Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাবির 'ক/A' ইউনিট ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত অালোচনা

🎓 #ঢাবি_ক_ইউনিট 🎓
-
ক ইউনিটে ৯ টি অনুষদ(Faculty) রয়েছে এবং এই ৯ টি অনুষদের অধীনে ২৯ টি বিভাগ (Department) রয়েছে এবং এই ২৯ টি বিভাগে মোট ১৭৪০ টি সিট রয়েছে।

#অনুষদ ও বিভাগ সমূহ এবং সিট সংখ্যা:
(১) বিজ্ঞান অনুষদ-
               ১. পদার্থ বিজ্ঞান- ১৪০
               ২. গণিত- ১৩০
               ৩. রসায়ন- ৯০
               ৪. পরিসংখ্যান- ৮৮
               ৫. ফলিত গণিত- ৭০

(২) জীববিজ্ঞান অনুষদ-
               ৬. মৃত্তিকা, পানি ও পরিবেশ- ১২০
               ৭. উদ্ভিদ বিজ্ঞান- ৭৫
                ৮. প্রাণীবিদ্যা – ১০০
                ৯. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান- ৬০
                ১০. মনোবিজ্ঞান- ৫০
                ১১. অনুজীব বিজ্ঞান- ৪০
                ১২. মৎস্য বিজ্ঞান- ৪০
                ১৩. জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি- ১৭

(৩) ফার্মেসি অনুষদঃ
                ১৪. ফার্মেসি- ৬৫

(৪) আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদঃ
                ১৫. ভূগোল ও পরিবেশ- ৫০
                ১৬. ভূতত্ত - ৫০
                ১৭. সমুদ্র বিজ্ঞান- ২৫
                ১৮. দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা- ৩০

(৫) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদঃ
                ১৯. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক
                       ইঞ্জিনিয়ারিং- ৭০
                ২০. ফলিত রসায়ন এন্ড কেমি
                      কৌশল- ৬০
                ২১. কম্পিউটার সায়েন্স এন্ড
                      ইঞ্জিনিয়ারিং-৬০
                ২২. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং -২৫     
                ২৩. রোবটিক্স ও মেকাট্রনিক্স
                       ইঞ্জিনিয়ারিং- ২০

(৬) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটঃ
                ২৪. ফলিত পরিসংখ্যান- ৫০

(৭) পুষ্টি খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটঃ
                ২৫. পুষ্টি ও খাদ্যবিজ্ঞান- ৩৫

(৮) তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটঃ
                ২৬. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং- ৩০

(৯) লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
     ইনস্টিটিউটঃ
                ২৭. লেদার ইঞ্জিনিয়ারিং- ৫০
                ২৮. ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং –৫০
                ২৯. লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং-৫০

#আবেদন_করার_ন্যূনতম_যোগ্যতা:
(I) ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এসএসসি/  
     সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (৪র্থ 
     বিষয় সহ) পেতে হবে।
(ii) ২০১৮ সালে বিজ্ঞান শাখায় এইচএসসি/সমমান
     পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ (৪র্থ বিষয় সহ)
    পেতে হবে।
(iii) এসএসসি ও এইচএসসির মোট জিপিএ
      ন্যূনতম ৮.০০ (৪র্থ বিষয় সহ) হতে হবে।

#মূল্যায়ন_পদ্ধতি:
♦ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
♦ এসএসসি জিপিএ'র ভিত্তিতে মোট নম্বরের
      ১৫% অর্থাৎ ৩০ নম্বর।
      (এসএসসি জিপিএ ৪র্থ বিষয় সহ * ৬)
♦ এইচএসসি জিপিএ'র ভিত্তিতে মোট নম্বরের
      ২৫% অর্থাৎ ৫০ নম্বর।
      (এইচএসসি জিপিএ ৪র্থ বিষয় সহ * ১০)
♦ ভর্তি পরীক্ষা মোট নম্বরের ৬০% অর্থাৎ ১২০ 
      নম্বর।

