★ জিকে টুইস্টার সাম্প্রতিক ★
পার্ট:- ০১
ফর:- বিশ্বববিদ্যালয় ও বিসিএস পরীক্ষার্থী
-

→ সাম্প্রতিক তথ্য: ঢাবি
১. ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম রাখাইন শিক্ষক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন- উচিং লয়েন।
ডিপার্টমেন্ট:- THM
২. শহীদুল্লাহ হলের বর্তমান নাম- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল।
৩. সম্প্রতি ঢাবির কোন হলটি অসাম্প্রদায়িক হিসেবে স্বীকৃতি পায়? - বিজয় একাত্তর হল।
[এর মানে, এই হলে সব ধর্মের শিক্ষার্থী থাকতে পারবে]
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের জন্য নির্মিতব্য আবাসিক ভবন? - ৭ মার্চ ভবন।
-
→ চিরন্তন তথ্য: ঢাবি
১. প্রথম ছাত্রী- লীলা নাগ [ইংরেজি বিভাগ]
২. প্রথম শিক্ষিকা- করুণা কুনা গুপ্তা [ইতিহাস বিভাগ]
৩. রোকেয়া হলের পূর্বনাম- চামেলি হাউজ
৪. গ্রীক মনুমেন্ট অবস্থিত- টিএসসি তে
৫. বিরল প্রজাতির তালিপাম গাছ আছে- ঢাবি'তে
৬. মুক্তিযুদ্ধের সময় ঢাবির কোন হলগুলোয় নরহত্যা চালানো হয়? - জগন্নাথ হল, ইকবাল হল [বর্তমান জহুরুল হক হল]
৭. বঙ্গবন্ধু চেয়ার আছে- ঢাবির ইতিহাস বিভাগে।
-
→ সাম্প্রতিক তথ্য: অন্যান্য বিশ্ববিদ্যালয়
১. 'ড্রোন' এর পরীক্ষা চালিয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় হবে- যশোরে
৩. দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় - ৪০ টি
৪. ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ- শিক্ষা ও প্রযুক্তি খাতে (১৬.৪%)
৫. শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের সন্নিকটে ১০০ শতক জায়গা জুড়ে নির্মিত হচ্ছে - আধুনিক গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র (Dormitory)
-
→ বিবিধ টপিক:
১. বন্যা কবলিত জেলা - ২৭ টি
২. থেমিস- গ্রীক দেবী
৩. মানব উন্নয়ন সূচক- ২০১৭ তে বাংলাদেশ- ১৩৯ তম
৪. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়- ১৬০২ ডলার [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]
৫. বর্তমান টি-টুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক- সাকিব আল হাসান।
৬. 'সেরা বাঙালি' পুরষ্কার লাভ করেন- মাশরাফি বিন মর্তুজা
৭. ২০১৭ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয়- সুনামগঞ্জে
৮. ২০১৭ সালে বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় এর নাম- মোরা (Mora)
9. 'মোরা' একটি থাই ভাষার শব্দ
১০. 'মোরা' শব্দের অর্থ- সাগরের তারা
১১. ২০১৭ সালে 'এশিয়ার বাঘ' হিসেবে স্বীকৃতি পায়- বাংলাদেশ
[এশিয়ার ৫ম টাইগার।]
১২. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?- কালিয়াকৈর, গাজীপুর
১৩. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় স্থাপিত হবে?- কুয়াকাটা
১৪. টিপাইমুখ বাঁধ নির্মাণে পরিকল্পনা কোন নদীতে?- বরাক নদীতে (সিলেট থেকে ১০০ কিমি. পূর্বে)
১৫. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় স্থাপন করা হবে?- সোনাদিয়া, কক্সবাজার
১৬. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট চালু হবে?- ১৬ ডিসেম্বর ২০১৭
১৭. আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- ২৬ টি।
-
তো আজকে এতটুকুই থাক। আগামীকাল পার্ট- ০২ নিয়ে হাজির হব। Stay tuned!
-