
নিচের বাক্যগুলি একবার পড়ে নেয়া যাক:
-
1) Do you know who am I?
2) I know who is he.
3) What does he say about what is he doing?
-
তিনি যা করছেন সে ব্যাপারে তিনি কী বলেন?
উপরের সবগুলি বাক্যই অশুদ্ধ। আমরা হয়তো সবাই তা জানি। এবং সম্ভবত সবাই এগুলির শুদ্ধ রূপ গুলিও লিখে দিতে পারব। সুতরাং আমাদের প্রশ্নটি একটু ভিন্ন ধরনের হবে। প্রশ্ন হলো:
কেন বাক্যগুলি অশুদ্ধ?
আসুন তাহলে ব্যাখ্যার দিকে এগোনো যাক। এখানে দুটি বাক্য হলো প্রশ্নবোধক। একটি বর্ণনামূলক। ২ নাম্বার বাক্যের একটি ক্লজ এর গঠন হলো প্রশ্নবোধক, যদিও বাক্যটি বর্ণনামূলক। ১ ও ৩ নাম্বার বাক্যের উভয় ক্লজ এর গঠন ই প্রশ্নবোধক। হয়তো কেউ কেউ বলবেন - একটি বাক্যে দুটি প্রশ্নবোধক ক্লজ থাকতে পারে না। এ কারণে বাক্য দুটি ভুল। কিন্তু আসল কথা হলো, এই ব্যাখ্যাটি ভুল।
তাহলে ব্যাখ্যা কী?
আসুন, প্রথমে বাক্যগুলিকে বিশ্লেষণ করি।
1) Do you know who am I?
(Do you know) (who am I)?
(Do you know?) (who am I?)?
আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ক্লজ ই Question. আবার উভয় ক্লজ মিলে যে সার্বিক বাক্য, সেটিও একটি Question.
হয়তো কারো কারো বলতে মন চাচ্ছে - একটা ক্লজ যদি Question হতো তাহলে বাক্যটা সঠিক হতো। বেশ, তাহলে একটা ক্লজ কে statement এ রূপান্তরিত করে ফেলি:
You know who am I?
না। হলো না। Spoken English এ ব্যবহার করা যায়। তবে written English অনুযায়ী বাক্যটি একটি সঠিক Question হয়নি।
৩ নাম্বার বাক্যটির দিকেও নজর দেয়া যাক।
What does he say about what is he doing?
(What does he say) (about what is he doing)?
= (Q) (Q)
এখানে, আমাদের আগের বিশ্বাস অনুযায়ী, একটি Q কে statement এ রূপান্তরিত করা যাক:
(St) (Q)?
What he says about what is he doing?
না, এবার ও হলোনা।
আসলে, একটি বাক্যে একটি Q থাকবে, সত্য, তবে তা যে কোনো clause এর গঠনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কেবল main clause এর গঠন ই হবে Q, অন্যগুলির নয়। কারণ?
কারণ, বাক্যের মূল ভার্ব থাকে মেইন ক্লজ এ এবং ফলে তার মূল কাঠামোটিকেও দাঁড়াতে হবে MC (Main Clause) এর ওপর। বাকি ক্লজ টি বাক্যটির একটি উপাদান (Element, Function Unit) মাত্র।
তাহলে আরেক বার চোখ মেলে তাকাই:
Do you know who am I?
> [Do] you) (know) (who am I)?
> [Do] S) (V) (O)?
শেষের ক্লজ টি O হিসেবে ব্যবহৃত হয়েছে। Q structure ধারণ করার দায়িত্ব S V এর, O বা C এর নয়! সতুরাং O তে যে ক্লজ আছে তাতে Q এর structure আসবে না।
> Do you know ( O [Q]))?
> Do you know (who am I [Q])?
> (Do you know [Q]) ( who I am [St])? [Correct]
২ নাম্বার বাক্য:
I know who is he.
> (I) (know) (who is he[O][Q]).
> S) (V) (O) [Statement]
> (I) (know) (who he is [O][St]). [Correct]
৩ নাম্বার বাক্য:
What does he say about what is he doing?
> ( What does he say[Q]) about ( what is he doing[Q])?
> Q... St...
> What does he say about what he is doing? [Correct]