Dream to BCS

Think positive, Be positive, Do positive

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৭-১৮, সকল ইউনিটঃ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ২০১৭-১৮
**** **** **** **** **** **** **** ****


বিগত বছরের সার্কুলার থেকে ধারনা নিতে পারো। আবেদনের সময় ছাড়া সব কিছু মিল থাকবে।

☑ আবেদন সময়সীমাঃ ২২ আগস্ট ২০১৬ (সকাল ১০ টা) থেকে ৭ সেপ্টেম্বর ২০১৬ (রাত ১২ টা) পর্যন্ত।
.
আবেদন ফরমের মূল্য: ৩৫০ টাকা প্রতি ইউনিট
.
☑ আবেদন যোগ্যতাঃ
❑ ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রত্যেকটিতে আলাদাভাবে প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
.
❑ খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
.
❑ গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

.
❑ ঘ ইউনিটঃ
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
.
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
.
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
.
❑ চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।
.
☑ আবেদনের নিয়মাবলীঃ
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) এ ''আবেদন/লগইন'' বাটনে ক্লিক করতে হবে।
.
** ''আবেদন/লগইন'' এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, পাশের সন, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর প্রদান করে ''অগ্রসর হোন'' বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পাতায় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী ও আবেদনকারী যেসকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখে তা দেখা গেলে "নিশ্চিত করছি" বাটনে ক্লিক করতে হবে।
.
** পরবর্তী পাতায় আবেদনকারীর নির্দিষ্ট ফর্ম্যাটে ছবি, ব্যক্তিগত মোবাইল নম্বর ও কোটার পরিচয় চাওয়া হবে। উক্ত তথ্যাবলী একবার প্রদান করলে পরবর্তীতে অন্যকোন ইউনিটের চন্য আবেদন করার সময় প্রদান করতে হবে না।
.
** ছবি ও তথ্যাদি দেওয়া হলে পরবর্তী পাতায় সেগুলো নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোন মোবাইল অপারেটর থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এসএমএস করার নিয়ম সেই পাতায় দেখতে পাবে। এসএমএসটি পাঠানো হলে ফিরতি মেসেজে ৭ (সাত) ডিজিটের একটি কনফার্মেশন কোড পাবে। সেই কোডটি নির্ধারিত পাতার নির্ধারিত স্থানে প্রদান করার পর "নিশ্চিত করছি" বাটনে ক্লিক করতে হবে।
.
** সঠিক কনফার্মেশন দেওয়া হলে মূল পাতা দেখা যাবে। এই পাতায় আবেদনকারী যেসব ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখে তা দেখা যাবে। এবং পছন্দের ইউনিটের পাশে "আবেদন" বাটনে ক্লিক করে আবেদনের টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করা যাবে। এছাড়াও পরবর্তীতে এই পাতায় আবেদনকারীর প্রবেশপত্র, আসন বিন্যাস ও ফলাফল দেখা যাবে।
.
** টাকা জমা দেওয়ার রশিদের তথ্য সমূহ ও আবেদনকারীর ছবি সঠিক আছে কিনা যাচাই করে রশিদের দুটি অংশেই নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষর করে ০৮ সেপ্টেম্বর, ২০১৬ ইং তারিখের মধ্যে উল্লেখিত পরিমাণ টাকা দেশের ৪ টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী) এর যেকোন শাখায় জমা দিতে হবে।
.
** আবেদনকারীর টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছালে তার সংশ্লিষ্ট ইউনিটের "পেমেন্ট" কলামে একটি সবুজ রঙ্গের টিক চিহ্ন (✔) দেখা যাবে।
.
☑ অনুষদ ও বিভাগ সমূহঃ
❑ ক ইউনিটঃ
বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-
* জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
* ফার্মেসী
* পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান
* ফলিত গনিত
* মৃত্তিকা পানি ও পরিবেশ
* উদ্ভিদ বিজ্ঞান
* প্রাণি বিজ্ঞান
* প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
* মনোবিজ্ঞান
* অনুজীব বিজ্ঞান
* মৎসবিজ্ঞান
* পদার্থ
* গনিত
* ভূগোল ও পরিবেশ
* ভূতত্ত্ব
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
* ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন
* কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
* ফলিত পরিসংখ্যান
* পুষ্টি ও খাদ্যবিজ্ঞান
* রসায়ন
* লেদার ইঞ্জিনিয়ারিং
* ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
* সমুদ্র বিজ্ঞান
* মৃত্তিকা, পানি ও পরিবেশ
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং
.
❑ খ ইউনিটঃ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে-
* বাংলা
* ইংরেজী
* আরবি
* ফারসি ভাষা ও সাহিত্য
* উর্দু
* সংকৃতি
* পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ
* ইতিহাস
* দর্শন
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
* ইসলামি স্টাডিজ
* তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
* ভাষাবিজ্ঞান
* নাট্য কলা ও সংগীত
* বিশ্ব ধর্মতত্ত্ব
* অর্থনীতি
* রাষ্ট্রবিজ্ঞান
* নৃবিজ্ঞান
* গনযোগাযোগ ও সাংবাদিকতা
* সমাজবিজ্ঞান
* লোক-প্রশাসন
* আন্তর্জাতিক সম্পর্ক
* শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
* উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ
* উন্নয়ন অধয়ন
* আইন
* ভূগোল ও পরিবেশ
* মনোবিজ্ঞান
* সমাজকল্যান
* শিক্ষা (বি.এড)
* স্বাস্থ্য অর্থনীতি
* ডিজাস্টার ম্যানেজমেন্ট
* টেলিভিশন এন্ড চলচ্চিত্র
* ভাষাবিজ্ঞান
* প্রশাসন
* ক্রিমিনোলজি
* যোগাযোগ বৈকল্য
* English for Speakers of Other Languages (ESOL)
* French as a Foreign Language (FFL)
.
❑ গ ইউনিটঃ
বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-
* ব্যাবস্থাপনা
* একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম
* মার্কেটিং
* ফিন্যান্স
* ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স
* ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
* ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
* ইন্টারন্যাশনাল বিজনেস
* অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ
.
❑ ঘ ইউনিটঃ
► বিজ্ঞান বিভাগের জন্য-
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
.
► মানবিক বিভাগের জন্য-
বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান
ও তথ্যপরিসংখ্যান বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
.
► বাণিজ্য বিভাগের জন্য-
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।

