Dream to BCS

Think positive, Be positive, Do positive

ইংরেজী সাহিত্যের প্রশ্নের কিছু ফাঁদ


ইংরেজী সাহিত্যের প্রশ্নের কিছু ফাঁদ:
-
1. Hamlet যেখানে শেক্সপিয়রের ট্র্যাজেডি সেখানে The Green Helmet নামে W.B Yeats এর একটি poetry আছে।
-
2. Daffodils হচ্ছে W. Wordsworth এর কবিতা কিন্তু To Daffodils হচ্ছে Robbert Herrick এর কবিতা। পার্থক্যটা খেয়াল করুন শুধু To তে।
-
3. For Whom The Bell Tolls নামে Earnest Hemingway এর একটি novel আছে। আবার অপরদিকে একই নামে অর্থাৎ For Whom The Bell Tolls নামে John Donne এর একটি কবিতা আছে।
** John Donne হচ্ছে metaphysical poet.
-
4. Ulysess হচ্ছে Alfred Lord Tennyson এর একটি কবিতা। অপরদিকে James joyce Ulysess নামে একটি novel লিখেছেন।
-
5. The patriot হচ্ছে Robert Browning রচিত poem এবং Patriotism হচ্ছে Sir walter Scolt রচিত কবিতা।
-
6. Prometheus হচ্ছে Lord Byron রচিত poem
Prometheus bound হচ্ছে Aeschylus রচিত play
এবং Prometheus unbound হচ্ছে P.B Shelly রচিত Lyrical drama.
-
7. The Light House হচ্ছে Edgar Allan Poe এর novel
To The Light House হচ্ছে Virgina Woolf রচিত novel
A Doll's House হচ্ছে Henrik Ibsen রচিত Social drama.
-
8. A Midsummer Nights Dream হচ্ছে Shakespeare এর comedy।
অপরদিকে Midnights Children হচ্ছে Salman Rushdie রচিত Novel.
-
9. "The age of innocence" Edith Wharton রচিত novel.
এবং Songs of innocence and experience হচ্ছে Selection of Poem... poet হচ্ছেন Willam Blake.
** William Blake একজন painter and also printmaker.
-
10. Heaven And Earth হচ্ছে Lord Byron রচিত poem.
এবং The Marriage of Heaven and Hell এর রচয়িতা হলেন Willam Blake..
-
11. Preface to Shakespeare ( criticism ) এর লেখক হলেন Samuel Johnson.
তিনি একজন lexicographer...
-
12. "The Poet" হল Eassy... লেখক হচ্ছেন Ralph Waldo Emerson.
-
13. Ozymandias হচ্ছে Sonnet.... Poet হলেন P.B Shelly...
-
14. William Faulkner একাধারে pulitzer এবং novel prize win করেছেন।