Dream to BCS

Think positive, Be positive, Do positive

সাম্প্রতিক সাধারন জ্ঞান (পার্টঃ ০২)


★ জিকে টুইস্টার সাম্প্রতিক★
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষাএী।
পার্ট: ০২

-
→ বিশ্বজুড়ে সাইবার হামলা (সাম্প্রতিক)
১. কবে হয়?- ১২ মে, ২০১৭
২. হামলাটির নাম- র‍্যানসোমওয়্যার
৩. ব্যবহৃত ভাইরাস- ওয়ানক্রাই
৪. র‍্যানসোমওয়্যার কি?- ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার।
৫. বিটকয়েন কি?- অনলাইন মুদ্রা
৬. সম্প্রতি কোন দেশে বিটকয়েনকে মুদ্রা হিসেবে বৈধতা দেওয়া হয়?- জাপান।
→ দেশের প্রথম ডিজিটাল সিটি, আইল্যান্ড
১। দেশের প্রথম ডিজিটাল সিটি- সিলেট
২ | দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড- কক্সবাজারের মহেশখালী।
৩ | মহেশখালী দ্বীপে নিশ্চিত করা হবে- উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির সব সেবা।
৪ | এ প্রকল্পে সহায়তা করবে- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)
→ হিমায়িত ভ্রুণ থেকে ভেড়ার বাচ্চা!!
১. প্রথম- বাংলাদেশ
২. সফলতা পেয়েছেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর গবেষকরা
→ দূষণ কমাবে ন্যানো ছাঁকনি
১. ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছিদ্রবহুল ছাঁকনি উদ্ভাবক - ১১ জন
২. এর মধ্যে বাংলাদেশি - ২ জন
[তোফাজ্জল ইসলাম & মো: শাহরিয়ার হোসেন]
→ নতুন পৃথিবী
১. নাম?- জিজে ১১৩২ বি
২. পৃথিবীর চেয়ে প্রায়- দেড়গুণ বড়
৩. আবিষ্কারক- জার্মানির ম্যাক্স প্রাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা
→ GSAT- 9
১. মহাকাশে উৎক্ষেপিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট- GSAT- 9
২. পূর্ব নাম- সার্ক স্যাটেলাইট।
৩. কবে উৎক্ষেপিত হয়?- ৫ মে, ২০১৭।
৪. নির্মাণ ও উৎক্ষেপন ব্যয়- ভারতের
→ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত বাংলাদেশ
১. আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় কবে?- ২১ ফেব্রুয়ারি ২০১৭
২. সংযোগ - ১০ সেপ্টেম্বর ২০১৭
৩. সাবমেরিন ক্যাবল কোন মন্ত্রণালয়ের অধীন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
৪. দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ায় বাংলাদেশ অতিরিক্ত ব্যান্ডউইথ পাচ্ছে: ১৫০০ গিগাবাইটের বেশি
৫. ল্যান্ডিং স্টেশনের অবস্থান- কলাপাড়া, কুয়াকাটা ও পটুয়াখালী
→ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ
১. অবস্থান- কক্সবাজার
২. উদ্বোধন - ৬ মে, ২০১৭
৩. প্রকল্পটি বাস্তবায়ন করেছে- বাংলাদেশ সেনাবাহিনী
৪. সময় লেগেছে - ২৪ বছর
৫. মেরিন ড্রাইভওয়ে হল- সাগরপাড়ের সড়ক
→ বিবিধ টপিক:-
১. ফেসবুক দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারকারী শহর- ঢাকা
২. আমাজন ও ইউটিউবের সাথে যৌথ প্রযোজনায় চালু হবে- ফেইসবুক টিভি
৩. সম্প্রতি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে- ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরিসংখ্যান ভবনে।
৪. পৃথিবীর প্রথম সোলার হেলিকপ্টার কার নেতৃত্বে উদ্বোধন হয়?- বাংলাদেশী বিজ্ঞানী ড. হাসান শহীদ।
৫. ১৫ ঘন্টার জন্য বিল গেটসকে সরিয়ে সেরা ধনী হয়েছিলেন কে?- জেফ বেজোস
৬. গুগলের অপারেটিং সিস্টেম- এন্ড্রয়েড
৭. এন্ড্রয়েডের সর্বশেষ ভার্শন- এন্ড্রয়েড এন
৮. বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ- চীন
৯. দেশে চালু হওয়া প্রথম মোবাইল টিভি চ্যানেল- চ্যানেল ২৬
১০. সম্প্রতি দেশে চালু হওয়া ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার প্রযুক্তির নাম- DTH [Direct to Home]
১১. মস্তিষ্ক গবেষণায় বড় ধরনের সাফল্য পেয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম।
১২. উইকিলিকস- তথ্য ফাঁসকারী অলাভজনক প্রতিষ্ঠান
১৩. প্রতিষ্ঠাতা- জুলিয়ান অ্যাসাঞ্জ
১৪. ফেসবুকের মালিকানাধীন আছে- ইন্সটাগ্রাম, হোয়াটসএপ
১৫. মাইক্রোসফটের মালিকানাধীন আছে- নোকিয়া, লিংকডইন, উইন্ডোজ।
-
তো আজকে এই পর্যন্তই। আগামীকাল পার্ট- ০৩ নিয়ে হাজির হব। Stay Tuned