.
❑ চ ইউনিটঃ
চারুকলা অনুষদের অধীনে-
* অংকণ ও চিত্রায়ন
* গ্রাফিক্স ও ডিজাইন
* প্রিন্ট মেকিং
* প্রাচ্যকলা
* মৃৎশিল্প
* ভাস্কর্য
* কারুশিল্প
* শিল্পকলার ইতিহাস
.
☑ ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
❑ ক ইউনিটঃ
** পদার্থ- ৩০
** রসায়ন- ৩০
** জীববিজ্ঞান- ৩০
** গণিত- ৩০
** বাংলা/ইংরেজী- ৩০ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/
গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]
.
❑ খ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান- ৬০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]
.
❑ গ ইউনিটঃ
** বাংলা (২০x১.২০)- ২৪
** ইংরেজী (২০x১.২০)- ২৪
** হিসাব বিজ্ঞান (২০x১.২০)- ২৪
** ব্যবসায় নীতি ও প্রয়োগ (২০x১.২০)- ২৪
** মার্কেটিং/
ফিন্যান্স (২০x১.২০)- ২৪
.
❑ ঘ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (বাংলাদেশ)- ৩০
** সাধারন জ্ঞান (আন্তর্জাতিক)- ৩০
.
❑ চ ইউনিটঃ
** ১ম অংশ (সাধারন জ্ঞান অংশ): সাধারন জ্ঞান অংশে মোট ৫০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম অংশ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
.
** ২য় অংশ: ২য় অংশে অংকণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[১ম অংশের MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০% অর্থাৎ, ২০ নম্বর। যারা ১ম অংশের পরীক্ষায় কৃতকার্য হবে কেবল তারাই ভর্তি পরীক্ষায় ২য় অংশে অংশগ্রহণ করতে পারবে।]
.
► সকল ইউনিটের জন্য দ্রষ্টব্যঃ
√ সকল ইউনিট (চ ইউনিট ব্যতীত) এর ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় ৪৮ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে।
.
√ প্রতিটি ভুল উত্তরের জন্য 'ক' ইউনিটে (.২৫), 'খ' ও 'ঘ' ইউনিটের ক্ষেত্রে (.৩০) এবং 'গ' ইউনিটের ক্ষেত্রে (.২৪) নম্বর করে কর্তন করা হবে।
.
√ চারুকলা অনুষদের সাধারন জ্ঞান (১ম অংশ)-এ বাংলা, ইংরেজী ব্যাকরণসহ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক ঘটনাবলী থেকে প্রশ্ন থাকবে।
.
√ 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম অংশে উত্তীর্ণ হয়ে যারা ২য় অংশের (অংকন) পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে পরীক্ষায় কেবল কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন- পেন্সিল, কলম, ইরেজার, ক্লিপ এবং ন্যূনতম (১২ইঞ্চিx১৮ ইঞ্চি) বোর্ড পরীক্ষার্থী নিজেকে সঙ্গে আনতে হবে।
.
☑ অন্যান্য তথ্যাবলীঃ
✪ ভর্তি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যার মধ্যে ১২০ নম্বরের MCQ এবং ৮০ নম্বরের (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ৬ দ্বারা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ১০ দ্বারা গুণ করা হবে) জিপিএ নম্বর।
.
✪ 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট, 'খ', 'গ' ও 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা বরাদ্দ থাকবে। 'চ' ইউনিট ভর্তি পরীক্ষার সাধারন জ্ঞান (১ম অংশ)-এর জন্য ১ ঘণ্টা এবং অংকন (২য় অংশ)-এর জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
.
✪ ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের সময়সীমাঃ
১। ক, গ ও ঘ ইউনিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৫ সেপ্টেম্বর ২০১৬ হতে ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
২। খ ও চ ইউনিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১১ সেপ্টেম্বর ২০১৬ হতে ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
.
✪ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার ৩ দিন পূর্বে এবং প্রতি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ৭ দিনের মধ্যে ঢাবি ভর্তি ওয়েবসাইটে জানানো হবে।
.
✪ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।