Dream to BCS

Think positive, Be positive, Do positive

আগস্ট ও নভেম্বরের সকল সাম্প্রতিক প্রশ্নোত্তর


আগস্ট ও নভেম্বরের সকল সাম্প্রতিক প্রশ্নোত্তর  
-
আন্তর্জাতিক
-
সম্মেলন ও সংস্থা
.
১।COP-23 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়
= ৬-১৭ নভেম্বর,২০১৭ , বন, জার্মানি
২।COP-24 কবে ও কোথায় অনুষ্ঠিত হবে?
-- ৫-১৬ নভেম্বর, ২০১৮ ,=কেটুইয়েস , পোল্যান্ড
৩।১২ তম G- 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
-- হার্মবুগ , জার্মানি । ৮ - ৯ জুলাই , ২০১৭ ।
৪।নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
=জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।(১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---
জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।)
৫।নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
=ইস্তাম্বুল, তুরস্ক
৬।জাতিসংঘের সাধারণ পরিষদের সভা
= ৭২ তম
৭।৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
=পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ - ১৪ নভেম্বর,২০১৭।
* ১২ অক্টোবর,২০১৭ কোন দেশ UNESCO'র সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়?
= যুক্তরাষ্ট্র
৮।Common wealth এর সদস্য সংখ্যা
=৫২ ( সর্বশেষ ত্যাগ : মালদ্বীপ )
৯।ন্যাটো এর সদস্য সংখ্যা
= ২৯। সর্বশেষ: মন্টিনিগ্রো
১০।ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
=১৯২(সর্বশেষ: ১৯১তম- ফিলিস্তিন : ১৯২তম- সলোমন দ্বীপপুঞ্জ )
১১। COMESA এর বর্তমান সদস্য সংখ্যা
=- ২০(সর্বশেষ-তিউনেশিয়া)
১২।WIPO এর বর্তমান সদস্য সংখ্যা
=১৯১ (-১৯০ তম- মার্শাল দ্বীপপুঞ্জ ও-১৯১ তম- পূর্ব তিমুর )
১৩।২৯ - ৩১ জুলাই ৩ দিন ব্যাপী পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
=ঢাকা , বাংলাদেশ ।
১৪।BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে ?
=বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
১৫।SAARC এর বর্তমান মহাসচিব কে ?
-- আমজাদ হোসেন সিয়াল ।
১৬। কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়?
=WIPO -- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্হা ,
১৭। বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে কোন ব্যাংক গঠিত হয়েছে ?
=Asian Infrastructure Investment Bank ( AIIB ) ।
১৮।বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে কোন বৈশ্বিক অর্থনৈতিক সংস্হা ?
-- OPEC । OPEC ভুক্ত দেশ - ১৪ টি ।
১৯।বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ অনুযায়ী
পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?
= দ্বিতীয় । ( প্রথম -- চীন )
২০।সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ -
- যুক্তরাষ্ট্র ।
২১।বর্তমানে স্বল্পোন্নত দেশ ( LDC ) কতটি ?
-- ৪৭ টি ।
২২। সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
-- দক্ষিণ সুদান ।
২৩। সম্প্রতি কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?
-- নিরক্ষীয় গিনি ।
২৪ ।আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্থ কার্যালয়
-- আগারগাঁও ।
২৫।জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর -
- ইনচিয়ন , দক্ষিণ কোরিয়া

শীর্ষ -বৃহত্তম ।
=========
১।গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
২। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- যুক্তরাষ্ট্র ।
৩ । ধান / চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
৪। ধান / চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- ভারত ।
৫। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্হান কততম ?
-- ৪র্থ ।
৬।ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- যুক্তরাষ্ট্র ।
৭। মাছ উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
৮।শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি ?
-- তুরস্ক ।
৯।কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে ?
-- সিরিয়া ।
১০।বিশ্বের বৃহত্তম সামারিক বাহিনীর দেশ
-- চীন ।
১১।পৃথিবীর সবচেয়ে বেশী মুদ্রাস্ফীতির দেশ
--জিম্বাবুয়ে ।
১২।গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
-- কাতার । গরীব দেশ --- মধ্য আফ্রিকান
১৩।বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
১৪।বিশ্বে জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি ?
-- ভ্যাটিকান সিটি ।
১৫।জনসংখ্যার ঘনত্বে ( প্রতি বর্গ কিমি ) শীর্ষ দেশ
কোনটি ?
-- মোনাকো ।
১৬।জনসংখ্যায় বাংলাদেশের অবস্হান বিশ্বে কততম ?
-- অষ্টম ।
১৭।World population report 2017 অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে শীর্ষদেশ কোনটি??
= মোনাকো
১৮।জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহরের নাম কি?
--টোকিও
১৯।বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?
--- দাদাব
২০।বিশ্বের বৃহত্তম বাঁধ কোনটি?
=গ্র্যান্ড কুলি বাঁধ ।


