Dream to BCS

Think positive, Be positive, Do positive

কবি পরিচিতি: William Butler Yeats


কবি পরিচিতি:
William Butler Yeats

-
জন্ম: ১৩ জুন ১৮৬৫
মৃত্যু: ২৮ জানুয়ারি ১৯৩৯
উইলিয়াম বাটলার ইয়েটস ১৮৬৫ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম গ্রহন করেন। তার বাবা জন বাটলার ইয়েটস এবং মা সুসান মেরী। যখন তার বয়স দুই বছর তখন বাবা জন বাটলর চিত্রশিল্প শেখার জন্য সপরিবারে স্থানান্তরিত হন লন্ডনে। তার স্কুল জীবন শুরু হয় লন্ডনের ডলফিন স্কুলে। এই স্কুলে তিনি চার বছর পড়ালেখা করেন। আর্থিক সংকটের কারনে জন ইয়েটস পরিবারসহ ১৮৮০ সালে ডাবলিনে ফিরে আসেন।
এরপর বাবার স্টুডিওর কাছেই ইরাসমাস স্কুলে ভর্তি করা হয় ইয়েটসকে। ফলে শহরের বড় বড় চিত্রশিল্পী ও সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন তিনি। ১৮৮৪ সালে ভর্তি হন ডাবলিনের ‘মেট্রোপলিটন স্কুল অব আর্ট’ স্কুলে। এ সময় তিনি কবিতা লিখতে শুরু করেন। মা সুসান মেরির কাছ থেকেই আইরিশ লোকগাথার সাথেও পরিচয় হয় ইয়েটসের।
১৮৮৭ সালে ইয়েটস পরিবার আবার স্থানান্তরিত হয় লন্ডনে। সেখানে একদল ব্রিটিশ কবি নিয়ে তিনি গঠন করেন Rhymers' Club । পরে সেটি ট্রেজিক জেনারেশন হিসেবে পরিচিতি পায়। লন্ডনে অবস্থানকালে ইয়েটস প্রতি গ্রীষ্মে চলে যেতেন ডাবলিনে, ভুলতে পারতেন না জন্মভূমিকে। ১৮৮৯ সালে তিনি আইরিশের জাতীয়তাবাদী ও নারীবাদী কবি মট গনের সঙ্গে পরিচিত হন এবং ধীরে ধীরে তাঁকে গভীরভাবে ভালোবেসে ফেলেন। তাঁর প্রতি তিনি এতটাই অনুরুক্ত হন যে পর পর তিনবার বিয়ের জন্য প্রস্তাব দেন। কিন্তু বার বার তিনি প্রত্যাখ্যাত হন। তাঁর একান্ত পছন্দের সেই মট গন ১৯০৩ সালে বিয়ে করেন জাতীয়তাবাদী বিপ্লবী মেজর ম্যাক ব্রাইটকে। মট গনের বিয়ের পরও তাঁদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল। বিয়ের ১৩ বছর পর মট গনের স্বামী ম্যাক ব্রাইট মারা যান। সে বছরই বিধবা মট গনকে আবার বিয়ের প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাত হন উইলিয়াম ইয়েটস। মট গনের প্রতি অপরিমেয় ভালোবাসা এবং তাঁকে না পাওয়ার বেদনাজাত উপলব্ধি থেকে সৃষ্টি হয়েছে তাঁর অনেক বিখ্যাত কবিতা।
১৮৯৯ সালে উইলিয়ামের বন্ধু এডওয়ার্ড মার্টিন, লেডি গ্রেগরি এবং জর্জ মুর সম্মিলিতভাবে প্রতিষ্ঠা করেন অ্যাবে থিয়েটার বা আইরিশ লিটারেরি থিয়েটার। এটি আইরিশদের জাতীয় থিয়েটার হিসেবেও পরিচিত হয়। আইরিশ জাতীয় আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করে এ থিয়েটার। ১৯০৯ সালে আমেরিকান কবি এজরা পাউন্ডের সাথে তার পরিচয় হয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।
১৯১১ সালে উইলিয়াম বাটলার ইয়েটসের বয়স যখন ৫১, তখন তাঁর সঙ্গে পরিচয় হয় জর্জ হাই লিজ নামে এক তরুণীর। ১৯১৭ সালে সেই বান্ধবীর সঙ্গে বিয়ে হয় তাঁর। বয়সের অনেক পার্থক্য থাকার পরও তাঁদের দাম্পত্য জীবন ছিল সুখের। এ সুখী দম্পতির দুটি সন্তান ছিল। ১৯২২ সালে ইয়েটস আইরিশ সিনেট নির্বাচিত হন। ইংরেজি ও আইরিশ সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই বিখ্যাত সাহিত্যিক ১৯২৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। জগদ্বিখ্যাত এই মহান আইরিশ কবিই বিশ্বকবি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের ভূমিকা রচনা করেছিলেন। তিনি ১৯৩৯ সালে ফ্রান্সে মৃত্যু বরণ করেন।
সাহিত্যকর্ম :
The Wild Swans at Coole
The Tower
The Resurrection
The Cat and the Moon
The Lake Isles of Innisfree
The Fidler of Donney
The Lord of Harts
The Second Coming
No Second Troy
Byzantium
Leda and Swan
Among School Children
A Prayer for my Daughter
********------*
*******-----*********
# He is a poet of Modern Age.
# He is a Symbolist poet.
# He got Nobel Prize in 1923.
# He was related with Tagore's " The Gitanjali ".
# He is a poet and dramatist.
**********-------***********------********