Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাবির "C -Unit" এর জন্য বুকলিষ্ট

অনেকের অনেক অনুরোধের কারণে বুক লিস্ট না দিয়ে আর পারলাম না। বুক লিস্ট দিতে চাইনা কারণ অনেকে ভাবে যে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। তাই ভেবেছিলাম এবছর বুকলিস্ট দিব না। কিন্তু সকলের অনুরোধে আর কোনো বিকল্প না থাকায় দিতে হচ্ছে। চেষ্টা করেছি সবচেয়ে কমন ও ভালো মানের বই যেগুলো থেকে সবাই উপকার পুর্বেও পেয়েছে, এবারও পাবে সেগুলোর নামই বলার। নিচে কয়েকটি কমন বইয়ের নাম দিচ্ছি, এগুলোর যেকোনো একটি কিনলেই হবে। শুধু এই বইগুলো ঠিকমতো পড়লেই চান্স হবে। টেনশনের কারণ নাই।  তবে হ্যা, সম্পূর্ণ শেষ করতে হবে।

১) বাংলা:
ক. মুনীর চৌধুরীর নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড বই।
খ. সরবর অথবা বাংলা বিচিত্রা এর মধ্যে যেকোনো একটি।

২) ইংরেজি:
ক. Cliffs TOEFL অথবা BARRONS TOEFL এর যেকোনো একটি
খ. English for Competitive Exams
গ. Saifur's Student Vocabulary / Adroit Vocabulary এর যেকোনো একটা। বেশী জানার ইচ্ছা থাকলে GRE Vocabulary কিনতে পারো।
ঘ. Saifur's Idioms and Phrase ও Saifur's Preposition (চাইলে phrase এবং preposition এর জন্য আলাদা বই না কিনে English for Competitive Exams বই থেকেও পড়তে পারো। শুধু এগুলোই না, অন্যান্য আইটেম গুলোও এই বইয়ে পাবা সম্পূর্ণ।) 

৩) হিসাববিজ্ঞান: হিসাব বিচিত্রা অথবা RABS এর যেকোনো একটি।

৪) ম্যানেজমেন্ট: Fundamentals of Management অথবা ব্যবসায় বিচিত্রা এর যেকোনো একটি।

৫) ফিন্যান্স: Fundamentals of Finance অথবা ফিন্যান্স বিচিত্রা এর যেকোনো একটি।

৬) মার্কেটিং: Fundamentals of Marketing অথবা মার্কেটিং বিচিত্রা এর যেকোনো একটি।

আবারও বলছি, দশটা বই পড়ার চেয়ে একটা বই ভালো করে পড়া বেটার। তাই যেখানে যেখানে বলেছি যেকোনো একটা কিনলেই হবে, সেখানে যেকোনো একটা কিনবা, দশ রকমের বই কিনলে দেখবা কোনোটাই ঠিকমতো পড়া হচ্ছে না।

Wasif Azim Supto
BBA, Department of Accounting and Information Systems,
Faculty of Business Studies,
University of Dhaka