#ভর্তি_পরীক্ষা:
♦ পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা ও
      ইংরেজির ৩০ টি করে মোট ১৮০ টি mcq  প্রশ্ন
      থাকবে। এর মধ্যে ৪ টি বিষয়ের ৩০ টি করে
      মোট ১২০ টি প্রশ্নের উত্তর করতে হবে।
♦ অবশ্যই পদার্থ ও রসায়নের উত্তর করতে হবে।
♦ এইচএসসি'র ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/
      ইংরেজি উত্তর করা যাবে।
♦ যদি এইচএসসি পর্যায়ে গণিত ও জীববিজ্ঞান
      কোনোটি অধ্যয়ন না করে থাকো তাহলে এদের
     পরিবর্তে বাংলা ও ইংরেজি উভয় উত্তর করতে
     পারবা।
♦ প্রতিটি প্রশ্নের মান সমান ও ১ নম্বর করে।
♦ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর
      কাটা যাবে।
♦ সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
♦ সিলেবাস: উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি।

#মেধাস্কোর:
২০০ নম্বরের মধ্যে তোমার মোট প্রাপ্ত নম্বর (এসএসসি + এইচএসসি + ভর্তি পরীক্ষা)হবে তোমার মেধাস্কোর।

#মেধাক্রম_নির্ণয়:
মেধাস্কোরের উপর ভিত্তিতে ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে। কিন্তু যদি মেধাস্কোর সমান হয় তাহলে নিম্নোক্ত ক্রমানুসারের ভিত্তিতে মেধাক্রম তৈরী করা হবে-
১. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
২. ৪র্থ বিষয় ছাড়া HSC পরীক্ষার GPA.
৩. ৪র্থ বিষয় সহ HSC পরীক্ষার GPA.
৪. ৪র্থ বিষয় সহ SSC পরীক্ষার GPA.
৫. HSC পরীক্ষায় ৪ টি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত GP এর
    যোগফল।
অর্থাৎ দুইজন পরীক্ষার্থীর মেধাস্কোর সমান হলে যার ভর্তি পরীক্ষায় নম্বর বেশি হবে তার মেধাক্রম আগে হবে। আবার মেধাস্কোর ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর উভয় সমান হলে যার HSC পরীক্ষায় ৪র্থ বিষয় ছাড়া GPA বেশি তার মেধাক্রম আগে হবে।

বি: দ্র: ভর্তি পরীক্ষায় অনুপস্থিত বা ৪৮ এর কম
           নম্বর পেলে মেধাক্রম দেওয়া হবে না।

#Subject_Choice:
তুমি যদি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো এবং পরীক্ষা দিয়ে শুধু ভর্তি পরীক্ষায় ৪৮ বা তার বেশি নম্বর পাও তাহলে তোমার মেধাক্রম দেওয়া হবে এবং তারপর তুমি তোমার subject choice দিতে পারবা। কিন্তু ইচ্ছা করলেই তুমি যেকোনো subject choice করতে পারবা না। তুমি কোন কোন subject choice করতে পারবা তা HSC ও admission exam এ কিছু নির্দিষ্ট বিষয়ে কি grade বা marks পেয়েছো তার উপর নির্ভর করে। কোনো একটি subject choice দেওয়ার জন্য HSC exam এ কিছু নির্দিষ্ট বিষয়ে সর্বনিম্ন grade ও admission exam এ কিছু নির্দিষ্ট বিষয়ে সর্বনিম্ন marks (conditional marks) পেতে হয়। কোনো subject এর জন্য নির্ধারিত বিষয়সমূহে HSC ও admission এ সর্বনিম্ন grade ও marks পুরণ করতে পারলেই তুমি ঐ subject টি choice করতে পারবা নতুবা তোমার মেধাক্রম যাই হোক না কেন তুমি ঐ subject choice করতে পারবা না। একেক subject এর জন্য নির্ধারিত বিষয়ের সর্বনিম্ন grade ও marks একেক রকম।

