Dream to BCS

Think positive, Be positive, Do positive

জব বনাম ক্যারিয়ার


জব বনাম ক্যারিয়ার
-------------------------------------------
বেকার থাকা অবস্থায় যেকোন একটা জব পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই আমরা সবাই। কিন্তু জব পাওয়ার কিছুদিন পর দেখা যায় অনেকেই জব নিয়ে সন্তুষ্ট নন। ফলে জব ছেড়ে দিয়ে অন্য জবে যোগদান করেন। কেউ কেউ আবার দুই তিনটা জব পরিবর্তনও করে ফেলেন। তাতেও সন্তুষ্ট হতে পারেন না। ভাবেন তো, নব্বইয়ের দশকে যে জবগুলোর চাহিদা ছিল সবচাইতে বেশি এখনও কি সেই জবগুলোর তেমন চাহিদা আছে? না, নাই। ২০৩০ সালে যে জবের চাহিদা থাকবে আকাশচুম্বী, সে জবগুলো হয়তো আজ অস্তিত্বহীন! মানুষের চাহিদা যেমন পাল্টাচ্ছে, প্রতি বছর তেমনি নতুন নতুন পদ সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সবারই জব ও ক্যারিয়ার সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।
জীবিকার তাগিদে টাকা উপার্জনের জন্য নিয়মিত কাজের অংশ হিসেবে মানুষ যে শারীরিক ও মানসিক পরিশ্রম করে সেটাই জব। কাজ করার জন্য এখানে তেমন কোন পড়ালেখা ও দক্ষতার প্রয়োজন পড়ে না। অধিকাংশ তরুন যুবকেরা তাঁদের একাডেমিক পড়ালেখা শেষে অভিজ্ঞতা অর্জন ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাড়াহুড়ো করে জবে যোগদান করেন। জবে কাজ করার জন্য নির্দিষ্ট সময় থাকে এবং কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয়। জব হচ্ছে একটা ট্রিপ (Trip)। অধিকতর গতিশীল না বলে জবে উপরের ধাপে পৌছার সম্ভাবনা ক্ষীণ। স্বপ্ন বাস্তবায়ন করার কোন সুযোগ নেই। যেহেতু শুধু জীবিকার সাথে জড়িত তাই জীবিকার তাগিদ শেষ হয়ে গেলে অনেকেই আর জব করেন না অথবা অন্য কোন ভালো সুযোগ পেলে জব ছেড়ে চলে যান।
ক্যারিয়ার শুধু জীবিকার জন্য টাকা উপার্জন করাকেই বুঝায় না, এটা টাকা উপার্জন করার থেকে অনেক বেশি কিছু। ক্যারিয়ার একটা জার্নি, একটা লাইফস্টাইল, যেখানে ব্যক্তি তাঁর জ্ঞান, দক্ষতা, শিক্ষা ইত্যাদি কাজে লাগায়। ব্যক্তি যা করতে ভালোবাসে, যে জিনিসের প্রতি তাঁর প্রবল আগ্রহ, যাতে তাঁর আবেগ-অনুভূতি জড়িত, যার জন্য ঝুকি নিতেও কুন্ঠাবোধ করে না, যার মধ্যে নিজেকে খুঁজে পায় তাই ক্যারিয়ার। কেউ যখন ক্যারিয়ার নিয়ে ভাবে তখন টাকার চেয়ে কাজের প্রতি মনোযোগ থাকে বেশি। তখন নতুন নতুন বিষয় শিখতে ভালো লাগে, কী করলে দেশ ও দশের উপকার হবে সেটা নিয়ে গবেষণা করতে ইচ্ছা করে। ব্যবসা করা, ফটোগ্রাফি করাও ক্যারিয়ার। ব্যক্তি তাঁর জীবনে যতগুলো জব করে তাঁর সমষ্টি হলো ক্যারিয়ার।
মোটকথা, মানুষ জীবিকার জন্য ঠেলায় পড়ে জব করে। আর জীবিকার পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হলো ক্যারিয়ার।
-
সৈকত তালুকদার
৩৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত