
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন মিডিয়া বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করেছে।
-
যেমন:
-
১। শেখ হাসিনাকে Mother of Humanity বা মানবতার মা হিসেবে আখ্যায়িত করেছে কে?
= বৃটিশ মিডিয়া
২।শেখ হাসিনাকে বর্তমানের " জোয়ান অব আর্ক" হিসেবে আখ্যায়িত করেছে কে?
= শ্রীলংকার গার্ডিয়ান
৩ শেখ হাসিনাকে ‘মানবিক বিশ্বের প্রধান নেতা’ কোন সংস্থা বলেছে??
= অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস
৪।শেখ হাসিনাকে প্রাচ্যের New Star / নতুন তারকা হিসেবে আখ্যায়িত করেছে কে?
= দৈনিক খালিজ টাইমস (সংযুক্ত আরব আমিরাত)
.
চলুন জোয়ান অব আর্ক সম্পর্কে জেনে নিই এবিষয়ে লম্বা ইতিহাস রয়েছে ।
সংক্ষেপ হল:-
"জোয়ান অব আর্ক " ছিলেন ফ্রান্সের একজন কৃষকের মেয়ে। তিনি অত্যন্ত সাহসী নারী ছিলেন।তিনি স্বপ্নে দৈব আদেশ পান ইংল্যান্ডকে আক্রমণ করার । তিনিই প্রথম কোন নারী যোদ্ধা যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সকে নেতৃত্ব দেয় ।মাত্র ১৬ বছর বয়সে তাঁর বলিষ্ট নেতৃত্বে ১ম যুদ্ধে ফ্রান্স জয়লাভ করেন । কিন্তু পরবর্তী যুদ্ধে তিনি বৃটিশদের কাছে হেরে যান এবং বৃটিশরা তাঁকে পুড়িয়ে মারে।
এর চেয়ে কেউ বেশি জেনে থাকলে জানাবেন , প্লিজ।
পুনশ্চ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব, ত্যাগকে জোয়ান অব আর্কের নেতৃত্ব ও সাহসিকতার সাথে তুলনা করেছেশ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা ।