Dream to BCS

Think positive, Be positive, Do positive

একনজরে ব্রিটিশ শাসনের ১৪ জন লর্ড

🔰একনজরে ব্রিটিশ শাসনের ১৪ জন লর্ড👮
🔘⭕🔘⭕🔘⭕🔘⭕🔘⭕🔘⭕🔘⭕🔘
-
👮লর্ড ওয়ারেন হেস্টিংস(১৭৭৩-১৭৮৫)👮
✍ভারতের প্রথম গভর্নর জেনারেল।
✍উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন।
✍পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
✍দ্বৈত শ্বাসন ব্যবস্থা রহিত করেন।
✍রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।
-
👮লর্ড কর্নওয়ালিস(১৭৮৫-১৭৯৩)👮
✍চিরস্থায়ী বন্দোবস্ত করেন।
✍ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।
✍দশসালা বন্দোবস্ত চালু করেন।
✍সূর্যাস্ত আইন পাস/প্রণয়ন করেন।
-
👮লর্ড ওয়েলেসলি(১৭৯৩-১৮০৫)👮
✍অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
-
👮লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক(১৮০৫-১৮৩৫)👮
✍সতিদাহ প্রথা রহিত করেন।
✍ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন।
-
👮লর্ড ডালহৌসী(১৮৩৫-১৮৫৬)👮
✍বিধবা বিবাহ আইন পাস করেন।
✍সত্ত্ব বিলোপ নীতী প্রয়োগ করেন।
✍উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন।
-
👮লর্ড ক্যানিং(১৮৫৬-১৮৬২)👮
✍উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।
✍পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।
-
👮লর্ড মেয়োর(১৮৬২-১৮৭২)👮
✍ভারতবর্ষে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি চালু করেন।
-
👮লর্ড লিটন(১৮৭২-১৮৮০)👮
✍অস্ত্র আইন পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন।
✍সংবাদপত্র আইন পাস করেন।
-
👮লর্ড রিপন(১৮৭৬-১৮৮০)👮
✍সংবাদপত্র আইন রহিত করেন।
✍হান্টার কমিশন গঠন করেন।
✍ইলবার্ট বিল প্রণয়ন করেন।
✍বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।
✍ফ্যাক্টরী আইন পাস করেন।
-
👮লর্ড কার্জন(১৮৯৯-১৯০৫)👮
✍বঙ্গভঙ্গ করেন।
✍কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার #ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।
-
👮লর্ড মিন্টো(১৯০৫-১৯১০)👮
✍মর্লি-মিন্টো আইন প্রবর্তন করেন।
-
👮লর্ড হার্ডিঞ্জ(১৯১০-১৯১৬)👮
✍বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন।
✍ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।
-
👮লর্ড চেমসফোর্ড(১৯১৬-১৯২১)👮
✍মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন।
-
👮লর্ড মাউন্টব্যাটেন(১৯২১-১৯৪৭)👮
✍ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট।