Dream to BCS

Think positive, Be positive, Do positive

কবি পরিচিতি : Lord Byron




কবি পরিচিতি :
Lord Byron

-
জন্ম: ২২ জানুয়ারি ১৭৮৮
মৃত্যু: ১৯ এপ্রিল ১৮২৪
জর্জ গর্ডন নোয়েল বায়রন, সাধারণত লর্ড বায়রন নামে পরিচিত, ১৭৮৮ সালে লন্ডনে জন্ম গ্রহন করেন। ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী ক্যাথরিন গর্ডনের সন্তান ছিলেন বায়রন। তিনি এবার্ডেন গ্রামার স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। পরবর্তীতে তিনি ট্রিনিটি কলেজে পড়াশুনা করেন। বায়রন ছিলেন দেখতে অপূর্ব সুন্দর তবে তার একটি পা ছিল খোঁড়া। শৈশব থেকেই তিনি তার এই খোঁড়া পা নিয়ে হীনমন্যতায় ভুগতেন। পরবর্তীতে তার মাতার প্রচেষ্টায় চিকিৎসার মাধ্যমে তিনি আরোগ্যলাভ করেন। মাত্র আট বছর বয়সে মেরি ডাফ নামে এক বালিকার প্রেমে ও দশ বছর বয়সে তার কাজিন মার্গারেট পার্কারের প্রেমে পড়েন। আর পনেরো বছর বয়েস তার চেয়ে দু’বছরের বড় মেরি চাওয়ার্থকে বিবাহ করতে মনস্থির করেন। কিন্তু মেরি চাওয়ার্থ এক স্কুল বালককে বিবাহ করতে সম্পূর্ণরূপে অস্বীকৃতি জ্ঞাপন করেন। হতাশায় বায়রন মানসিকভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় ক্যামব্রিজে কিছুদিন অবস্থানের পর তিনি ইংল্যান্ড ত্যাগ করে বিদেশ ভ্রমণে বের হন। পর্তুগাল, স্পেন হয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দেশসহ গ্রিস ও তুরস্ক পর্যন্ত ভ্রমণ করেন। তারপর তিনি লন্ডন প্রত্যাবর্তন করে কবি হিসেবে দ্রুত খ্যাতি অর্জন করেন। ১৮১৫ সালে তিনি এ্যানি ইসাবেলাকে বিয়ে করেন। বায়রনের বোহেমিয়ান জীবনযাপন, নিয়ন্ত্রণহীন নারী আসক্তি, ব্যাভিচার, খরুচে স্বভাবের অভিযোগ এনে তার স্ত্রী মাত্র পাঁচ সপ্তাহের কন্যা এ্যাডাকে ( বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার) কোলে নিয়ে পাড়ি জমান বাবার বাড়িতে। জীবনে আর কখোনো দেখা হয়নি বাবার সাথে অ্যাডার।
১৮১৬ সালে স্ত্রী চলে যাবার পর তিনি চিরদিনের মত স্বদেশ ত্যাগ করেন। কিছুদিন সুইজারল্যান্ডে কাটাবার পর ইটালীর ভেনিস শহরে বসবাস শুরু করেন। গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান বায়রন, যার জন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে। ১৮২৪ সালের ১৯ এপ্রিল গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় মাত্র ৩৬ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান লর্ড বায়ন।
সাহিত্যকর্ম:
Don Juan
The Vision of Judgement
Lara
Child Harold
The Corsair
The Bride of Abydos
Parisina
**********-----
----**********-------***********
# He is a poet of Romantic Age.
# He is known as " Rebel Poet"
# He is notable for his writing against social customs.
# It is often said that there is an autobiographical touch in" Don Juan".
**********----***********------***********