Dream to BCS

Think positive, Be positive, Do positive

মহাবিশ্ব ও অামাদের পৃথিবী

মহাবিশ্ব ও অামাদের পৃথিবী:
-
-
✿ ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান — ১৯৬১ সালে।
✿ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা — জি ল্যামেটার।
✿ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন — বিজ্ঞানী হেস।
✿ ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে — ছায়াবৃত্ত।
✿ বিগ ব্যাং তত্ত্বের অাধুনিক তত্ত্ব – ব্যাখ্যা উপস্থাপন করেন — স্টিফেন হকিং।
✿ হ্যালির ধুমকেতু দেখা যায় — ৭৬ বছর পর পর।
✿ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ — অালিবার্ড হল।
✿ সূর্যপৃষ্ঠে উত্তাপ — ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
✿ ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে অাসতে যে সময় লাগে তাকে বলে — কসমিক ইয়ার।
✿ টলেমি ছিলেন — জ্যোতির্বিদ।
✿ সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে — ৮.৩২ মিনিট।
✿ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু — হেলবপ ধুমকেতু।
✿ গ্যালিলিও — পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
✿ অাকাশে উজ্জলতম নক্ষত্র — লুব্ধক।
✿ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘ্ত হানে — ১৬ জুলাই ১৯৯৪।
✿ বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা — চারটি।
✿ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান — ভাইকিং।
✿ চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান — চন্দ্রযান-১।
✿ সৌরজগতের বৃহত্তম গ্রহ — বৃহস্পতি।
✿ সূর্যের নিকটতম গ্রহ — বুধ।
✿ সূর্যের নিজ অক্ষের উপর একবার অাবর্তন করতে সময় লাগে — ২৫ দিন।
✿ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে — রাশিয়া।
✿ ধ্রুবতারা দেখা যায় — উত্তর গোলার্ধে।
✿ উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি — বৃহস্পতির।
✿ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ — শনি।
✿ সূর্য ব্যাতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র — প্রক্সিমা সেন্টারাই।
✿ সূর্যের অায়তন পৃথিবী অপেক্ষা বড় — ১.৩ মিলিয়ন গুণ।
✿ সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিস্কমন্ডলীকে বলা হয় হয় — সৌরজগৎ।
✿ সবুজ গ্রহ বলা হয় — ইউরেনাসকে।

✿ ডিমোস যে গ্রহের উপগ্রহ — মঙ্গল।
✿ যে গ্রহের হাজার বলয় অাছে — শনি।
✿ মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে — ২০ জুলাই ১৯৬৯।
✿ চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন — নীল অার্মস্ট্রং।
✿ চাঁদে মানুষ প্রথম যায় — এ্যাপোলো ১১ মহাশূন্যযানে।
✿ সূর্য থেকে অালো অাসা হঠাৎ বন্ধ হয় গেলে অামরা তা অনুভব করতে পারি — ৮ মিনিট ১৯ সেকেন্ড পর।
✿ গ্রহরাজ বলা হয় — বৃহস্পতিকে।
✿ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে — ১ জানুয়ারি।
✿ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো — ৯৩ মিলিয়ন মাইল বা ১৫ কোটি কিলোমিটার।
✿ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে — বুধ গ্রহের।
✿ অালোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে সময় লাগবে — প্রায় ১.৫ সেকেন্ড।
✿ সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন নভোচারী – ইউরি গ্যাগরিন।
✿ কসমিক ইয়ার বলতে বোঝায় – ছায়াপথের নিজ অক্ষে অাবর্তনকাল।
✿ Milky way একটি – নীহারিকামন্ডল।
✿ সূর্যের মধ্যে মৌলিক গ্যাস বেশি রয়েছে – হাইড্রোজেন।
✿ সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্সিমা সেন্টারাই।
✿ সূর্য চন্দ্র অপেক্ষা বড় – ২ কোটি ৩০ লক্ষ গুণ।
✿ শুক্রগ্রহের অপর নাম – শুকতারা, সন্ধ্যা তারা।
✿ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় – ১৯৮৬ সালে।
✿ সপ্তর্ষিমন্ডল অাকাশে দেখায় – জিজ্ঞাসা চিহ্নের মতো।
✿ পৃথিবী থেকে সূর্যের দুরত্ব – ১৪৯৭৩০০০০ কিমি।
✿ সবচেয়ে বড় উপগ্রহ – টাইটান।
✿ কোন ধুমকেতুর অংশ বিশেষ কক্ষপথ হতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জলে উঠে তা হলো – উল্কা বৃষ্টি।
✿ বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন – মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
✿ জ্যোতিষ্ক – ৭ প্রকার।
✿ হেল বফ ধুমকেতু অাবিস্কৃত হয় – ১৯৯৫ সালে।
✿ বায়ুর তাপের প্রধান উৎস – সূর্য।
✿ শান্ত সমুদ্র অবস্থিত – চন্দ্রে।
✿ মহাশূন্য থেকে অাগত রশ্মি বা কণাকে বলে – কসমিক রে।
✿ পৃথিবী মহাকাশের একটি জ্যোতিষ্ক।