#সর্বনিম্ন_grade_ও_marks:
   Subject/      -HSC তে সর্বনিম্ন  -  admission এ
Department   -    grade             -   সর্বনিম্ন নম্বর
---------------------   ---------------------     ---------------------
১. পদার্থ বিজ্ঞান-    - phy: A             - phy:12
                              - math: A           - math:12   
২. গণিত                - math: A            - math:12
৩. রসায়ন-             - chem: A           - chem:12
                              - phy: A 
                              - math: A
৪. পরিসংখ্যান       - math: A             - math: 15
৫. ফলিত গণিত     - math: A             - math: 15
                              - phy: A
৬. মৃত্তিকা, পানি
    ও পরিবেশ         - chem: B             - chem: 12
                              - math/Bio: B
৭. উদ্ভিদ বিজ্ঞান    - Bio: B                 - Bio: 12
৮. প্রাণীবিদ্যা          - Bio: B                 - Bio: 14
৯. প্রাণরসায়ন ও
     অনুপ্রাণ বিজ্ঞান - chem: A-           - chem: 12
                               - Bio: B                - Bio: 15
                               - math: B
১০. মনোবিজ্ঞান-     - - - -              - math/Bio: 13
১১. অনুজীব বিজ্ঞান- chem: A-         - chem: 15
                                - Bio: A-/           - Bio: 15
                                - Math: B
১২. মৎস্য বিজ্ঞান     - Bio: B              - Bio: 14
                                - Math: B
১৩. জীন প্রকৌশল
       ও জীবপ্রযুক্তি    - chem: B         - chem: 12
                                - Bio: B              - Bio: 12
                                - Math: B
১৪. ফার্মেসি-            -chem: A           - chem: 15
                                - Bio: B              - Bio: 15
                                - Math: A-
১৫. ভূগোল ও
      পরিবেশ.            - Phy: B/           - Phy: 12/
                                - Math: B/        - Math: 12/
                                - Bio: B/           - Bio:12
                                - ভূগোল: A
১৬. ভূতত্ত -               - Math: A        - Math: 12
                                 - Phy: B/         - Phy: 12/
                                 - Chem: B       - Chem: 12
১৭. সমুদ্র বিজ্ঞান      - Phy: A           - Phy: 12
                                 - Math: A        - Math: 12
                                 - Chem: B       - Chem: 12
                                 - Bio: A           - Bio: 12
১৮. দুর্যোগ বিজ্ঞান
      ও ব্যবস্থাপনা       - Phy: B          - Phy: 12
                                 - Math: A       - Math: 12
                                 - Chem: B      - Chem: 12
১৯. ইলেক্ট্রিক্যাল এন্ড
      ইলেক্ট্রনিক
      ইঞ্জিনিয়ারিং        - Phy : A        - Phy : 12
                                 - Math : A     - Math : 12
২০. ফলিত রসায়ন
      এন্ড কেমি কৌশল- Phy : B        - Phy : 12
                                 - Math : B      - Math : 12
                                 - Chem : B     - Chem : 12
২১. কম্পিউটার সায়েন্স
      এন্ড ইঞ্জিনিয়ারিং - Phy : B        - Phy : 18
                                 - Math : B     - Math : 18
২২. নিউক্লিয়ার
       ইঞ্জিনিয়ারিং       - Phy : A-        - Phy : 12
                                 - Math : A-     - Math : 12
২৩. রোবটিক্স ও
       মেকাট্রনিক্স
       ইঞ্জিনিয়ারিং      - Phy : A         - Phy : 15
                                - Math : A      - Math : 15
২৪. ফলিত পরিসংখ্যান- Math : A  - Math: 15
২৫. পুষ্টি ও
       খাদ্যবিজ্ঞান.       - Chem: B    - Chem: 12
                                 - Bio: B         - Bio: 12
২৬. সফটওয়্যার
       ইঞ্জিনিয়ারিং-      - Phy: A         - Phy: 15
                                 - Math: A       - Math: 15
২৭. লেদার ইঞ্জিনিয়ারিং- Chem: A   -Chem: 12
                                     - Phy: B
                                     - Math: B
২৮. ফুটওয়্যার
       ইঞ্জিনিয়ারিং        -chem:A.      -chem:12
                                  -math:B
                                  -phy:B
২৯. লেদার প্রোডাক্টস
      ইঞ্জিনিয়ারিং         - chem: A      -chem:12
                                  - math: B
                                  - phy: B

