০***
ঘ.৭২০
১৬২.একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16মিটার।এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ মিটার এরং ক্ষেত্রফল নির্ণয় কর।
ক. ৯বর্গমিটার
খ. ৭বর্গমিটার
গ. ১০ বর্গমিটার
ঘ .১২ বর্গমিটার***
১৬৩.17 টি consonants এবং 5 টি vowels নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায় (অর্থবহ শব্দ নাও হতে পারে)তবে ৫টি করে বর্ণ নিয়ে সাজাতে হবে।
ক. 81600
খ. 8,16000***
গ. 9000
.ঘ 900
১৬৪.সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমান কত ডিগ্রি?
ক.৫০°
খ .৬০°***
গ.৭৫°
ঘ. ৯০°
১৬৫.বার্ষিক শতকরা ৪ টাকা হার মুনাফায় কত টাকা ৬ বছরে মুনাফা-মূলে ৪৩৪.০০টাকা হবে?
ক.২৫০টাকা
খ. ৩৫০টাকা***
গ. ৪৫০টাকা
ঘ.৫০০টাকা
১৬৬.রিক্ত:বিত্ত::বিন্দু:?
ক.কণা
খ.ফোঁটা***
গ.সরলরেখা
ঘ.বলয়
১৬৭.আপনার কাছে ২০টি ১০০টাকার নোট আছ।তা থেকে ৫টি ১০০টাকার নোট ছোট ভাই দিলে কত টাকা থাকবে?
ক.২৫০০টাকা
খ.২০০০টাকা
গ.১৫০০টাকা***
ঘ.১৮০০টাকা
১৬৮.একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যার উঠার সম্ভাবনা কত?
ক.1/2
খ.3/6
গ.1/3
ঘ.2/3***
১৬ ৯.log〖2√5〗^400=?
ক.3
খ.4***
গ.7
ঘ.5
১৭০.61থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে?
ক .১ টি
খ .২ টি***
গ. ৩টি
ঘ .৪টি
১৭২.১, ৪,১৩,৪০, .........ধারাটি পরবতী পদ কত?
ক.৩৯
খ.৮১
গ.১২১***
ঘ.৩৬৩
১৭৩.শুদ্ব বানান কোনটি?
ক.শারীরীক সমীচিন নিরীক্ষণ
খ.ষ্টিমার,প্রতিযোগী,বু্ৎপত্তি
গ.পরিত্রাণ,ভূম্যধিকারি,পোস্টঅফিস***
ঘ.ঘন্টা,ভোগলিক,আকাঙ্খা
১৭৪.ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি.।ঢাকা হতে একটি ট্রেদন সকাল ৭ টায় গিয়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে।ট্রে নটির গড় গতি বেগ ঘন্টায় কত?
ক.৩০.৫ কিমি./ঘন্টা
খ.৩৬.২ কিমি./ঘন্টা
গ.৩৭.৫ কিমি./ঘন্টা***
ঘ.৪৭.৫ কিমি./ঘন্টা
১৭৫.১, ৪, ১৩, ৪০,..................ধারাটির পরবর্তী পদ কত?
ক .৩৯
খ .৮১
গ. ১২১***
ঘ .৩৬৩
১৭৬.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে(সংযুক্ত অবস্থায়)_____ঘুরবে ।
ক .আস্তে চলবে
খ .একইভাবে চলবে
গ. জোরে চলবে***
ঘ .এর কোনাটি নয়
১৭৭.কোনটি শুদ্ধ বানান?
ক .Chrysanthemum***
খ .Chrysanthemum
গ. Krysanthemum
ঘ .Chrysenthimum
১৭৮.‘পেলব’ শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
ক.সফল
খ.কুসুম
গ.মৃদু***
ঘ.নন্দন
১৭৯.আগামীকালের তিনদিন পর যে দিন আসবে তা শনিবার।গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল?
ক .Friday
খ .Sumday
গ. Saturday***
ঘ .Monday
১৮০.পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫: ২ এবং ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত ১৩: ৭ হলে,তাদের বর্তমান বয়স কত?
