★ জিকে টুইস্টার সাম্প্রতিক ★
ফর:- বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
পার্ট:- ০৩

-
→ আলোচিত ব্যক্তি (ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট)
১. জুলিয়ান অ্যাসাঞ্জ
- তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান 'উইকিলিকস' এর প্রতিষ্ঠাতা
- জন্ম- অস্ট্রেলিয়া, বসবাস- সুইডেন
- ২০১০ সালে আফগান যুদ্ধের ১০ লাখ মার্কিন তথ্য ফাঁস করে আলোচিত হন
- সর্বশেষ হিলারি ক্লিনটনের ই-মেইল ফাঁস করেন।
- তিনি এখন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন।
২. ইম্মানুয়েল ম্যাঁক্রো
- ফ্রান্সের নবনির্বাচিত ২৫ তম প্রেসিডেন্ট
- ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট
৩. জেফ বেজোস
- বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।
- অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান
- ১৫ ঘন্টার জন্য বিল গেটসকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন
(২৯ জুলাই ২০১৭)
৪. ভ্লাদিমির পুতিন
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট
- ফোর্বস সাময়িকী- ২০১৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান
৫. মালালা ইউসুফজাই
- উপাধি: ডটার অফ পাকিস্তান
- সবচেয়ে কমবয়সী (১৭ বছর) হিসেবে ২০১৪ সালে শান্তিতে নোবেল পান।
- আত্মজীবনী: I am Malala
- চলমান রোহিঙ্গা সহিংসতার জন্য অং সান সুচির সমালোচনা করেন।
৬. রিসেপ তাইয়েপ এরদোগান
- তুরষ্কের বর্তমান রাষ্ট্রপতি
৭. হোসনি মোবারক
- মিশরের তিন দশকের স্বৈরশাসক ছিলেন। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান।
৮. অং সান সূচি
- মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর
- ১৯৯১ সালে শান্তিতে নোবেল পান (অহিংস আন্দোলনের জন্য)
- সম্প্রতি রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের জন্য বিশ্বব্যাপী সমালোচিত।
- সূচির আত্মজীবনী: ফ্রিডম ফ্রম ফিয়ার
৯. কিম জং ন্যাম
- উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ভাই।
- সম্প্রতি তাকে অতি বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহার করে হত্যা করা হয়।
- কোথায়: মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে
১০. গুরমিত রাম রহিম
- ভারতের বিতর্কিত ধর্মগুরু
- 'এমএসজি: মেসেঞ্জার অফ গড' তার বিখ্যাত ছবি
- ২০১৬ সালে তিনি দাদা সাহেব ফালকে চলচ্চিত্র পুরষ্কার পান
(অভিনেতা, পরিচালক ও লেখক হিসেবে জনপ্রিয়তার কারণে)
- ভারত সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মত জেড প্লাস নিরাপত্তা দিত।
- বর্তমানে তিনি ২০ বছরের কারাদন্ডাদেশ ভোগ করছেন (দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে)।
★ মুক্তামণি:
- বিরল রোগে আক্রান্ত শিশু। - গ্রামের বাড়ি সাতক্ষীরা।
- ঢাকা মেডিকেল কলেজের বার্ণ & প্লাস্টিক সার্জারি বিভাগে তার অস্ত্রোপচার হয়।
- প্রধান অধ্যাপক: আবুল কালাম। মেডিকেল টিম সদস্য- ৩৫
★ শুভ রায়:- কৃত্রিম কিডনী আবিষ্কারক
★ আয়েশা আরেফিন টুম্পা:- কৃত্রিম ফুসফুস আবিষ্কারক
★ স্যার ফজলে হাসান আবেদ:-
- প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ রানীর সর্বোচ্চ খেতাব 'নাইট' উপাধি লাভ (২০১০)
- ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের "World's 50 Greatest Leaders" এর তালিকায় ৩৭ তম হন।
★ আব্দুল হালিম
- মাগুরার ফুটবল জাদুকর
- ফুটবল নিয়ে কারিশমা দেখিয়ে পরপর তিন বছর গিনেস বুকে নাম লেখিয়েছেন।
★ আবুল বাজনদার: হাতের তালুতে গাছের শেকড় উঠা বিরল রোগে আক্রান্ত ব্যক্তি।
★ রুনা লায়লা: বাংলাদেশ, উপমহাদেশ ও বিশ্ব সংগীতে অবদানের জন্য জাতিসংঘের বিশেষ সম্মাননা লাভ করেন।
★ মিজানুর রহমান কিরণ:
- ফোর্বসের তরুণ উদ্যোক্তা তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি তরুণ।
- ফিজিকালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (PDF) গড়ে তোলেন।
★ আখলাকুর রহমান চৌধুরী: ব্রিটিশ হাইকোর্টের প্রথম বাংলাদেশি বিচারপতি।
-
[পোস্টে কোনোরুপ ভুল পরিলক্ষিত হলে, কমেন্টে জানান। সাথে সাথে ইডিট করা হবে। আগামীকাল পার্ট-০৪ পোস্ট করা হবে।]