অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের প্রকাশিত প্রথম আত্মজীবনী সংকলন(২য় কারাগারে রোজনামচা)। ২০১২ সালের ১২ জুন বইটি প্রকাশিত হয়। এই বইটি প্রকাশিত হয়েছে ৮টি ভাষা(বাংলাসহ) কিন্তু অনূদিত হয়েছে ৭টি ভাষায়। সর্বশেষ তুর্কি ভাষায়।
১. ইংরেজি ভাষা- অনুবাদক মো ফখরুল আলম; ২০১২ সালের ১২ জুন বাংলা সংস্করণের সাথে প্রকাশিত হয়।
২. জাপানি ভাষা- অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে ; ২ আগস্ট ২০১৫ সালে।
৩. চীনা ভাষা- অনুবাদক চাই সি; ২৮ জানুয়ারি ২০১৬
৪. আরবি ভাষা- অনুবাদক ফিলিস্তিন পরাষ্ট্র মন্ত্রণালয়; ২০১৬ সালে।
৫. ফরাসি ভাষা- অনুবাদক প্রফেসর ফ্রান্স ভট্টাচারিয়া; ২৬ মার্চ, ২০১৭।
৬. হিন্দি ভাষা- অনুবাদক ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়; ৮ এপ্রিল ২০১৭।
৭. তুর্কি ভাষা- অনুবাদক ও প্রকাশ করেছে, কামাল আর্তাতুক সংস্কৃতি গবেষণা কেন্দ্র, ২৭ মার্চ ২০১৮।
★ উল্লেখ্য, বঙ্গবন্ধুর ২য় আত্মজীবনী ২০১৭ সালে ১৭ মার্চ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল। এর ইংরেজি অনুবাদ করে মো: ফখরুল আলম।
.
## গোলাম মোর্শেদ ##