HSC তে তোমার যদি  Math না থাকে তাহলে নিম্নোক্ত বিষয় গুলো চয়েজ করতে পারবা না:
* পদার্থবিজ্ঞান
* গণিত
* রসায়ন
* পরিসংখ্যান
* ফলিত গণিত
* প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
* মৎস্য বিজ্ঞান
* জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
* ফার্মেসি
* ভূতত্ত্ব
* সমুদ্রবিজ্ঞান
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
* ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন এন্ড কেমি কৌশল
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
* ফলিত পরিসংখ্যান
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার ইঞ্জিনিয়ারিং
*  ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং

তুমি যদি ভর্তি পরীক্ষায় Math এর পরিবর্তে অন্য বিষয় উত্তর কর তাহলে যেসব ডিপার্টমেন্ট বা সাবজেক্ট চয়েজ করার জন্য ভর্তি পরীক্ষায় Math এ সর্বনিম্ন কোনো marks পেতে হয়, তুমি সেসব বিষয় চয়েজ হিসেবে দিতে পারবা না তোমার মেধাক্রম যতই হোক না কেন।

আর তুমি যদি ভর্তি পরীক্ষায় Math আন্সার না করো তাহলে নিম্নোক্ত বিষয়গুলো চয়েজ করতে পারবা না:-
* পদার্থ বিজ্ঞান
* গণিত
* পরিসংখ্যান
* ফলিত গণিত
* ভূতত্ত্ব
* সমুদ্রবিজ্ঞান
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
* ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন এন্ড কেমি কৌশল
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
* ফলিত পরিসংখ্যান
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

একইভাবে তুমি যদি ভর্তি পরীক্ষায় Biology এর পরিবর্তে অন্য বিষয় উত্তর কর তাহলে যেসব ডিপার্টমেন্ট বা সাবজেক্ট চয়েজ করার জন্য ভর্তি পরীক্ষায় Biology তে সর্বনিম্ন কোনো marks পেতে হয়, তুমি সেসব বিষয় চয়েজ হিসেবে দিতে পারবা না তোমার মেধাক্রম যতই হোক না কেন।
সুতরাং তুমি Math আন্সার না করলে নিম্নোক্ত বিষয়গুলো চয়েজ করতে পারবা না:-
* উদ্ভিদ বিজ্ঞান
* প্রাণীবিদ্যা
* প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
* অনুজীব বিজ্ঞান
* মৎস্য বিজ্ঞান
* জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
* ফার্মেসি
* সমুদ্র বিজ্ঞান
* পুষ্টি ও খাদ্যবিজ্ঞান

#বিভাগ_বন্টন:
সাবজেক্ট চয়েজ বা বিষয় পছন্দক্রম দেওয়ার পর প্রথম মেধাক্রম থেকে ক্রমান্বয়ে বিষয় দেওয়া হবে। তোমার মেধাক্রম আসা পর্যন্ত তোমার দেওয়া সাবজেক্ট চয়েজের অধিক প্রায়োরিটির (পছন্দক্রমের উপরের দিকের সাবজেক্ট) যে সাবজেক্টের সিট খালি থাকবে তোমাকে সে সাবিজেক্ট দেওয়া হবে।

#মাইগ্রেশন:
যদি তুমি প্রথমে সাবজেক্ট না পাও অথবা ক্তোনার দেয়া সাবজেক্ট চয়েজের কম প্রায়োটির (নিচের দিকের) সাবজেক্ট পাও তাহলে বেশি প্রায়োরিটির কোনো সাবজেক্টের সিট খালি হলে তোমাকে অধিক প্রায়োটির সাবজেক্ট দেওয়া হবে।***কিন্তু কোনোভাবেই তুমি অধিক প্রায়োরিটির সাবজেক্ট
থেকে কম প্রায়োরিটির সাবজেক্টে মাইগ্রেট হতে পারবা না অর্থাৎ তোমার দেওয়া সাবজেক্ট চয়েজের উপরের কোনো সাবজেক্ট পাওয়ার পর আরো উপরের দিকের সাবজেক্টে শিফট হতে পারো কিন্তু নিচের দিকের সাবজেক্টে শিফট হওয়া যাবে না।
এজন্য সাবজেক্ট চয়েজ বা বিষয় পছন্দক্রম দেওয়ার সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

(২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলোকে লিখিত)

                "যুদ্ধে কিন্তু যোদ্ধারাই জয়ী হয়"