Dream to BCS

Think positive, Be positive, Do positive

ইসরাইল - ফিলিস্তিন সংকট

ইসরাইল -ফিলিস্তিন সংকট
(বিবিসি রয়টার্স হতে পরিমার্জিত)
--------------------------------------------------
ভূমিকাঃ
-----------
গত বছর ডিসেম্বরে ফিলিস্তিন-ইসরায়
েল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিশ্ব সম্প্রদায়কে ভাবিয়ে তুলেছে। বিগত ১৫ ফেব্রুয়ারি,২০১৭ তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠক শেষ সংবাদ সম্মেলনে দেশ দুটির মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা অনেকটা নাকচ করে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিন- দুটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বিশ্ব শক্তিগুলো। ট্রাম্পের বক্তব্যে সেই নীতিতে পরিবর্তনের আভাস পাওয়া গেল।
এদিকে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্লেষকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে- যদি দ্বি-রাষ্ট্রীয় সমাধান না হয় তবে ওই আরব ভূখণ্ডটিতে শান্তি প্রতিষ্ঠায় বিকল্প কী পদক্ষেপ নেয়া যেতে পারে।
*****************************************
ইতিহাসঃ
------------
ফিলিস্তিন-ইসরায়েল ভূখণ্ডগত সমস্যাটি বোঝার আগে সাম্প্রতিক অতীতের কিছু বিষয়ে নজর দেয়া আবশ্যক।
মূলত একই ভূখণ্ডকে কেন্দ্র করে এবং একই সময়ে আরব জাতীয়তাবাদ ও ইহুদি জাতীয়তাবাদের উত্থান ঘটে। দুই জাতির লোকই বর্তমান বিরোধপূর্ণ ভূখণ্ডটি নিজেদের বলে দাবি করে। তখনই প্রশ্ন ওঠে একটি ন্যায্য সমাধানের। দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমেই সমাধান খুঁজতে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়।
১৯২১ সালে ফিলিস্তিন ভূখণ্ড থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয় ট্রান্সজর্দান। এই ট্রান্সজর্দানেরই বর্তমান নাম জর্দান। আর তখন ফিলিস্তিন বলতে বুঝানো হতো বর্তমান ইসরায়েল, পশ্চিমতীর এবং গাজা ভূখণ্ডকে। ১৯৪৭ সালে হঠাৎ করেই একটি প্রস্তাবনা পাস করে জাতিসংঘ। এতে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিতীয়বার বিভাজনের কথা বলা হয়। জর্দান নদীর পূর্ব ও পশ্চিম তীরকে কেন্দ্র করে এই বিভাজন পরিকল্পনা করা হয়।
প্রস্তাবনায় বলা হয়, দুই ভূখণ্ডের যে অংশে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আর যেখানে ফিলিস্তিনি আরবদের সংখ্যাগরিষ্ঠতা সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তবে তখন এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করে আরবরা। তাদের অভিযোগ ছিল, ইউরোপ থেকে ইহুদিদের এনে আরব ভূখণ্ডে পুনর্বাসিত করে ফিলিস্তিন ভূখণ্ডের একটি অংশে তাদের সংখ্যাগরিষ্ঠে পরিণত করা হয়েছে।
এ নিয়ে ১৯৪৮ সালে হয় আরব-ইসরায়েল যুদ্ধ। পশ্চিমতীর দখল করে নেয় জর্দান এবং গাজার নিয়ন্ত্রণ চলে যায় মিসরের হাতে। ১৯৬৭ সালে আরবদের সঙ্গে আরেকটি যুদ্ধ হয় ইহুদিদের। ছয়দিনের ওই যুদ্ধে আরবরা পরাজিত হয়। জর্দানেরও পরাজয় ঘটে এবং ইসরায়েল পশ্চিমতীর দখল করে নেয়। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য হয় মিসরও।
এ সময় ইসরায়েলের বামপন্থিরা শান্তি রক্ষায় পশ্চিমতীরকে জর্দানের কাছে ফিরিয়ে দেয়ার দাবি তোলে। এরই মধ্যে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনি জাতীয়তাবাদ এবং মেনাখেম বেগিনের অধীনে ইসরায়েলে কট্টরপন্থার উদ্ভব ঘটে। এক পক্ষের দাবি ছিল, বৃহত্তর ইসরায়েল এবং অপরপক্ষের দাবি ছিল, বৃহত্তর ফিলিস্তিন। কেউই দুই রাষ্ট্র সমাধানের পক্ষে ছিল না।
পশ্চিমতীর ইসরায়েলের অধীনে রাখার পক্ষে দেশটির কট্টরপন্থিদের যুক্তি ছিল জাতীয়তাবাদ এবং ধর্মীয় কারণ। ইহুদি ধর্মের ওপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন তারা।
******************************************
সমাধানের বিভিন্ন রূপ
দুই রাষ্ট্র সমাধানঃ
----------------------
১৯৭৪ সাল থেকে অবশ্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে হাঁটতে শুরু করেন ইয়াসির আরাফাত। ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে অসলো শান্তি চুক্তির পরে পশ্চিমতীর এবং গাজা উপত্যকায় ‘প্যালেস্টিনিয়ান অথরিটি’ (ফিলিস্তিন কর্তৃপক্ষ) প্রতিষ্ঠা করেন তিনি।
পরবর্তী ইসরায়েলি প্রধানমন্ত্রী- এহুদ বারাক, অ্যারিয়েল শ্যারন, এহুদ ওলমার্ট এবং বেনইয়ামিন নেতানিয়াহু- সবাই ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাটি মেনে নিয়েছেন বলে জানান। তবে এই সময়ে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনের কাজও চলতে থাকে।
