Dream to BCS

Think positive, Be positive, Do positive

বিমসটেক/BIMSTEC সম্পর্কে বিস্তারিত আলোচনা

বিমসটেক/BIMSTEC
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিম্সটেক)
******************************************
সদস্যপদঃ
-------------
বাংলাদেশ/ ভুটান/ মায়ানমার/ ভারত /নেপাল
/শ্রীলংকা /থাইল্যান্ড
সভাপতিঃ
------------
নেপাল
(২০১৪ সালের ৪ মার্চ থেকে)
সংস্থাপনঃ
-------------
জুন ৬, ১৯৯৭
ইতিহাসঃ
-------------
১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অাদ্যাক্ষর অন্যযায়ী এই জোটের নাম দেয়া হয় - BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation)
প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ন সদস্য হিসেব গ্রহন করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়। ১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভূটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।
২০০৪ সালের ৩১ জুলাই, সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে, নেতৃবৃন্দ সংগঠনটির নাম পরিবর্তনের পক্ষে মত দেন। এবং সংগঠনটির পরিবর্তীত নাম টি দাঁড়ায় - BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation.
******************************************
সদর দপ্তর:
--------------
বিমসটেক এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত এবং ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন।
************************************
উদ্দেশ্যঃ
-------------
বিমসটেক এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগীতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ আরো অনেকগুলো ক্ষেত্র বিমসটেক এর মূল উদ্দেশ্যভুক্ত।
*******************************************
কার্য্যক্ষেত্রঃ
--------------
বিমসটেক আঞ্চলিক সহযোগীতার জন্য ১৪ টি ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারন করেছে। এর মধ্যে ৬টি ঢাকায় অনুষ্ঠিত ১৯৯৮ সালের ১৯ নভেম্বরের ২য় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নির্ধারন করা হয়। বিমসটেক এর অগ্রাধিকার ক্ষেত্র গুলো নিম্ন রুপ :
→ বাংলাদেশের প্রধান ভুমিকায় ব্যবসা ও বাণিজ্য খাতে সহযোগিতা।
→ ভারতের মূখ্য ভুমিকায় পরিবহন ও যোগাযোগ খাতে সহযোগিতা।
→ প্রাকৃতিক সম্পদ (Energy) খাতের সহযোগিতায়, মায়ানমার।
→ পর্যটন খাতের সহযোগিতায়, ভারত।
→ প্রযুক্তি খাতে, শ্রীলংকা।
→ মৎস সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে, থাইল্যান্ড।

২০০৫ সালের মন্ত্রী পর্যায়ের ৮ম বৈঠকে কতিপয় নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করা হয়। অগ্রাধিকার ক্ষেত্র গুলো ৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৪ টি তে দাঁড়ায়। এই পরবর্তী ৮ টি খাতের প্রথম ৭ টি ২০০৪ সালের বিমসটেক প্রথম শীর্ষ সম্মেলন আলোচিত হয়।

→ কৃষি খাতে সহযোগীতা, মায়ানমারের প্রধান ভুমিকায়।
→ জনস্বাস্থ্য, থাইল্যান্ড,
→ দারিদ্র্য দূরীকরণ, নেপাল,
→ সন্ত্রাস প্রতিরোধ (Counter Terrorism) ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা, ভারত,
→ পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ভারত,
→ সংস্কৃতি, ভূটান
→ জনসংযোগ / বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আন্তঃ যোগাযোগ, থাইল্যান্ড
→ জলবায়ু পরিবর্তন এর ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে।
******************************************
সভাপতিত্বঃ
---------------
বিমসটেক সভাপতি নির্ধারনের ক্ষেত্রে সদস্য দেশগুলোর নামের অাদ্যাক্ষরের অগ্রক্রম নীতি অনুসরন করে। তাই, বিমসটেকের সভাপতিত্ব পর্যায়ক্রমিকভাবে আরম্ভ হয় বাংলাদেশ কে দিয়ে। বাংলাদেশ ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত বিমসটেকের সভাপতিত্ব করে। এর পর ভারত ২০০০ সালে, মায়ানমার (২০০১-২০০২), শ্রীলংকা (২০০২-২০০৩), থাইল্যান্ড (২০০৩-২০০৫), বাংলাদেশ (২০০৫-২০০৬)। এর মধ্যে ভুটান সভাপতিত্ব করা হতে স্বেচ্ছায় নিবৃত থাকে। তারপর পর্যায়ক্রমে আবারো ভারত (২০০৬-২০০৯) বিমসটেক এর সভাপতিত্ব করে। ২০০৯ সালে মায়ানমার ১২ তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে পুনরায় সভাপতিত্ব গ্রহন করে এবং ২০১১ সালের ১৩ তম মন্ত্রী পর্যায়ের বৈঠক পর্যন্ত সভাপতিত্বের দায়িত্ব পালন করে। এরপর আনুষ্ঠানিক ভাবে নেপাল ২০১৪ সালের ৪ মার্চ নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করে।
শ্রীলংকার নাগরিক সুমিত নাকান্ডালা বিমসটেক এর প্রথম সেক্রেটারি জেনারেল।
-----------------------------------------------------
বিমসটেক সম্মেলন সমূহঃ
---------------------------------
১ম -----জুলাই ২০০৪, থাইল্যান্ড(ব্যাংকক)
২য়-----নভেম্বর ২০০৮, ভারত(নয়াদিল্লী)
৩য়----মার্চ ২০১৪ , মায়ানমার (নেপিদো)
৪র্থ----জুলাই ২০১৭ , নেপাল(কাঠমুন্ডু)