
➲আজকের প্রথম আলো পত্রিকা অবলম্বনে
২৯ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার
সংকলনেঃ আবির™
-
➲ "ধলাই নদ" কোন জেলায় অবস্থিত?
= সিলেট (ভোলাগঞ্জ)
➲ ইনানী সমুদ্র সৈকত কোথায়?
= কক্সবাজারের উখিয়া উপজেলায়
➲ ২০১৭-২০১৮ অর্থবছরে ৩ কোটি ২৯ লাখ টাকা লোকসান দিয়েছে?
= বাংলাদেশ পর্যটন করপোরেশন
➲ চীনের সঙ্গে মিয়ানমারের অভিন্ন সীমান্তদৈর্ঘ্য কত?
= ২ হাজার ১৯২ কি.মি.
➲ মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে কোন দুটি দেশ?
= রাশিয়া ও ভারত
➲ বাঙালির মুক্তির সনদ বলা হয়?
= ৬ দফাকে
➲ নারী স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ (ডব্লিউএইপিএ) বাংলাদেশের সভাপতি ও স্থাপত্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান স্থপতি___
= সেলিনা আফরোজা
➲ বাংলাদেশের মুক্তিযুদ্ধে পূর্ণ সমর্থন ছিল?
= রাশিয়ার
➲ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ‘চিকেন নেক’ বলে পরিচিত?
= শিলিগুড়ি করিডোর
➲ বাংলাদেশে মাথাপিছু দেশজ উৎপাদন?
= ১ হাজার ৫৩৮ ডলার
➲ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ___
= ভারত ও পাকিস্তানের সম্মিলিত তৈরি পোশাক রপ্তানির চেয়ে বেশি।
➲ ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তিন বছরে মোট শিশু হত্যার শিকার হয়?
= ১ হাজার ৮৫টি
➲ ইরাকের তেল সমৃদ্ধ অঞ্চল___
= কুরকিক
➲ তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট?
= রেসেপ এরদোয়ান