Dream to BCS

Think positive, Be positive, Do positive

Physics এ GPA-5 পাবার সহজ উপায়:

কেউ যদি জিজ্ঞেস করে সায়েন্সের সাবজেক্টগুলার মধ্যে কোন সাবজেক্টে সহজে এ+ পাওয়া যায়? সেটা হচ্ছে ফিজিক্স! আবার সায়েন্সের সাবজেক্টগুলার মধ্যে সব থেকে কঠিন/ফেইল করে কোন সাবজেক্টে? সেটাও ফিজিক্স! তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা সহজ! ফিজিক্স যারা বুঝতে পারে তাদের কাছে সব থেকে মজাদার সাবজেক্ট। যারা বুঝে না তাদের কাছে ফিজিক্স হচ্ছে বিভীষিকাময়! ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা মূলত টেকনিক্যালি পড়তে হয়। টেকনিকটা কি? সেটা পরে বলছি। তার আগে আসি ফিজিক্সের ইম্পরট্যান্ট অধ্যায়গুলা নিয়ে...
অধ্যায়-২,৩,৪,৫,৬,১০ এই ছয়টা অধ্যায় ভালোভাবে পড়লে চোখ বুঝে রিটেনের ৫০ মার্কস লিখে দিয়ে আসতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অন্যগুলা আসবে না? আসবে। অধ্যায়-৯ আই মিন তরঙ্গ থেকেও একটা মাস্ট আসবে। যেহেতু এটা অনেক বড় অধ্যায় কারো আগে ভালোভাবে পড়া না থাকলে এখন এক্সাম টাইমে পড়ে মাথা নষ্ট না করাই ভালো। অধ্যায়-৭ থেকেও একটা সিওর আসবে। মূলত এগুলা থেকে মাস্ট আসবে। তবে অধ্যায় ২ থেকে ৬ এবং ১০ এই ছয়টা অধ্যায় মন দিয়ে পড়লেই রিটেনের জন্য এনাফ! কেউ এই ছয় অধ্যায়ের মধ্যে দুইটা অধ্যায় না পারলে ৭ আর ৯ অধ্যায় পড়তে পারো। আই মিন তোমাদের মত গুছিয়ে নিও। এখন কথা হচ্ছে এগুলা কি পড়বো? কীভাবে পড়বো? শুনো,ফিজিক্স মানেই ম্যাথ! ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি ইচ্ছে করলেই ৪৫+ মার্কস পেতে পারো। খুবই সহজ! কেনোনা,ফিজিক্সের গ,ঘ তে ম্যাক্সিমাম টাইমই ম্যাথ আসে। সুতরাং তুমি পারলেই ফুল নাম্বার! এখন আসি ইম্পরট্যান্ট টপিকসগুলা নিয়ে! যেহেতু ফিজিক্স মানেই ম্যাথ সুতরাং সবার আগে ম্যাথ নিয়ে ভাবতে হবে। ম্যাথ পারার আগে ইম্পরট্যান্ট টপিকসগুলা বুঝে সেই রিলেটেড ম্যাথ সলভ করা। ভাইয়া কোন ইম্পরট্যান্ট টপিকস আর ম্যাথগুলা করবো? সেগুলাই বলছি-
অধ্যায়-২:সামান্তরিক সূত্র,,ভেক্টর বিভাজন,নদী-স্রোত,বৃস্টি-ছাতা,কার্ল,ডাইভারজেন্স এই টপিকস&ম্যাথগুলা মোর দেন এনাফ!
অধ্যায়-৩: প্রাস,খরগোশ, কুকুর, দুরুত্ব বনাম সময়,বেগ বনাম সমীকরণ। মূলত এই টপকস&ম্যাথগুলাই এনাফ।
অধ্যায়-৪:ব্যাংকিং কোন,সংঘর্ষ,টর্ক,জড়তার ভ্রামক,কৈনিক ভরবেগ,লিফট। এই টপিকস& ম্যাথগুলা মোর দেন এনাফ!
অধ্যায়-৫: পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ,কর্মদক্ষতা,ইঞ্জিনের ক্ষমতা,কুয়ার ও ক্রেন রিলেটেড ম্যাথ। এগুলাই এনাফ।
অধ্যায়-৬: মুক্তিবেগ, অভিকর্ষ বল,মহাকর্ষীয় বিভব,প্রাবল্য,স্যাটেলাইট রিলেটেড ম্যাথগুলা মোর দেন এনাফ!
অধ্যায়-১০: আপেক্ষিক আদ্রতা,শিশীরাংক,বুদবুদ, আদর্ষ গ্যাসের বিভিন্ন সমীকরন আর এই রিলেটেড ম্যাথ গুলাই এনাফ।
