Dream to BCS

Think positive, Be positive, Do positive

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক



রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
-
# রক্তকরবী, রুদ্রচন্ড, রাজা, রাজা ও রাণী
# বসন্ত, বিসর্জন, বাল্মীকি প্রতিভা, বৈকুন্ঠের খাতা
# তাসের দেশ, তাপসী
# অচলায়তন, অরুপরতন
# চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, চিরকুমার সভা
# মুক্তধারা, মালিনী, মায়ার খেলা, মুকুট
# শ্যামা, শারদোৎসব, শাপমোচন, শ্রাবণগাথা
# প্রকৃতির প্রতিশোধ, প্রায়শ্চিত্ত, পৃথ্বিরাজ পরাজয়, পরিত্রাণ
# কালের যাত্রা, কালমৃগয়া
# ডাকঘর, নটীর পূজা, ফাল্গুনী

উৎসর্গ করেন :-
বসন্ত - কাজী নজরুল ইসলাম
কালের যাত্রা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তাসের দেশ- নেতাজী সুভাষচন্দ্র বসু

চরিত্র:-
রাজা ও রাণী - বিক্রম, সুমিত্রা
বিসর্জন - রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গোবিন্দমাণিক্য
ডাকঘর - অমল,সুধা
রক্তকরবী - নন্দিনী, কিশোর, রঞ্জন
চিত্রাঙ্গদা - চিত্রাঙ্গদা, অর্জুন
** কালমৃগয়া - রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত।
** নটীর পূজা - তার পূজারিণী কবিতাটির আখ্যান অবলম্বনে রচনা করেন।
** তাসের দেশ - তার "এক আষাঢ়ে গল্প" নামক গল্পের কাহিনি এই নাটকের ভিত্তিভূমি।
** প্রায়শ্চিত্ত - তার 'বৌঠাকুরানীর হাট' উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত। এই নাটককে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক।
** শেক্সপিয়ারীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার নাটক - রাজা ও রাণী এবং বিসর্জন।
** 'প্রজাপতির নির্বন্ধ' কে চিরকুমার সভা নামে নাট্যরূপ দেয়া হয়।
** বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ প্রথমে রঘুপতি ও পরে জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন।
** নটীর পূজা নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটান।
** বাল্মীকি প্রতিভা - প্রথম প্রকাশিত নাটক।
** বিসর্জন - রাজর্ষি উপন্যাসের গল্পাংশ নিয়ে রচিত।
** রক্তকরবী - রূপক ও গল্পের সমন্বয়ে রচিত রবীন্দ্রনাথের একটি ভাবনাট্য।