★ জিকে টুইস্টার. সাম্প্রতিক ★
পার্ট: ০৪
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
Share! Share! Share!
পার্ট: ০৪
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
Share! Share! Share!

-
→ গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট
★ জর্জ ওয়াশিংটন
- প্রথম মার্কিন প্রেসিডেন্ট
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- হোয়াইট হাউজে বাস করেননি।
★ আব্রাহাম লিংকন
- যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট
- দাস প্রথা বিলোপ করেন। (১৮৬৩)
- গৃহযুদ্ধ বন্ধ করেন (১৮৬৫)
[বিখ্যাত উক্তি]
- The ballot is stronger than bullet
- Democracy is a government of the people, by the people, for the people.
★ উড্রো উইলসন
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট
- 'লীগ অফ নেশনস' এর প্রতিষ্ঠাতা
- প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন
- ১৯১৯ সালে শান্তিতে নোবেল পান
- বিখ্যাত বই: "New Freedom"
★ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- ৩২ তম মার্কিন প্রেসিডেন্ট
- টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন।
- "জাতিসংঘ" প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা
- বিশ্বব্যাপী আর্থিক মন্দা (Great Depression) কাটিয়ে উঠার জন্য "নিউ ডিল" ব্যবস্থা প্রবর্তন।
★ হ্যারি এস ট্রুম্যান
- ৩৩ তম মার্কিন প্রেসিডেন্ট
- তার নির্দেশেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আনবিক বোমা ফেলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে
★ জন এফ কেনেডি
- ৩৫ তম মার্কিন প্রেসিডেন্ট
- উল্লেখযোগ্য ঘটনা: "কিউবার ক্ষেপনাস্ত্র সংকট"
- গুপ্তঘাতকের হাতে নিহত হন (১৯৬৩)
★ রিচার্ড নিক্সন
- ৩৭ তম মার্কিন প্রেসিডেন্ট
- একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন
- 'ওয়াটারগেট কেলেঙ্কারি'র সাথে যুক্ত ছিলেন।
★ বিল ক্লিনটন
- ৪২ তম মার্কিন প্রেসিডেন্ট
- ডেটন চুক্তি
- বসনিয়া সংকটের অবসান
★ জর্জ বুশ
- ৪৩ তম মার্কিন প্রেসিডেন্ট
- ৯/১১ এর ঘটনা তার সময়েই ঘটে
- আবু গারিব কারাগার নির্মাণ
★ বারাক ওবামা
- ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট
- শান্তিতে নোবেল পান (২০০৯)
- কেনিয়া বংশোদ্ভূত
- 'গুয়ান্তানামো বে' কারাগার বন্ধ করেন (২০০৯)
★ ডোনাল্ড জে. ট্রাম্প
- ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট
- 'আমেরিকা ফার্স্ট' এর প্রবক্তা।
বি:দ্র: কে কত তম প্রেসিডেন্ট, এগুলা মনে না রাখলেও চলবে। আমি জাস্ট সিরিয়াল মেইনটেইন করার জন্য দিয়েছি।
→ বিভিন্ন বিপ্লব
১. ফরাসি বিপ্লব
- ১৪ জুলাই ১৭৮৯
- স্লোগান: সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
- লেখালেখির মাধ্যমে এ বিপ্লবকে অনুপ্রাণিত করেন: রুশো ও ভলতেয়ার
- বাস্তিল দুর্গের পতন ঘটে
- রাজা ১৬তম লুই পরাজিত হন
[এ বিপ্লবের আলোচিত ব্যক্তিত্ব]
১. রোবেসপীয়ার: ফরাসি বিপ্লবের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, গণতন্ত্রকে বিজয়ী করার জন্য।
২. ম্যারি এনটনয়েট: রাজা ষোড়শ লুই এর স্ত্রী। তার বিলাসবহুল জীবনযাপন জনতাকে বিক্ষুব্ধ করে।
২. রুশ বিপ্লব
- ১৯১৭ সাল
- অন্য নাম: বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব (অক্টোবরে হয়েছিল বলে)
- ১০ দিন স্থায়ী হয়
- নেতৃত্ব দেন: ভ্লাদিমির লেনিন
- ফলাফল হিসেবে রাশিয়ায় তথা বিশ্বে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়।
- জারতন্ত্রের পতন ঘটে
- সম্রাট জার ২য় নিকোলাস পরাজিত হন
- রাশিয়ার নতুন নাম হয়- সোভিয়েত ইউনিয়ন (USSR)।
- রুশ বিপ্লবকে নিয়ে লেখা বিখ্যাত বই: দুনিয়া কাঁপানো দশ দিন
- লেখক:- জন রীড
- সমাজতান্ত্রিক রাশিয়ার শেষ প্রেসিডেন্ট: মিখাইল গর্বাচেভ
[কারণ, তার তত্ত্বের ভিত্তিতে সমাজতন্ত্র ভেঙে যায়। তত্ত্বটির নাম 'পেরেস্ত্রোইকা ও গ্লাস্তনস্ত'। আর এরপরই সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয়]
-
আজকে এই পর্যন্তই। আরো কয়েকটা বিপ্লব আছে গুরুত্বপূর্ণ, নেক্সট পোস্টে দিব।