ইয়াসির আরাফাত এবং তার উত্তরসূরী মাহমুদ আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রের কথা প্রচার করলেও কার্যত এটা কখনোই বাস্তব রূপ পায়নি। ২০০৯ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনের কথা ঘোষণা করেন নেতানিয়াহু। কিন্তু আদর্শগত ও নিরাপত্তা সংক্রান্ত কারণে কোনো ডানপন্থি ইসরায়েলি সরকারই এ ধরনের একটি রাষ্ট্রের উত্থান মেনে নেবে না।
এদিকে ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ চলে যায় ইসলামপন্থি সংগঠন হামাসের হাতে। স্থানীয় নির্বাচনে দলটির কাছে পরাজিত হয় ফাতাহ। এতে আবারো দুইভাগে ভাগ হয়ে পড়ে প্যালিস্টিনিয়ান অথরিটি। পশ্চিমতীরের নিয়ন্ত্রণ থেকে যায় জাতীয়তাবাদীদের হাতে আর গাজার নিয়ন্ত্রণ চলে যায় ইসলামপন্থি হামাসের কাছে।
ফিলিস্তিনের জাতীয়তাবাদীরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ব্যাপারে রাজি হলেও এ ব্যাপারে ইসলামপন্থিদের কাছ থেকে সুস্পষ্ট কোনো বিবৃতি আসেনি। তবে তাদের আপত্তিকে ধর্মীয় বলেই মনে করা হয়। ভূমধ্যসাগর থেকে জর্দান নদী পর্যন্ত পুরো ভূখণ্ড ইসলামি শাসনের অধীনে থাকা উচিত বলে মনে করে ইসলামপন্থিরা।
******************************************
এক রাষ্ট্র সমাধানঃ
------------------------
বর্তমানে পশ্চিমতীরে বসবাসকারী ৪ লাখ ইহুদি- যারা পরে বসতি স্থাপন করেছে, তারা স্বেচ্ছায় ওই ভূখণ্ড ছেড়ে যেমন চলে যাবে না তেমনি তাদের জোর করে উচ্ছেদও সম্ভব নয়- এই নীতির ওপর ভিত্তি করে এক রাষ্ট্র সমাধানের কথা বলা হয়। ইসরায়েলের কট্টর বামপন্থিরা এটাকে সবচে ভালো সমাধান বলে মনে করে। তবে ইসরায়েলি ডানপন্থিরা মনে করে, এটা হলে কয়েক বছরের মধ্যে পশ্চিমতীর এবং গাজায় ও ইসরায়েলি ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি আরবদের সংখ্যা ইহুদিদের ছাড়িয়ে যাবে।
**রাষ্ট্রবিহীন এক ভূখণ্ডের নিয়ন্ত্রণ পেয়েছিলেন ইয়াসির আরাফাত**
আরবদের জনসংখ্যা বৃদ্ধির হার ইহুদিদের চেয়ে বেশি হওয়ায় এক সময় আরব ভোটার বেড়ে যাবে। আর এটা হওয়া মানে ইহুদিদের স্বায়ত্তশাসনের সমাপ্তি। তাছাড়া সোভিয়েত ইউনিয়ন এবং যুগোস্লাভিয়ার পতনের পর জাতীয়তাবাদের শক্তি আরো একবার প্রমাণিত হয়েছে। এজন্য অনেকে মনে করেন, এক রাষ্ট্র সমাধান শুধু তাত্ত্বিকভাবেই যৌক্তিক। শেষ পর্যন্ত ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে শত্রুতা একটি দুঃসহ অবস্থা সৃষ্টি করবে।
********************************************
ত্রি-রাষ্ট্রীয় কনফেডারেশনঃ
----------------------------------
১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিন, জর্দান এবং ইসরায়েলের মধ্যে একটি কনফেডারেশনের বিতর্ক চলে আসছে। সাবেক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্র
ী আব্বা এবান অনেকটা বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের আর্থ-রাজনৈতিক সংস্থা ‘বেনেলাক্স’র মতো একটি ইউনিয়ন দাঁড় করতে চেয়েছিলেন। ছয়দিনের যুদ্ধ শেষে দেশটির লেবার পার্টি সরকার ‘অ্যালন প্ল্যান’ নামের একটি পরিকল্পনা হাতে নেয়। এতে বলা হয়, পশ্চিমতীরকে ইসরায়েল এবং জর্দানের মধ্যে ভাগ করে দেয়া হবে এবং বাকি অংশ ফিলিস্তিনিদের হাতে থাকবে। সত্তরের দশকে অবশ্য ফিলিস্তিনি জাতীয়তাবাদের উত্থানে এই ধারণা পরিত্যক্ত হয়। তখন থেকে জর্দান এবং মিসরও পশ্চিমতীর ও গাজার ব্যাপারে আগ্রহ আর দেখায়নি।
*******************************************
স্বায়ত্তশাসনঃ
-----------------
১৯৭৭ সালে ক্ষমতায় আসার পর সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন পশ্চিমতীর ও গাজার প্রশাসনিক স্বায়ত্তশাসনের প্রস্তাব করেন। এতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে ইসরায়েল। অসলো শান্তি চুক্তিতেও সীমিত স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে। তবে উভয়পক্ষই মনে করে, এটি একটি অন্তর্বর্তীকালীন সমাধান।
********************************************
উপসংহারঃ
-----------------
ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা নিরসনে এ পর্যন্ত যত প্রস্তাবনাই দেয়া হয়েছে কোনোটাই কার্যকর করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে শান্তি আনতে কী বিকল্প থাকতে পারে এ নিয়েও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত পরিকল্পনা দাঁড় করানো যায়নি।
আপাতত বিষয়টি নিয়তির উপর ছেড়ে দেয়া ছাড়া কিছুই করার নেই নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের।