★ জিকে টুইস্টার সাম্প্রতিক ★
পার্ট: ০৫
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
Share! Share! Share!
পার্ট: ০৫
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
Share! Share! Share!

-
- আলোচিত বিষয়ঃ চিকনগুনিয়া
১. "চিকনগুনিয়া"- মোজাম্বিকের মাকুন্দি জনগোষ্ঠীর কিমাকুন্দি ভাষার শব্দ
২. যার অর্থঃ বাঁকা হয়ে যাওয়া
৩. এডিস মশার কামড়ে এই জ্বর হয়ে থাকে
৪. প্রথম ধরা পড়েঃ তানজানিয়ায়, ১৯৫২ সালে
৫. বাংলাদেশে প্রথম ধরা পড়েঃ ২০০৮ সালে [রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে]
৬. ঢাকায় প্রথম ধরা পড়েঃ ২০১৭ সালে
৭. লক্ষ্ণঃ আকস্মিক জ্বর ও হাড়ের জয়েন্টে ব্যাথা
- হাজারীবাগঃ ট্যানারি শিল্পের অবসান
১. হাজারীবাগ থেকে ট্যানারী স্থানান্তর হচ্ছেঃ সাভারের চামড়া শিল্প নগরীতে
২. স্থানঃ সাভারের হরিণধারায়
৩. আয়তন- ২০০ একর
৪. পোশাকের পরে প্রধান রপ্তানি পণ্যঃ চামড়া ও চামড়াজাত শিল্প
৫. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে "Product of the Year" ঘোষণা দেন?- চামড়া ও চামড়াজাত পণ্যকে
- জঙ্গিবিরোধী অভিযান
১. অপারেশন টোয়াইলাইট
- কোথায়?- আতিয়া মহল, সিলেট
- কবে?- ২৫ থেকে ২৮ মার্চ, ২০১৭
- শততম টেস্টঃ বাংলাদেশ
১. সবচেয়ে কম বয়সে কোন দল শততম টেস্ট খেলে?- বাংলাদেশ [১৬ বছর ৪ মাস ২৬ দিন]
২. কার বিরুদ্ধে?- শ্রীলংকা
৩. কোথায়?- কলম্বো
৪. কাপের নাম ছিল- জয় বাংলা কাপ
৫. কবে অনুষ্ঠিত হয়?- ১৫-১৯ মার্চ ২০১৭
৬. ম্যান অফ দ্যা ম্যাচঃ তামিম ইকবাল
৭. অধিনায়ক- মুশফিকুর রহিম
৮. বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেনঃ সাকিব আল হাসান
৯. ফলাফলঃ বাংলাদেশের জয় ৪ উইকেটে
১০. বিশ্ব ক্রিকেট এর ৪র্থ দল হিসেবে শততম টেস্ট জয়লাভ
- অস্কার পুরষ্কার ২০১৭
১. আনুষ্ঠানিক নামঃ একাডেমি এওয়ার্ডস
২. কোথায় অনুষ্ঠিত হয়?- ডলবি থিয়েটার হল, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
৩. সেরা ছবিঃ মুনলাইট
[পরিচালক- বেরি জেনকিন্স]
৪. সেরা পরিচালকঃ ডেমিয়েন শ্যাজেল
[চলচ্চিত্রঃ লা লা ল্যান্ড]
৫. সেরা অভিনেতাঃ কেসি অ্যাফ্লেক
[চলচ্চিত্রঃ ম্যানচেস্টার বাই দা সি]
৬. সেরা অভিনেত্রীঃ এমা স্টোন
[চলচ্চিত্রঃ লা লা ল্যান্ড]
৭. অস্কার জয়ী প্রথম বাঙালিঃ সত্যজিৎ রায়
৮. অস্কার জয়ী প্রথম বাংলাদেশিঃ নাফিস বিন জাফর [২০০৭]
- কান চলচ্চিত্র পুরষ্কার ২০১৭
১. কান শহরটি কোথায় অবস্থিত?- ফ্রান্স
২. সেরা পুরষ্কার এর নামঃ পাম দ্য অর
৩. 'পাম দ্য অর' পাওয়া চলচ্চিত্রঃ দ্য স্কয়ার
৪. পরিচালকঃ রুবেন অস্টল্যান্ড, সুইডেন
৫. সেরা পরিচালকঃ সোফিয়া কপোলা
[দ্যা বিগাইল্ড, যুক্তরাষ্ট্র]
- ব্রিকস প্লাস [NOT ব্রিকস]
১. BRICS কি?- Brazil, Russia, India, China & South Africa কে নিয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট
২. ব্রিকস প্লাস গঠিত হবে- নতুন ১১ টি দেশ নিয়ে
৩. এর উদ্যোক্তা দেশ- চীন
- এই ১১ টি দেশের মধ্যে বাংলাদেশ ও আছে।
-
তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার পার্ট-০৬ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আগের সব গুলো পোস্ট একদম ভালোভাবে পড়ে শেষ করে ফেলো। অল দা বেস্ট