Dream to BCS

Think positive, Be positive, Do positive

চট্টগ্রাম জেলা পরিচিতি

চট্টগ্রাম:
.
★আয়তন ৫,২৮৩ বর্গ কিঃ মিঃ
★জেলা প্রতিষ্ঠাঃ ১৬৬৬ সালে(বাংলাদেশের ১ম জেলা)
★শহরের মর্যাদা প্রাপ্তিঃ ১৮৬৩ সালে।
★সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাঃ ৩১ জুলাই, ১৯৯০[১৯৯৪ সালের প্রথম নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র নির্বাচিত হন। সর্বশেষ ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন।]

#সীমানাঃ উত্তরে ফেনী জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর।

★পুরাতন নামঃ জ্বালনধারা, চাটিগাঁও, চাটগাঁ, ইসলামাবাদ, চট্টলা।
★বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর।
★বন্দরনগরী নামে পরিচিত শহর
★দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম অবস্থিত। ★বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।
★পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত।
★এটি এশিয়ায় ৭ম এবং বিশ্বের ১০ম দ্রুততম ক্রমবর্ধমান শহর।
★বাংলাদেশের প্রবেশদ্বার।
★দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল- মীরসরাই, চট্টগ্রাম(৩০,০০০ একর)।
★১ম সমুদ্র বন্দর - চট্টগ্রাম সমুদ্র বন্দর(১৮৮৭)।
★১২ আউলিয়ার দেশ হিসেবে পরিচিত।
★হরিকেল জনপদ(রাজধানী-শ্রীহট্­ট) এর অন্তর্ভুক্ত এলাকা ছিলো- চট্টগ্রাম।
★প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র -হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী।
★আয়তনে চট্টগ্রাম বিভাগ- ১ম(১১টি জেলা)
★ বাংলাদেশের ১ম ইপিজেড - পতেঙ্গা, চট্টগ্রামে(১৯৮৩)
★দেশের সর্বশেষ সরকারি ইপিজেড- কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা(২০০৬)
★দেশের একমাত্র তেল শোধনাগার "ইস্টার্ন রিফাইনারি" - পতেঙ্গা, চটট্টগ্রাম।
★দেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা "চট্টগ্রাম স্টিল মিল" - চট্টগ্রামে
★স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের ১ম কেন্দ্র ছিলো- কালুরঘাট, চট্টগ্রাম।
★বাংলাদেশের ১ম বেসরকারি ইপিজেড- রাঙ্গুনিয়া ইপিজেড, চট্টগ্রাম।
★বাংলাদেশের ইপিজেড কোরিয়ান EPZ - চট্টগ্রামে।
★বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম।
★দেশের ১ম উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র- চট্টগ্রাম।
★দেশের একমাত্র সাবমেরিন ঘাঁটি - বিএনএস শেখ হাসিনা, চট্টগ্রাম

#উপজেলাঃ ১৪টি। মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া।

★পৌরসভা-১৩টি। ইউনিয়ান- ১৯২টি। গ্রাম- ১২৬৭ টি। মৌজা- ৮৯০টি।

★সংসদ নির্বাচনী এলাকা ১৬টি।

#দর্শনীয় স্থানঃ পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, হযরত শাহ আমানত (র:) এর মাজার, হযরত বায়েজীদ বোস্তামী (র:) এর দরগাহ, জাতিতাত্ত্বিক যাদুঘর, ওয়ার সিমেট্রি, ডিসি হিল, বাটালি হিল, কোর্ট বিল্ডিং (জেলা প্রশাসকের কার্যালয়), চন্দ্রনাথ পাহাড় (সীতাকুন্ড), বাঁশখালী ইকোপার্ক, পারকি সমুদ্র সৈকত (আনোয়ারা)।

#মুক্তিযুদ্ধে চট্টগ্রামঃ
★মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের অধীনে ছিলো।
★সেক্টর কমান্ডার- মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন রফিকুল ইসলাম।
★সাব সেক্টর ছিলো - ৫টি।

#প্রখ্যাত ব্যক্তিত্বঃ প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, আহমদ শরীফ, আহমদ ছফা, আবুল ফজল (সাহিত্যিক), আবুল কাসেম (ভাষা সৈনিক), আবদুল হক চৌধুরী, শুভ রায়, অমলেন্দু বিশ্বাস, সত্য সাহা, শেফালী ঘোষ, নূতন চন্দ্র সিংহ, মুহম্মদ এনামুল হক, মুহাম্মাদ ইউনুস।

#বিভাগে চট্টগ্রামঃ

★বাংলাদেশের ২য় বিভাগ(১ম ঢাকা) হিসেবে ১৮২৯ সালে প্রততিষ্ঠিত হয়।
★এ বিভাগে ১১টি জেলা রয়েছে।
★সবচেয়ে বড় জেলা- রাঙামাটি(সমগ্র বংলাদেশেরও)
★সবচেয়ে ক্ষুদ্র জেলা- ফেনী
.
## গোলাম মোর্শেদ ##