অধ্যায় -৭,৯ থেকে দুইটা প্রশ্নও মাস্ট আসবে। তোমরা চাইলে ওগুলাও পড়তে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা তো বুঝলাম কিন্তু কীভাবে পড়বো? শুনো,ফিজিক্সে এ+ পাওয়া সব থেকে সহজ। জাস্ট একটু টেকনিক্যালি ভাবতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে অধ্যায়টা খুলবা। দেন ওই অধ্যায়ের টপিকসগুলা মাথা ঠান্ডা করে কিছু না বুঝলেও জাস্ট এক-দুইবার মন দিয়ে রিভিশন দিবা। আই মিন টপিকসের কাহিনী বুঝে নিবা। তোমার অধ্যায় শেষ!এখন কাজ হচ্ছে তুমি যেই টপিকসগুলা বুঝসো সেখান থেকে দেখবা কতগুলা সূত্র বের হচ্ছে! একটা অধ্যায় হাইয়েস্ট ৫-৬ টা ইম্পরট্যান্ট সূত্র থাকে সেই সূত্রগুলা একদম মুখস্থ রাখবে। কোনটা দিয়ে কি মিন করে সেটা বুঝে নিবে।যেমন ধরো,v=u+at,এখানে v দিয়ে শেষবেগ,u দিয়ে আদিবেগ,a দিয়ে ত্বরণ, t দিয়ে সময়। এরকম প্রত্যেকটা সূত্রের কোনটা দিয়ে কি বুঝিয়েছে সেটা বুঝে নিলেই তোমার অধ্যায় শেষ। এরপর তোমার কাজ হচ্ছে ম্যাথ প্র‍্যাক্টিস করা। ম্যাথ কোথায় থেকে করবো? বেশি দূর যাওয়া লাগবে না।তোমার অধ্যায়ের ভিতর দেখবা উদাহরনের ম্যাথ আছে সেগুলা করলেই এনাফ।কেনোনা এগুলা থেকে হুবহু প্রশ্নে তুলে দেয়।তারপর অনুশীলনী কিংবা টপ ৪/৫ টা কলেজের টেস্টের প্রশ্নটা প্র‍্যাক্টিস করো।দেখবা সব পারতেছো।ট্রাষ্ট মি সব পারতেছো। ফিজিক্স খুবই সহজ ভাইয়া। জাস্ট টপিকসটা বুঝবা। ইম্পরট্যান্ট ৫-৬ টা সূত্র মূখস্থ করবা, দেন ম্যাথ প্র‍্যাক্টিস করবা। তোমার অধ্যায় শেষ!এই হচ্ছে ফিজিক্স! একটা অধ্যায় ভালোভাবে শেষ করতে হাইয়েস্ট ৩-৪ ঘন্টা লাগে। আর উপরের যেই টপিকসগুলা দিয়েছি সেগুলার ম্যাথ মাস্ট সলভ করবা। বইতেই আছে। দুয়েকটা মিস গেলে টেস্ট পেপারে সিওর পাবা। এভাবে পড়লে ফিজিক্সে ভালো করবেই। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা কখন পড়বো? খুব সহজ! প্রথমে মাত্র ছয়টা অধ্যায় ভালোভাবে পড়তে বলেছি।
আজকে সব থেকে সহজ অধ্যায়টা ভেক্টর পড়ো। বাকি থাকে কয়টা অধ্যায়? ৫ টা?
কাল সকাল ঘুম থেকে উঠে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত অধ্যায়-৩ পড়বা। দেন এক ঘন্টা রেস্ট! ১১-২টা পর্যন্ত অধ্যায় ৪পড়বা। দেন দুপুর থেকে সন্ধ্যা আড্ডা,ফেবু,ঘুম যা ইচ্ছা তাই করো! সন্ধ্যা ৭ টা থেকে ১০ টা অধ্যায়-৫ পড়বা। দেন ডিনার+রেস্ট নিয়ে আবার ১১ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত যেই চারটা অধ্যায় শেষ করেছো টেস্ট পেপার খুলে এগুলার মচক প্র‍্যাক্টিস করো। দেন ফেবু /ঘুম যা ইচ্ছা করো। পরেরদিন সকাল ৭ টা থেকে ১০টা অধ্যায় -৬ পড়বা। তারপর আধাঘন্টা রেস্ট দিয়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত অধ্যায় ১০ পড়বা। তোমার ফিজিক্স অলরেডি শেষ! দুপুর থেকে সন্ধ্যায় ফেবু,আড্ডা,ঘুম যা ইচ্ছা তাই করো। সন্ধ্যা থেকে গত ২ দিন যা পড়ছো এগুলা আবার রিভিশন দাও! এগুলার মচক প্র‍্যাক্টিস করো।এখন কথা হচ্ছে মচক কীভাবে পারবো? শুনো,ফিজিক্সের মচক মূলত টপিকস বুঝলেই দেখবা সবগুলা পারতেছো। মচকেও দেখবা সব সূত্র রিলেটেড ম্যাথ আসে। অর্থাৎ সূত্র আর ম্যাথ পারলেই তুমি ফিজিক্সের বসস! পরিশেষে এটাই বলবো তোমরা ফিজিক্সকে যতটা কঠিন/ভয় পাও! আসলে এটাই সব থেকে সহজ আর মজাদার! এটাতে খুব সহজেই এ+ উঠানো যায়! কোনো টেনশন করবা না। জাস্ট পুরো অধ্যায় একবার পড়ো আর বইয়ের ভিতরের ম্যাথগুলা সলভ করো। আই মিন টপিকস রিলেটেড ম্যাথ। এনাফ!
কিছু না বুঝলে Arman,আইমিন এই ভাইয়াকেও আস্ক করতে পারো,হসচের টাইমে মাত্র একদিনে রোবটের মত ফুল ফিজিক্স বই শেষ করেছিলো! জাবিতেও সেই ফিজিক্স,সাস্টেও সেই ফিজিক্স! 😂
যাইহোক, মন দিয়ে ভালোভাবে পড়াশুনা করো।
দুইটাদিন অফ আছে। এই দুইদিন কষ্ট করে ফিজিক্সটা এভাবে পড়ো। ফিজিক্সে ভালো করবেই।
এক্সাম ভালো হবেই।