Dream to BCS

Think positive, Be positive, Do positive

বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব

বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব
-
গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে?
উঃ রাম মোহন রায়।
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনায় পথিকৃতের ভুমিকা কে পালন করেন?
উঃ রাম মোহন রায়।
-
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থ কে রচনা করেন?
উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
-
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি?
উঃ গৌড়ীয় ব্যাকরণ।
-
বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা কে করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
শব্দ তত্ত্বের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
-
বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা কে?
উঃ ড. সুনীতকুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।
-
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ আবদুল হাই।
-
ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেন?
উঃ ড. সুকুমার সেন।
-
কোন মনীষী একজন ভাষা বিজ্ঞানী ছিলেন?উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
-
সুনীতকুমার চট্রোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কি?উঃ Original Development Bengali Language (ODBL)।
-
বহুভাষাবিদ পন্ডিত ছিলেন?
উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
-
ড. এনামুল হক প্রধানত ছিলেন একজন?
উঃ ভাষাতত্ত্ববিদ।
-
রামমোহন রায় এর ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কি?
উঃ গৌড়ীয় ব্যাকরণ।
-
শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয় কোন ভাষা বিজ্ঞনীর সৃষ্টি প্রবাহ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
-
ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম?
উঃ বাঙলা ব্যাকরণ।