Dream to BCS

Think positive, Be positive, Do positive

মুক্তিযুদ্ধভিত্তিক অজানা তথ্য

৪০চম বিসিএস প্রিলি প্রস্তুতি
মুক্তিযুদ্ধ ভিত্তিক অজানা তথ্য
-
১।.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
=২০০১ সালের ২৩ অক্টোবর
২বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
=অস্তিত্ত্বে আমার দেশ
৩।কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন-
.এ কে ফজলুল হক
৪।শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-
=জুলি ও কুরী পদক
৫।সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
৩১জানুয়ারি ১৯৫২
৬।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন কবে ?
২৩ শে মার্চ ,১৯৬৬
৭।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন ছিল ?
১৩৭৮
৮।ভাষা শহীদ ও ভাষা সৈনিক যথাক্রমে যতজন -
৫ জন (প্রাথমিক ভাবে) ও ৬৮ জন
৯।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি যতটি ভাষায় অনূদিত হয়েছে -

-২ সুইডিশ ও জাপানি ভাষায় অনূদিত হয়েছে।
১০।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি :
ক. কত সালে, কার, কোন সংকলনে এটি প্রকাশিত হয় ?
খ. কে, কোন ছবিতে এ গানটি প্রথম ব্যবহার করেন ?
গ. গানটি কতটি ভাষায় অনূদিত হয়েছে ?
ঘ. রচয়িতা/গীতিকার কে কে ?
ঙ. গানটির প্রথম সুরকার কে?
চ. গানটির বর্তমান সুরকার কে?
.................................................
উত্তর :
ভাষা আন্দোলনের গান: আমার ভাইয়ের রক্তে (তথ্যাবলি)
.................................................
রচয়িতা = আবদুল গাফফার চৌধুরী
গীতিকার = আবদুল গফ্ফার চৌধুরী
প্রথম সুরকার = আবদুল লতিফ
বর্তমান সুরকার = আলতাফ মাহমুদ
প্রথম প্রকাশিত = ১৯৫৪ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে' প্রকাশিত হয়
প্রথম ব্যবহার হয় যে ছবিতে = জহির রায়হান তাঁর 'জীবন থেকে নেয়া' ছবিতে এ গানটি ব্যবহার করেন
যতটি ভাষায় অনূদিত = গানটি 'সুইডিশ' ও 'জাপানি' ভাষায় অনূদিত হয়েছে
'বিবিসি শ্রোতা জরিপে' বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় = এই গানটি 'তৃতীয় স্থান' লাভ করেছে।
======================