
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট
-
মোট আসন সংখ্যা- ১৭৬৫ টি। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট এ পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা মোট ৩০ টি ডিপার্টমেন্ট এ ভর্তি হতে পারবে। বিভিন্ন ডিপার্টমেন্টের আসন সংখ্যাঃ
-
#বিজ্ঞান অনুষদঃ
১. পদার্থ বিজ্ঞান- ১৪০
২. গণিত- ১৩০
৩. রসায়ন- ৯০
৪. পরিসংখ্যান, প্রান পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান- ৮৮
৫. ফলিত গণিত- ৭৫
৬. তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান-২৫
-
#জীববিজ্ঞান অনুষদ :
১. মৃত্তিকা, পানি পরিবেশ- ১২০
২. উদ্ভিদ বিজ্ঞান- ৭৫
৩. প্রাণীবিদ্যা – ১০০
৪. প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান- ৬০
৫. মনোবিজ্ঞান- ৪৫
৬.অনুজীব বিজ্ঞান-৪০
৭. মৎস্য বিজ্ঞান- ৪০
৮. জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি- ১৭
- #ফার্মেসি অনুষদঃ
১. ফার্মেসি- ৬৫
-
#আর্থ এন্ড এনভায়রনমেন্টাল
১.ভূগোল ও পরিবেশ- ৫০
২. ভূতও -৫০
৩. সমুদ্র বিজ্ঞান- ২৫
৪. দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা- ৩০
#ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদঃ
১. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৭০
২. ফলিত রসায়ন এন্ড কেমি কৌশল- ৬০
৩. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- ৬০
৪. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং -২৫ ৫. রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জি - ২০
-
#পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটঃ
১. ফলিত পরিসংখ্যান- ৫০
-
#পুষ্টি খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটঃ
১. পুষ্টি খাদ্যবিজ্ঞান- ৩৫
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটঃ
১.সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং- ৩০
-
#লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটঃ
১. লেদার ইঞ্জিনিয়ারিং- ৫০
২. ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং –৫০
৩. লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং-৫
<< উপরের তথ্যগুলো গত বছরের নিয়ম অনুযায়ী লিখা। ভর্তি পরীক্ষার নিয়ম যেকোনো সময় পরিবর্তন হতে পারে।