Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাবির "গ" ইউনিট ও বই সংগ্রহ বিস্তারিত আলোচনা

♥গ ইউনিট ও বই সংগ্রহ নিয়ে বিস্তারিত♥
.
ভার্সিটির ভর্তি প্রস্তুতির এই সময়টা তে সবার ই একটা কমন প্রশ্ন -
যে ভাইয়া কোন কোন বই পড়বো?
-
- কোন বই ই পড়তে হবে না। শীট পড়লেই চান্স নিশ্চিত।

-আরে ভাই  থামেন,  Don't be serious.
মজা নিলাম আরকি। এটা বুঝেন না?

একটি সুষ্ঠু,  সুন্দর ও পরিপাটি ভর্তি প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি  বই পড়ার বিকল্প নেই। এক্ষেত্রে বই ভাল করে পড়লে শীট ও পড়া হয়ে যায়। কারণ বই থেকেই শীট তৈরি করা হয়।

যাইহোক,  এখন মুল কথায় আসা যাক

♦ বাংলাঃ
১. বাংলা বিচিত্রা অথবা সরোবর
২. ৯ম-১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র বই যা খুবই গুরুত্বপূর্ণ

♦হিসাব বিজ্ঞানঃ
Rabs অথবা হিসাব বিচিত্রা।
আমি দুইটা পড়েছি দুইটাই ভাল। তবে এক্ষেত্রে হিসাব বিচিত্রায়  বিভিন্ন পাব্লিক ভার্সিটির  model questions অনেক দেয়া আছে।

♦ম্যানেজমেন্টঃ
১. Fundamental of Business
২. সাথে ইন্টার মিডিয়েটের খালেকুজ্জামান স্যার এর বইটা

♦#ফিনান্সঃ
১.Fundamental of Finance / ফিনান্স বিচিত্রা
২. প্রয়োজনীয় ইংলিশ ট্রাম গুলা ভালভাবে জানতে খালেকুজ্জান স্যারের বইটা ও দেখতে হবে।

♦#মার্কেটিং
১.মার্কেটিং বিচিত্রা
২. খালেকুজ্জামান সারের বিপণন বই।

♦ইংলিশঃ
1.Saifurs student vocabulary / adroit
2. Apex/ compact/ Competitive exam/ English bichitra এগুলার মধ্যে খুব বেশি পার্থক্য নেই,  এক ধাচের বই।  এগুলা থেকে যেকোন একটা নিলেই হবে।
3. cliff Toffle+ Barron toffle( জয়কলির টা)
উপরের ৩ টা দ্বারাই ৭৫ % প্রিপারেশন নেয়া হয়ে যাবে।

After all,  উপরের বইগুলো,  গ্রুপের দিক নির্দেশনা, গ্রুপের ইন্সপাইরেশন মুলক পোস্ট এবং  গ্রুপের লাইভ ক্লাস গুলো ফলো করলে, ১০০% ভর্তি প্রস্তুতি নেয়া অসম্ভব কিছু নেই।
নিজের স্বপ্ন কে আরো বড় করো, পড়াশুনা কে আগলে ধরো,  নিজেকে প্রমান করার জন্য লেগে পড়ো। জয় আসবেই আসবে ইনশাআল্লাহ

আর একটা কথা কোচিং সেন্টার গুলো,  ব্যবসায়িক চিন্তা থেকে তাদের নিজস্ব বই গুলাকেই সাজেস্ট করে, এবং নিজস্ব বই গুলাকেই বেস্ট দাবি করে ,  এসব কথায় তোমার কোন কান দেয়ার প্রয়োজন নেই।
গুড লাক অল।
চলো স্বপ্ন দেখি,  তবে ঘুমিয়ে নয়,  জেগে।