Dream to BCS

Think positive, Be positive, Do positive

কবি পরিচিতি : Thomas Stearns Eliot


কবি পরিচিতি :
Thomas Stearns Eliot

-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫
টমাস স্টিয়ার্নস এলিয়ট ১৮৮৮ সালের ২৬ সেপ্টেম্বর আমেরিকার মিসৌরির সেইন্ট লুইসে জন্ম গ্রহন করেন।তার বাবা হেনরি এলিয়ট ও মা চার্লট স্টিয়ানর্সের ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট। তার শিক্ষা জীবন শুরু হয় স্মিথ একাডেমিতে পরে বস্টনের বাইরে মিল্টন একাডেমি এবং শেষ পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। কবিতা লেখা শুরু চৌদ্দ বছর বয়সে। ১৯১৪ সালে তিনি ইংল্যান্ডে চলে যান ও ১৯২৭ সালে সেখানকার নাগরিকত্ব লাভ করেন। ১৯১৪ সালের সেপ্টেম্বরের দিকে তৎকালীন কাব্যজগতের পুরোধা এজরা পাউন্ডের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। এজরা পাউন্ড বিখ্যাত ‘পোয়েট্রি’ পত্রিকায় তার কবিতা প্রকাশের ব্যবস্থা করে দেন। তার প্রথম বই Prufrock and Other Observation প্রকাশিত হয় ১৯১৭ সালে, কবি এজরা পাউন্ড ও তার স্ত্রী ডরোথি পাউন্ডের আর্থিক সহায়তায়।
১৯১৫ সালে তিনি ভিভিয়ান হেইউডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সুখি হতে পারেননি। ১৯৩২ সাল থেকে ভিভিয়ানের মৃত্যু(১৯৪৭) পর্যন্ত তারা আলাদা বসবাস করেছেন, যদিও আইনত তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। এরপর ১৯৫৭ সালের জানুয়ারিতে তিনি ভ্যালেরি ফেচারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন সুখের হয়েছিল।
১৯২২ সালে তিনি "ক্রাইটেরিয়ন" নামে একটি সাহিত্যপত্রিকা সম্পাদনার দায়িত্ব পান। এই পত্রিকা তাঁকে যেমন ইংরেজি সাহিত্যের মহারথী হিসেবে প্রতিষ্ঠা লাভের সুযোগ করে দেয় তেমনি তিনি এটির মাধ্যমে ইউরোপীয় সাহিত্য ও সংস্কৃতিকে আধুনিকতার পথে চালিত করতে সক্ষম হন। ১৯২৫ সালে বিখ্যাত প্রকাশনা সংস্থা ফেবার অ্যান্ড গয়ার এ যোগদান করেন। একই সময়ে তিনি ধর্মের দিকেও ঝুঁকে পড়েন। তাঁর এই ধর্মবিশ্বাসের প্রতিফলন পাওয়া যায় তার বিভিন্ন লেখায়। ১৯২৭ সালের জুনে তিনি চার্চ অফ ইংল্যান্ডের শিষ্যত্ব গ্রহণ করেন। ।১৯৩৯ সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলে ‘ক্রাইটেরিয়ন’-এ
র প্রকাশনা বন্ধ হয়ে যায়। এ সময় তিনি কিছু কাল এয়ার-রেইড ওয়ার্ডেন হিসেবে কাজ করেন। এইসময় ‘ইস্ট কোকার’, ‘দ্য ড্রাই স্যালভেজেস’, ‘লিটল গিডিং’ ও ‘বার্ন্ট নর্টন’ এই চারটি কবিতার সমন্বয়ে তিনি গ্রন্থনা করেন " Four Quartets"। এলিয়ট গ্রন্থটিকে তার মাস্টারপিস হিসেবে বিবেচনা করেছেন।এলিয়টকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যসমালোচক হিসেবেও গণ্য করা হয়। তিনি জীবনের শেষার্ধে নাটক লেখায় মনোনিবেশ করেন।
তৎকালীন কাব্যধারায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন এই কিংবদন্তি। ১৯৬৫ সালের ৪ জানুয়ারি এই মহান কবি মৃ্ত্যু বরণ করেন।
সাহিত্যকর্ম :
The Waste Land
Poems
Ash Wednesday
Four Quarters
The Love Song of J. Alfred Prufrock
Portrait of A Lady
Preludes
Gerontion
Whispers of Immortality
The Hollow Man
Murder in the Cathedral ( play)
The Family Reunion ( play)
The Cocktail Party ( play)
The Tradition and Individual Talent ( critical book )
***********-------***********-------************
# He is a poet of Modern Age.
# He was an American by birth.
# He took British Citizenship in 1927.
# He won Nobel Prize in 1948.
# He is famous for his theory " Objective Co- relative.
# Eliot and Pound are literary collaborators.
# He is a true representative of his time.
***********-------***********--------*********