ভূ- রাজনীতি
।=========
১।সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট
--- হালিমা ইয়াকুব।
২।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন ?
-- সৌদিআরব ।
৩। সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে সরে দাঁড়ায় ?
-- যুক্তরাষ্ট্র । ০১ জুন , ২০১৭ সালে ।
৪।বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছ কোথায় ?
--- Horn of Africa বা আফ্রিকার শিং নামে পরিচিত জিবুতি ।
৫।সম্প্রতি রাশিয়া পঞ্চম প্রজন্মের যে অদৃশ্য সুপারসনিক জেট তৈরির ঘোষণা দিয়েছে তার নাম কি?
=এসইউ-৫৭
৬।চীনের নির্মিত প্রথম যাত্রীবাহী বিমান?
=COMAC C919
৭।বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজের নাম কী ?
-- USS GERALD R FORD । যুক্তরাষ্ট্র ।
৮। ৪ জুলাই ২০১৭ উত্তর কোরিয়া প্রথমবারের মতো সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ।
ক্ষেপণাস্ত্রটির নাম কী?
-- হোয়াসং - ১৪ ।
৯।সম্প্রতি 'হাইড্রোজেন বোমা'র সফল পরীক্ষা চালায়
--- উত্তর কোরিয়া ।
১০।বিশ্বে পরমাণু সাবমেরিনের অধিকারী দেশ
= ৬টি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন,ব্রিটেন ও ভারত) ।
১১। ভারতের ১৪ তম রাষ্ট্রপতির নাম কী ?
=রামনাথ কোবিন্দ ।
১২।জাপানের পরবর্তী সম্রাটের নাম কী?
=প্রিন্স নারুহিতো । বর্তমান সম্রাট -- সম্রাট আকিহিতো ।
১৪। 'ব্লু-হোয়েল' নামক সুইসাইড গেম এর স্রষ্টা
-- ফিলিপ বুদেইকিন(রাশিয়া)
১৫।ইরাকি কুর্দিস্তানের রাজধানীর নাম কি?
--ইরবিল
১৬। কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়
--১ অক্টোবর, ২০১৭
১৭।কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
--কার্লুস পুজদেমন
১৮।কাতালোনিয়ার রাজধানীর নাম কি?
--বার্সেলোনা৷
১৯।চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা
--- শি চিন পিং ।
২০। 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী?
- মিয়ানমার।
২১।অপারেশন ক্লিয়ারেন্স' কী?
=মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
২২। 'টাটামাডো' কী?
=মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
২৩।'৯৬৯' কী?
=মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
২৪। 'মা বা থা' কী?
= মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন। ধর্মগুরু -- আশিন উইরাথু ।
২৫।মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে কত সালে ?
=১৯৮২ সালে ।
২৬। হারাকাহ আল ইয়াকিন কী?
=রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন।
২৭।সম্প্রতি মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে -
-- মালদ্বীপ ।
২৮।বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে ?
=রোহিঙ্গা সংকট
২৯। হার্ভে , মারিয়া কী?
-- সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তিশালী ঘূর্ণিঝড় / হারিকেন এর নাম ।
৩০।আইএস ঘোষিত রাজধানী -- রাক্কা, ইরাক।
৩১।আরশাল শহরটি
=লেবাননে অবস্হিত।
৩২।হাম্বানটোটা' কোথায় অবস্থিত?
=গভীর সমুদ্রবন্দর শ্রীলংকায় অবস্হিত
৩৩। 'হামফ্রেইস' কী !
=দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি ।
৩৪।"ডোকলাম তরাই ' অঞ্চলটি কোথায় অবস্থিত?
=ভারত , ভুটান ও চীনের সীমানায় ত্রিভুজাকৃতি বিন্দুতে অবস্হিত
৩৫।আলেপ্পো , মসুল এবং রাক্কা শহরগুলো কোথায় অবস্হিত ?
--- সিরিয়া । মসুল শহরটি ইরাকে অবস্হিত ।
৩৬। ঐতিহাসিক গ্র্যান্ড আল - নূর মসজিদটি কোথায়
অবস্হিত ?
--- মসুল , ইরাক ।
৩৭।'দ্য ওয়ার্ল্ড' নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি করছে?
--সংযুক্ত আরব আমিরাত
৩৮।আন্তিওকুইয়া প্রদেশটি কোথায় অবস্হিত ?
-- কলম্বিয়া ।
৩৯।বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান "সেবাস্তিয়ান কুর্জ" কোন দেশের??
=অষ্ট্রিয়া
৪০। কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়
--২৫ সেপ্টেম্বর, ২০১৭
৪১।কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?
-- ১৩ টি ।
৪২।কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী দেশ কয়টি ?
=০৭ টি । দেশসমূহ হল -- সৌদি আরব , বাহরাইন , মিসর , সংযুক্ত আরব আমিরাত , ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
৪৩।কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ায় ৫৩ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন --১৫ আগস্ট ,২০১৭।