ক .পিতা ৩০ বছর এবং পুত্র ১২ বছর
খ .পিতা ৩৫ বছর এবং পুত্র ১৪ বছর
গ. পিতা ৪০ বছর এবং পুত্র ১৬ বছর
ঘ .পিতা ৫০ বছর এবং পুত্র ২০বছর***
১৮১। ভূগোলের শাখা কয়টি?
ক.৯টি**
খ.৭ টি
গ.৫ টি
ঘ.১০ টি
১৮২। সূর্য একটি কি?
ক.গ্রহ
খ.নক্ষত্র**
গ.উল্কা
ঘ.গ্যাসের পিন্ড
১৮৩। কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম
Geography শব্দটি ব্যবহার করে?
ক.চীন
খ.ভারত
গ.ফ্রান্স
ঘ.গ্রিস**
১৮৪। ‘পারসেপটিকস অন দ্য নেচার অব
জিওগ্রাফি’ কত সালে প্রকাশিত?
ক.১৯৫৬ সালে
খ.১৯৬৫ সালে
গ.১৯৫৯ সালে**
ঘ.১৯৭৬ সালে
১৮৫। নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
ক.নক্ষত্রের**
খ.উপগ্রহের
গ.গ্রহ
ঘ.সবগুলোর
১৮৬। বায়ুমণ্ডলের স্তর কয়টি?
ক.৪ টি
খ.৫ টি
গ.৬টি**
ঘ.৭ টি
১৮৭। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা
কত?
ক.৫ ভাগ
খ.১ ভাগ**
গ.৩ ভাগ
ঘ.২ ভাগ
১৮৮। বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে?
ক.১০ মে
খ.১১ জুন
গ.৩ আগস্ট
ঘ.১৩ অক্টোবর**
১৮৯। উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন করা হয়েছে
কতটি জেলায়?
ক.১০টি**
খ.৮ টি
গ.৭ টি
ঘ.১৫ টি
১৯০। বাংলাদেশে বর্তমানে কতটি স্লাইকোন
সেন্টার আছে?
ক.১১৯০ টি
খ.১৮৪১টি**
গ.১৩৬০ টি
ঘ.২৩০০ টি
১৯১। নার্গিসে আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটি?
ক.বঙ্গোপসাগর
খ.ভারত মহাসাগর**
গ.আরবসাগর
ঘ.দক্ষিন চীন সাগর
১৯২। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বেড়েছে
কত?
ক.১ ডিগ্রি সে.
খ.০.৭৪ ডিগ্রি সে.**
গ.১.০১ ডিগ্রি সে.
ঘ. ০.০০১ ডিগ্রি সে.
১৯৩। বাংলাদেশে ভূমিকম্পের ফলে বদলে গিয়েছে কোন নদীর গতিপথ?
ক.ব্রহ্মপুত্র**
খ.মনু
গ.ধরলা
ঘ.গোমতী
১৯৪। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটির?
ক.দেশপ্রেম
খ.ন্যায়নীতি
গ.সহমর্মিতা
ঘ.গনতন্ত্রের প্রতিষ্ঠা**
১৯৫। ’রাষ্ট্রের সকল ক্ষেত্রের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক’- কে বলেছেন?
ক.মিশেল ক্যামডেন্সাস**
খ.এরিস্টটল
গ.রুশো
ঘ.মির্শাল ম্যাকলোহান
১৯৬। শাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?
ক.Powergreed
খ.Governence**
গ.Movements
ঘ.Manfred steger
১৯৭। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ
ঘটায় কোনটি ?
ক.সুশাসন **
খ.স্বাধীনতা
গ.সাম্য
ঘ.সুশীল সমাজ
১৯৮। বিশ্বব্যাংক সুশাসন এবং মুল্যবোধের জন্য কতটি সূচক চিহ্নিত করেছে?
ক.৪ টি
খ.৫ টি
গ.৬ টি**
ঘ.৭ টি
১৯৯। সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পুরণের দায়বদ্ধতা কিসের?
ক.মুল্যবোধের
খ.নৈতিকতার শিক্ষার
গ.ধর্মীয় শিক্ষার
ঘ.সুশাসনের**
২০০। বর্তমানের সুশাসনের প্রচলিত ধারণাটি কার?
ক.সরকারের
খ.ইউএনডিপি
গ.বিশ্বব্যাংক **
ঘ.আইএমএফ