Dream to BCS

Think positive, Be positive, Do positive

সফলদের ভাইভা অভিজ্ঞতাঃ ০২

সফলদের বিসিএস ভাইভা অভিজ্ঞতা
-
বোর্ডঃ মোখলেছুর রহমান স্যার। 
তারিখঃ ০৮/০৫/১৭
বিষয়ঃ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
পছন্দক্রমঃ পুলিশ, প্রশাসন, অডিট, ট্যাক্স......শিক্ষা
-
১৫ জনের মধ্যে ১২ তম ব্যক্তি, জন্ডিসে এম্নিতেই কুপোকাত অবস্থা, তার উপর রাতে ঘুম হয়নি, অপেক্ষা করতে করতে অলরেডি ঘুমাইও গিয়েছিলাম কয়েকবার।
যাইহোক ধুরুধুরু বুকে আর ঘুমঘুম চোখে ভেতরে ঢুকে সালাম দিলাম। অনুমুতি দেওয়ার পর বসে পড়লাম। 
মোখলেছ স্যার সবাইকেই সংবিধান থেকে ধরছিল। বাইরে আলাপচারিতার মধ্যে আমার কেন জানি বারবার ১৫০ নং অনুচ্ছেদ টা মাথায় আসছিল। শিরোনাম টা ভালোভাবে মনে থাকলেও ভেতরের লেখাগুলো ভালোভাবে মনে পড়ছিলনা। কয়েকজনকে জিজ্ঞাস করেও উত্তর পেলাম না। কারোই ভেতরের লেখা ভালোভাবে মনে নাই। আর সেখানে কোনরকম বই খাতা নিয়ে যাওয়াও নিষেধ। 
ভেতরের ঢুকার পর প্রথম প্রশ্নটাই ছিল ১৫০ নং অনুচ্ছেদ।
-
চেয়ারম্যান_স্যারঃ
১আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ণ থেকে পাস করেছেন, মাস্টার্স এর রেসাল্ট হয়েছে? 
জ্বী স্যার।
২. রেসাল্ট কী?
রেসাল্ট শুনে রেসাল্ট তো বেশ ভালো বলে পুরা ভাইভায় সাবজেক্ট থেকে আর কোন প্রশ্নই ধরলনা, যদিও বোথ ক্যাডারে ভাইভা ছিল।

৩. আচ্ছা বলুন তো সংবিধানের ১৫০ নং অনুচ্ছেদে কী আছে?
বললাম।
২. ক্রান্তিকালীন সময় বলতে কী বুঝানো হয়েছে? 
বললাম।৭ মার্চ নাকি ২৬ মার্চ এটা নিয়ে কিছুক্ষণ পেঁচাল।
৩. সংবিধানে শহর ও গ্রামের বৈষম্য দূরীকরণ নিয়ে কোথায় বলা আছে?
বললাম।
৪. ভেতরে কী লেখা আছে? 
বললাম। কিন্তু যোগাযোগের জায়গায় রাস্তাঘাট বলাতে একটু পেঁচাল। 
৫. আপনার ফার্স্ট চয়েচ তো পুলিশ, বলেনতো পুলিশ আদালতে সাক্ষী দিতে পারে কিনা?
কিছুক্ষণ ভেবে মনে পড়ল বাংলা সিনেমায় জসিমকে অনেকবার মাথার টুপি খুলে সাক্ষী দিতে দেখেছি। বললাম জ্বী স্যার পারে । স্যার খুব সুন্দর হাসিমুখে উত্তর দিল না আদলত পুলিশের সাক্ষ গ্রহণ করেনা। 😷
-
এক্সটারনাল_১ঃ
১. বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কিছু বল।
বললাম। 
২. মুহুরির চর কোথায়, এটা নিয়ে কী সমস্যা? 
বললাম, তাও কিছুক্ষণ পেঁচাল এটা নিয়া
৩. বাংলেদেশের সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে রায় দেয় কোন কোন সংগঠন। বাংলাদেশ কতটুকু পায়?
বললাম।
৪. উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কিছু বল। কী কারণে উত্তেজনা?
বললাম। কিন্তু স্যার মনে হল সন্তুষ্ট হলেন না।
৫. উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কী গালী দিয়েছে??
মেজাজ খুব খারাপ হইল। মনে মনে আমিই তখন স্যারেরে গাইল্লাইতেসি। ফরেন চয়েচেই দিলাম না, আর তুমি মিয়া সব দেশের পররাষ্ট্র সম্পর্ক আমারেই জিগাইতেছ, ফরেন চয়েচের কাউকে না পাইয়া আমার উপর দিয়াই জাল মিটাইতেস নাকি। আবার কে কারে কী গালি দিসে সেইটাও জানতে হবে।
নিজেকে নিয়ন্ত্রণ করে বিনয়ের সহিত বললাম সরি স্যার এটা আমার জানা নাই। এক্সটারনাল ১ এবার ক্ষান্ত দিলেন।
-
এক্সটারনাল_২ঃ
১. যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে জানতো? এ নিয়ে তোমার মতামত কী?
বললাম। 
২. কয়জনের ফাঁসি কার্যকর হয়েছে?
বললাম।
৩. যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষাপট টা প্রথম কারা সামনে এনেছিল? এবং কিভাবে? 
কিছুক্ষণ ভেবে উত্তরটা দিলাম। স্যার এই উত্তরটায় কিছুটা খুশি হল দেখলাম।
-
আবারও চেয়ারম্যান স্যারঃ
1. Why police is your first choice? 
বললাম কিন্তু স্যার শেষ করতে না দিয়েই পরের প্রশ্ন 
2. Why police is visible? 
বললাম কিন্তু স্যার এক্সাক্টলি কী জানতে চেয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে বাহিরে আসার পর জিনিসটা মাথায় আসল। 😞
( এই জিনিসটা এখনো ভাবলে কষ্ট লাগে, এই উত্তর টা পারফেক্টলি দিতে পারলে স্যার খুশি হত মনে হয় বার বার  😞 😞
স্যার বিদায় দিল, সালাম দিয়ে বের হয়ে আসলাম।
-
ফলাফল:
শিক্ষা ক্যাডারে(রসায়ন) সুপারিশপ্রাপ্ত।
-
মোখলেছ স্যারের দুর্বলতাঃ
 সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতির পিতা, পুলিশ( স্যার র‍্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশ প্রথম তিন চয়েচের মধ্যে থাকলেই স্যার কিছুনা কিছু ধরে, at least why police is your 1st, 2nd or 3rd choice, এই প্রশ্নটা ধরবেই)
এটা আমার প্রথম কোন চাকরীর ভাইভা ছিল। বাইরে যতক্ষণ বসে ছিলাম মনে হয়েছে আমি কোন ভয়ই পাবনা কিন্তু ভেতরে যাওয়ার পর শেষদিকে সতিই কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যেটার জন্যই শেষ প্রশ্নের উত্তর টা আমার তৎক্ষণাৎ মাথায় আসেনি। 
সো একদমই নার্ভাস হওয়া যাবেনা, আর হলেও সেটা স্যারদের একদম বুঝতে দেওয়া যাবেনা। 😉
আরেকবার ভাইভা দিতে যাচ্ছি আগামি ১৪ ই ডিসেম্বর, সকলের কাছে দোয়াপ্রার্থী আরেকবার।
সবার জন্য অনেক অনেক শুভকামনা।