পদক -পুরস্কার -২০১৭
========
। নোবেল পুরস্কার -২০১৭
১।চিকিৎসায় নোবেল পুরস্কার
দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন ও গবেষণার জন্য পান
--জেফরি সি.হল, মাইকেল রসবাশ, মাইকেল ডব্লিউ.ইয়াং(যুক্তরাষ্ট্র)
২। পদার্থবিদ্যায়
-- রেইনার ওয়েস(জার্মানি)
--ব্যারি সি ব্যারিশ(যুক্তরাষ্ট্র)
--কিপ এস, থর্ন(যুক্তরাষ্ট্র)
৩।রসায়নে
--জ্যাক দুবোশে(সুইজারল্যান্ড)
--জোয়াকিম ফ্রাঙ্ক(জার্মানি)
--রিচার্ড হ্যান্ডারসন(স্কটল্যান্ড)
৪।সাহিত্যে
-- কাজুও ইশিগুরো(যুক্তরাজ্য)
৫।অর্থনীতিতে
* অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনস্তত্বের প্রভাব তুলে ধরার জন্য "
--রিচার্ড এইচ থ্যালার(যুক্তরাষ্ট্র)
* ৬।শান্তিতে "
-- ICAN ।যাত্রা শুরু ২৩ এপ্রিল, ২০০৭, সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড
.
২।২০১৭ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করে--
--Black Lives Matter(BLM)
৩।২০১৭ সালে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ' দ্যা অর্ডার অব সেন্ট অ্যান্ডু ' প্রধান করা হয় কোন ব্যক্তিকে ?
-- চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ।
৪।সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন ও নাইট হুট উপাধি পেয়েছেন কে?
-- আখলাকুর রহমান চৌধুরী।
৫।যুদ্ধ- সংঘাতে মানসিকভাবে আহতদের সহায়তার জন্য ম্যাগসেসে পুরস্কার ২০১৭ পান
-- শ্রীলংকার গেথসি শানমুগাম ।


আলোচিত বই -পত্র:
।=====
১।কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস
-- The Bones Of Grace ।
২।The Remains of the Day' কার সেরা উপন্যাস?
--কাজুও ইশিগুরো
৩।জর্জ সন্ডার্স কোন গ্রন্থের জন্য ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
--Lincoln in the Bardo.
৪।কোন গ্রন্হের জন্য ডেভিড গ্রসম্যান ২০১৭ সালে ম্যান বুকার ইন্টা. পুরস্কার লাভ করেন ?
-- A Horse Walks Into a Bar ।
৫।The Coaliton Years: 1996 to 2012" নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?
--প্রণব মুখার্জী
৬।What Happened' গ্রন্হের রচয়িতা
--- হিলারি ক্লিনটন।
৭।আ ফুল লাইফ " শীর্ষক বইটির লেখক কে ?
-- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।
৮।নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন বইয়ের নাম কী?
-- ফার্স্টবয়দের দেশ ।
৯।৭০ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি ?
-- দ্যা স্কয়ার ।
১০। 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা
=ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
১১।'The Floating Man' কী?
=রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
The Golden House কার ? সালমান রুশদির নতুন উপন্যাস -- । ১৩ তম উপন্যাস ।


