✿➢ টেকনিকে শিখুন নোবেল পুরস্কার ২০১৭
-
➢(প্রথমে টেকনিকটি ১০বার মনোযোগ দিয়ে পড়ে পেলুন; তারপর নিচের ব্যাখ্যার সাথে মিলিয়ে নিন; হয়ে যাবে ইনশায়াল্লাহ।)
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
1⃣চিকিৎসা শাস্ত্রেঃ
➫ #মনেরাখুনঃ আমেরিকার জেফ্রিসি হলো মাইকেল জে ইয়ং-এর ব্যাস'রসের ফ্রেন্ড।যিনি শরীরের"বায়োলজিক্যাল রিদম" নির্ধারন করে,, চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় করেন।(১০বার পড়ুন)
.
✿➢মিলিয়ে নিন;বিজয়ীর নামঃ
❍১)জেফ্রি সি হল (আমেরিকা)
❍২)মাইকেল জে ইয়ং (আমেরিকা)
❍৩)মাইকেল রসব্যাশ (আমেরিকা)
.
👉 #যে__কারনে_পেয়েছেন ঃ
শরীরের "বায়োলজিক্যাল রিদম" নির্ধারন করে,, এমন একটি জিন সনাক্ত করার কারনে।
…………………………………………………………………………………
2⃣পদার্থ বিজ্ঞানেঃ
➫ #মনেরাখুনঃ আমেরিকার পদার্থবিজ্ঞানী *কিপ থর্ন *রেইনের(y) মধ্যে "মহাকর্ষীয় তরঙ্গ সনাক্ত করার কারনে" *ব্যারি ব্যারি গুড পেয়েছেন।
.
✿➢মিলিয়ে নিন;বিজয়ীর নামঃ
❍১)কিপ থর্ন
❍২)রেইনার ওয়াইস
❍৩)ব্যারি ব্যরিশ
.
👉 #যে__কারনে____পেয়েছেন:
"মহাকর্ষীয় তরঙ্গ সনাক্ত করার কাজে অবদানের জন্য"।
……………………………………………………………………………
3⃣রসায়ন বিজ্ঞানেঃ
➫ #মনেরাখুনঃ যাক, *দু'বোনে -সুইজারল্যান্ডে "ক্রাইয়ো ইলেকট্রন মাইক্রোস্কপি নিয়ে গবেষনা করতে গিয়ে" *জার্মান বংশোদ্ভুত 'জওয়াখিম' ও *স্কটিশ বংশোদ্ভুত 'রিচার্ড হেল্ডারসন'এর -রসালো প্রেমে পড়ে গেলেন।
.
✿➢মিলিয়ে নিন;বিজয়ীর নামঃ
❍১)জাক দুবোচে (সুইজারল্যান্ড)
❍২)জওয়াখিম ফ্রাংক (জার্মান বংশোদ্ভুত)
❍৩)রিচার্ড হেল্ডারসন (স্কটিশ বংশোদ্ভুত)
➢রসালো→রসায়নে।
.
👉যে__কারনে____পেয়েছেন ঃ
"ক্রাইয়ো ইলেকট্রন মাইক্রোস্কপি নিয়ে গবেষনার জন্য।-যার ফলে বায়োক্যামিস্ট্রি ও প্রাণ রসায়নের একটি নতুন যুগের সূচনা হবে আশা করা যাচ্ছে।
…………………………………………………………………………
4⃣শান্তিতেঃ
➫ #মনেরাখুনঃ "ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন করে ইবলিশরা, নিউক্লিয়ার উইপন্স" দেখিয়ে [ICAN-ইকান] "পারমানবিক অস্ত্র ব্যাবহারের ভয়াবহতার ধার্না দিয়ে" শান্তিতে নোবেল পুরস্কার'টা নিয়ে নিলো।
.
✿➢মিলিয়ে নিন;বিজয়ীর নামঃ
❍ "ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবলিশ নিউক্লিয়ার উইপন্স" বা সংক্ষেপে -ইকান(ICAN) →সংস্থা।
.
👉যে__কারনে____পেয়েছেন ঃ
"পারমানবিক অস্ত্র ব্যাবহারের ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিক নিয়ে জনমত গড়ে তোলা ও চুক্তির মাধ্যেমে এর ব্যাবহার বন্ধে গুরুত্ত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য"।
………………………………………………………………………
5⃣সাহিত্যঃ
➫ #মনেরাখুনঃ
ব্রিটিশ সাহিত্যিক *ইশিগুরো কাজু বাদাম খেতে খেতে 'জগতের সাথে মানুষের সম্পর্কের গভীরতর সত্যকে তুমুল আবেগের সাথে উপস্থাপন করলেন'।
.
✿➢মিলিয়ে নিন;বিজয়ীর নামঃ
❍ কাজুও ইশিগুরো (ব্রিটিশ সাহিত্যিক)
.
👉যে__কারনে____পেয়েছেন ঃ
"জগতের সাথে মানুষের সম্পর্কের গভীরতর সত্যকে তুমুল আবেগের সাথে উপস্থাপন" তার লেখার অন্যতম দিক বলে উল্লেখ করেছে নোবেল কর্তৃপক্ষ।
…………………………………………………………………………………………………
6⃣অর্থনীতিতেঃ আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার।
অবদানঃ আচরণগত অর্থনীতিতে অবদান রাখার জন্য।
…………………………………………………………………………………………………
(টেকনিক হচ্ছে শেখার একটি সহজ মাধ্যেম। কেউ যদি কপি করেন, দয়া করে কার্টেসি দিবেন; খুশি হবো)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