Dream to BCS

Think positive, Be positive, Do positive

সফলতার সূর্য তুমিও দেখবে


★____সফলতার সূর্য তুমি দেখবে★____
-
যারা এডমিশন দিবে সবাই একবার করে কষ্ট করে পড়ে নিবে।আশা করি অনুপ্রাণিত হবে।
স্কুল,কলেজে ইংরেজিতে খরাপ করা ছেলেটি আজ দেশের ভাল ইংরেজি পত্রিকার কালামিস্ট। কি ভাবতেছ,তাহলে আমি ও তো ইংরেজিতে অনেক বার খারাপ নাম্বার পেয়েছি তাহলে আমি ও তো কলামিস্ট হব?? সবচেয়ে কম জিপিএ পাওয়া ছেলেটা আজ ভার্সিটি এডমিশন পরীক্ষায় হাজার হাজার জিপিএ পাচঁ পাওয়াদের সাথে লড়াই করে ভার্সিটি পরীক্ষায় ফাস্ট হয়ে বসে আছে।কি ভাবতেছ যে,আমার ও তো জিপিএ কম, তাহলে আমি ও পারব ফাস্ট হতে?? স্কুলে ব্যাক বেন্চার মেয়েটি আজ গুগুলে জব করছে। কি ভবতেছ,আমি কেন পারবো না আমি ও তো ব্যাক বেন্চের মেয়ে।
হ্যাঁলো ডিয়ারস,হ্যাঁ আপনাকেই বলছি,শুনুন যে, ছেলেটি ইংরেজিতে খারাপ করে আজ দেশের সুনামধন্য পত্রিকার কলামিস্ট সে,ইংরেজিতে খারাপ করার পর নিজেকে নিজের সাথে চেলেন্জ করেছে।দাঁতে দাঁত চেপে জিদ ধরে পরিশ্রম করেছে বলে সে আজ সেরা কলামিস্ট তা ও আবার ইংরেজি পত্রিকার।ইংরেজিতে খারাপ তো হাজার হাজার মানুষ করে কিন্তু কত জন কলামিস্ট হতে পারে।
তাই কোন কিছুতে কেউ খারাপ করে আজ সে ভাল পজিশনে আছে এটা দেখে অনুপ্রাণিত হয়ে নিজেকে এমনভাবে গড়ে তুল যেন, তুমি খারাপ করার পর যারা তোমাকে কথা শুনিয়াছে তাদের জবাব দিতে পার।
কম জিপিএ পাওয়া যে,ছেলেটি আজ ভার্সিটি পরীক্ষায় ফাস্ট হয়ে বসে আছে তাকে অনুসরণ না করে বরং কিভাবে সে কম জিপিএ নিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজেকে আজকের অবস্থানে নিয়ে গিয়েছে তার কারনটাকে অনুসরণ কর।তার পরিশ্রমকে অনুসরণ কর কিভাবে সে দিনের পর দিন অধম্য পরিশ্রম করে তার স্বপ্নকে ছুঁতে পেরেছ তা অনুসরণ কর।
কোথায় চাকরি না পাওয়া ছেলেটি আজ শত শত ছেলের ইন্টার্ভিউ নিচ্ছে। যে ছেলেটাকে নিয়ে সবাই আাশা ছেড়ে দিয়েছিল সে আজ শত শত মানুষকে আাশার বানি শুনায়।সে কিভাবে বার বার ব্যর্থ হবার পর ঘুরে দাঁড়িয়েছে তা অনুসরণ কর।
কারও ট্রেজেডির সাথে নিজেকে তুলনা না করে আজ থেকে কাজে লেগে যাও।যে তুমি ভাবছ যে, পরীক্ষা শেষ হলে কয়েক সপ্তাহ একটু ঘুরে, একটু রিলেক্স নিয়ে পড়তে বসব, কিন্তু ঠিক তোমার অপর পান্তে বসে তোমারি সহপাঠি,সেই ইন্টার ফাস্ট ইয়ার থেকে প্রিপারেশন নিয়ে বসে আছে।এখন সিদ্ধান্ত তোমার তুমি কি করছে?
শুধু একটু ধীর মনোবল নিয়ে সামনে এগিয়ে যাও।পুকুর পাড়ে বসে বড়সি নিয়ে বসে থাকলে শুধু চুনোপুঁটি মাছ ধরতে পারবে, বোয়ালকে ধরতে হলে যে, তোমাকে হাটু পানিতে, দরকার হলে কোমর পানিতে নামতে হবে।আর ভার্সিটি এডমিশনটা ও ঠিক তারি মত।তোমাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ভার্সিটি নামক বেয়ালকে ছিনিয়ে আনতে হবে।
তুমি পারবে ছিনিয়ে আনতে,শুধু এই আত্ববিশ্বাসটুকু রাখ তাহলেই ইনশাআল্লাহ তুমি সফলতার সূর্যকে ছিনিয়ে আনতে পারবে।
আজ এইপর্যন্ত কথা হবে, অন্যকোন দিন, অন্য কোন টপিক নিয়ে।ভাল থাক এবং বাকী পরীক্ষাগুলোর জন্য শুভ কামনা রইল।