Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাকা বিশ্ববিদ্যালয় সব ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট

 


যারা নতুন তারা পোষ্টে,কমেন্টে,ম্যাসেজে কিছু কমন প্রশ্ন করে থাকো ।তাদের নিয়ে এবারের আলোচনা পর্ব।
-

★★★(১)ভাই,কোন ইউনিট কাদের জন্য?
উত্তরঃঢাবিতে ৫ টা ইউনিট।
A ইউনিট সাইন্সের জন্য
B ইউনিট মানবিকের জন্য
C ইউনিট কমার্সের জন্য
D ইউনিট সকলের জন্য।
E ইউনিট সকলের জন্য (চারুকলা)
প্রত্যেকে ২ টা ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
একটা নিজের ইউনিট আরেকটা ডি ইউনিট এ।
★★★(২)ভাই পরীক্ষা টোটাল কত নম্বরে হয়?
উত্তরঃ পরীক্ষা হয় টোটাল ২০০ নম্বরে।
৮০ নম্বর হয় এসএসসি ও এইচএসসি এর
নম্বরের ভিত্তিতে।হিসেব টা হয় এভাবে,
এসএসসি-এর জিপিএ-কে ৬ দ্বারা গুন
আর এইচএসসি-এর জিপিএ-কে ১০ দ্বারা গুন।
অর্থ্যৎ কেউ যদি এসএসসি তে জিপিএ ৪.৮০ পায়
আর এইচএসসিতে জিপিএ ৪.৫৬ পায় তাহলে
তার ৮০ এর মধ্যে নম্বর পাবে;
৪.৮০*৬=২৮.৮০
৪.৫৬*১০=৪৫.৬০
----------------
প্রাপ্ত নম্বর=৭৪.৪০ (৮০ এ)
এভাবে তুমাদের জিপিএর নম্বর মোট নম্বরের সাথে
যোগ হবে।
আর নাকি ১২০ নম্বরে পরীক্ষা হয়।
★এর মধ্যে এ ইউনিট এ~
-------------------
রসায়ন থেকে ৩০
পদার্থ থেকে ৩০
জীব: থেকে ৩০
গনিত থেকে ৩০
বাংলা থেকে ৩০
ইংরেজি থেকে ৩০
প্রত্যেক পার্থীকে ৬ টির মধ্যে ৪ টি বিষয়ের
ওপর পরীক্ষা দিতে হবে।
যেসকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে
জীব,রাসায়ন,পদার্থ,গনিত এ অধ্যয়ন করেছে
তাদের এ চারটিতেই এক্সাম দিতে হবে।
তবে চাইলে চতুর্থ বিষয় বাদে বাংলা/ইংলিশ
আনসার করতে পারে।
আর যেসকল প্রার্থী যেসব বিষয় পড়েনি
(সর্বোচ্চ ২ টি) সেসকল বিষয়ের বদলে
বাংলা বা ইংলিশ আনসার করতে পারবে।
★খ ইউনিট এ
বাংলা ৩০
ইংলিশ ৩০
জিকে ৬০
★গ ইউনিট এ
বাংলা ২৪
ইংরেজি ২৪
হিসাববিজ্ঞান ২৪
ম্যানেজমেন্ট ২৪
মার্কেটিং/ফিন্যান্স ২৪
★ঘ ইউনিট ঃ ঘ ইউনিট এর মানবন্টন খ ইউনিটের
মতই এক।
★★★(৩)আবেদনের নূন্যতম যোগ্যতা কত ভাইয়া?
উত্তরঃ
★ক ইউনিটে~ এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয়সহ জিপিএ ৮.০০ লাগবে।
★খ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয়সহ জিপিএ ৭.০০ লাগবে।
★গ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয় বাদে জিপিএ ৭.৫০ লাগবে।
★ঘ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ;
মানবিকে ৭.০০
সায়েন্সে ৮.০০
কমার্সে ৭.৫০
সকল ক্ষেত্রেই ৪র্থ বিষয়সহ....
★★★কোন ইউনিট এ পাস মার্ক কত?
★A ইউনিটে পাস মার্ক ৪৮।
★B ইউনিটে পাস মার্ক ৪৮।
এছাড়া আলাদাভাবে বাংলাতে ৮
ইংলিশে ৮
জিকেতে ১৭ পেতে হবে।
★C ইউনিটে পাস মার্ক তবে
আলাদাভাবে ইংলিশে ১০
পেতে হবে।
★D ইউনিটে পাস মার্ক ৪৮।
তাছাড়া বাংলা,ইংলিশ,
সাধারন জ্ঞান বাংলাদেশ
অংশ ও সাধারন জ্ঞান
আর্ন্তজাতিক অংশ আলাদাভাবে
৮ পেতে হবে।
★★★আসনসংখ্যা
★ ক ইউনিটে ~~১৬৮০ টি
★খ ইউনিটে~~২২৪১ টি
★গ ইউনিটে~~১২৫০ টি
★ঘ ইউনিটে~~১৪৪০ টি