’’টপিকস: মালয়েশিয়ার নির্বাচন”
-
১) মালয়েশিয়ায় সম্প্রতি কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
- ১৪ তম।
২) মালয়েশিয়ায় সম্প্রতি কত তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
- ০৯ মে ২০১৮
৩) মালয়েশিয়ার ১৪তম নির্বাচনে জয়ী লাভ করে কোন দল?
- মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট –“পাকাতান হারাপান”
৪) বিশ্বের বতর্মানে সবচেয়ে বয়স্কতম নেতার নাম কি?
- প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (মালয়েশিয়া)।
৫) মালয়েশিয়ার তিন কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে কত শতাংশ মালয়?
- জনগোষ্ঠীর ৬০ শতাংশ।
৬) মালয়েশিয়ার আইনসভার নাম কি?
- পার্লামেন্ট।
৭) পার্লামেন্ট কয় কক্ষবিশিষ্ট?
- ২ কক্ষবিশিষ্ট। (ক) উচ্চকক্ষ: দেওয়ান নাগেরা (খ) নিম্নকক্ষ: দেওয়ান রাকেয়াত
৮) পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকেয়াতের আসনসংখ্যা কয়টি?
- ২২২টি
৯) পার্লামেন্টের উচ্চকক্ষ দেওয়ান নাগেরার সিনেটর কয়জনের?
- ৭০ জন। এর মধ্যে মালয়েশিয়ার ১৩টি রাজ্য থেকে ২৬ জন সিনেটর এবং রাজা (Yang di-Pertuan Agong) কর্তৃক ৪৪ জন নির্বাচিত হন।
১০) মালয়েশিয়ার বর্তমান রাজার নাম কি?
- রাজা মোহাম্মদ ৫ কালানতান
১১) ১৪তম নির্বাচনে জয়ী জোট “পাকাতান হারাপান” ২২২টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে?
- ১১৫টি আসন
১২) বিরোধী জোট সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল কয়টি আসন লাভ করে?
- ৭৯টি
১৩) মাহাথির মোহাম্মদ পূর্বে কত বছর ক্ষমতায় ছিলেন?
- ২২ বছর (১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত)
১৪) ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) কতবছর টানা ক্ষমতায় ছিলো?
- ৬১ বছর (১৯৫৭ – ২০১৮ পর্যন্ত)
১৫) মালয়েশিয়ায় কয়টি ফেডারেল টেরিটরি রয়েছে?
- ৩ টি ফেডারেল টেরিটরি। কুয়ালালামপুর, লাবুয়ান, পুত্রাজায়া
১৬) মালয়েশিয়ায় কয়টি রাজ্য রয়েছে?
- ১৩টি রাজ্য রয়েছে। পেনাং, পেরাক, সেলাঙ্গর, জোহর, মালাক্কা, সাবাহ, কেদাহ, তেরেংগানু, সারাওয়াক, পেহাং, কেলান্তান, নেগেরি সেম্বিযান, পারলিস
Shariful Islam Alal
সমাজকল্যাণ,ঢাবি