*
* খেলাধুলা
=====
* ২০১৭ সালের ফিফা'র বর্ষসেরা ফুটবলার--
**পুরুষ: ক্রিশ্চিয়ানো রোনালদো(রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
**মহিল: লিকা মার্টেনস(বার্সেলোনা/নেদারল্যান্ডস)
জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে --
২৪ জুলাই থেকে ৯ আগস্ট ২০২০ সালে ।
* ৩৩তম ও ৩৪তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -- ২০২৪ সালে (প্যারিস,ফ্রান্স) ও ২০২৮ সালে(লস অ্যাঞ্জেলেস,যুক্তরাষ্ট্র)
২০১৮ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
=রাশিয়া
ক্রিকেটে একজন ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে
-- ০৯টি উপায়ে ।
প্রথমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সুযোগ লাভ করে কোন দেশ?
--আইসল্যান্ড ও পানামা
উইম্বলডন চ্যাম্পিয়নশীপ ২০১৭ জয় লাভ করে কে কে ?
-- পুরুষ --- রজার ফেদেরার ( সুইজারল্যান্ড )
মহিলা --- গারবিনে মুখুরুজা ( স্পেন )
* ২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন
--- রাফায়েল নাদাল (স্পেন ) । মহিলা এককে
চ্যাম্পিয়ন -- স্লোয়ানে স্টিফেন্স ( যুক্তরাষ্ট্র)।
• ফিফা কনফেডারেশন কাপ ২০১৭ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
-- জার্মানি ।
রিপোর্ট - সমীক্ষা - সূচক
===============
জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ দেশ -২০১৮ শীর্ষ দেশ
= হন্ডুরাস । বাংলাদেশ ৬ষ্ঠ
টেকসই উন্নয়নে শীর্ষ দেশ = সুইডেন । বাংলাদেশ ১২০
* "বিশ্ব জনসংখ্যা
রিপোর্ট-২০১৭"
বিশ্বের মোট জনসংখ্যা-৭৫৫ কোটি
--বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২%
--জনসংখ্যায় বৃহত্তম দেশ- চীন
--নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ-নাইজার(৭.২ জন)
--নারী প্রতি কম প্রজনন হারের দেশ- মলদোভা ও পোল্যান্ড(১.২ জন)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক-- আফগানিস্তান(৩.০%)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকা(০.৫%)
--বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
--জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম
--বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-১.১%
--জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে-ওমান
--জনসংখ্যা বৃদ্ধির হার কম যে দেশে- সিরিয়া
*
ওয়েবওমেট্রিক্স রেংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ' এর প্রতিবেদন অনুযায়ী ---
* বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় -- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় , যুক্তরাষ্ট্র ।
EIU এর বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদন ২০১৭ ---
* বাসযোগ্য সবচেয়ে ভাল শহর -- মেলবোর্ন ( অস্ট্রেলিয়া )।
* বাসযোগ্য সবচেয়ে অনুপযোগী শহর -- দামেস্ক ( সিরিয়া)।
* বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্হান -- ১৩৭তম ( ১৪০টি দেশের মধ্যে) ।
বর্তমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি
=নরওয়ে ।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
-- লুয়ান্ডা , অ্যাঙ্গোলা । ঢাকা - ৩৮তম ।
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি ?
-- তিউনিস , তিউনিসিয়া ।
• প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
-- ঢাকা ।
• বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টধারী দেশ কোনটি ?
--- জার্মানি । বাংলাদেশে৯৫ তম ।
* ফরচুন ম্যাগাজিনের 'চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭' শীর্ষক
তালিকায় বাংলাদেশের অবস্হান -- ২৫তম।
২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ
-- নরওয়ে। সর্বনিম্ন দেশ -- ইয়েমেন ।
* বৈশ্বিক মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্হান
-- ১১১তম।
* ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ -- সুইজারল্যান্ড । সর্বনিম্ন দেশ
--- ইয়েমেন ।
* বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্হান -- ৯৯তম।
ম্যাগাজিন রাফ গাইড এর এক প্রতিবেদন মতে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ --- স্কটল্যান্ড।
বাংলাদেশ বিশ্ব পরমানু ক্লাবের কততম সদস্য?
--৩২তম
-
★অনেক কষ্ট করে আপনাদের জন্য লিখেছি!! শেয়ার না করলে দাবি থেকে যাবে।
-