
সফলদের ভাইভা অভিজ্ঞতা-০১
তারিখ : ১৬/০৩ /২০১৬
পছন্দক্রম : প্রশাসন, ইকোনমিক, শিক্ষা...
সময় : ২৯ মিনিট
-
৯ নম্বর সিরিয়াল ছিলো। প্রচন্ড ভয় কাজ করছিল। অস্থির হয়ে পড়ছিলাম। হৃদস্পন্দন বেশ বেশি। বার বার উঠছি, হাঁটছি আবার বসছি। দরজা ঠেলে বললাম,
-স্যার আসবো?
দরজা খুলতেই স্যারের দিকে তাকাতেই কেমন যেন ভয় অর্ধেক হয়ে গিয়েছিল।
--আসুন
ভেতরে গিয়ে টেবিলের পাশে গিয়ে সালাম দিলাম।
চেয়ারম্যান স্যার - তাছলিমা শিরিন, আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন। প্রশাসন আপনার প্রথম পছন্দ, আমাকে কি বলবেন প্রশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানে
আমি দাঁড়িয়ে ছিলাম। স্যারের কথা এত্তো সুন্দর ছিল, আমার সমস্ত নাভার্সনেস মুহূর্তেই উধাও।
আমি বললাম, স্যার বসবো?
স্যার হেসে বললেন -- অবশ্যই।
এরপর আমি উত্তর দিলাম।
চে. স্যার : আপনি ক্ষমতার স্বতন্ত্রীকরণ একটা বিষয় বললেন। এটা কী ব্যাখ্যা করতে পারবেন?
- বললাম।
- এটির প্রবক্তা কে? তিনি কোন দেশের নাগরিক, এটি কোন দেশের জন্য প্রবর্তন করেন? সেই দেশ এটি নিয়েছে কিনা, তখন ঐ দেশের প্রেসিডেন্ট কে ছিলেন এসব একটি একটি করে জিজ্ঞেস করেন।
আমি উত্তর দিয়েছিলাম।
এরপর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর সংজ্ঞা কে, কোথায় দেন?
উত্তর দিলাম, তবে গেটিসবার্গ নামটা মনে আসতে দেরি হয়েছিলো।
এরপর স্যার বললেন,
কেবিনেট মিশন কি?
-উত্তর দিলাম
--১৯১৬ থেকে ২০১৬ পর্যন্ত ভারত মহাদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ১০০ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা গুলো ব্যাখ্যা করতে পারবেন?
আমি ১৯৬৬ পর্যন্ত আসার পর,
- ছয় দফা গুলো কী কী?
-উত্তর দিলাম
-- ছয় দফার উদ্দেশ্য কী ছিলো?
--বললাম
--এরপর ম্যাগনা কার্টা কী?
--উত্তর দিলাম।
এরপর স্যার বললেন, ধরুন আপনি ক্লাশে লেকচার দিচ্ছেন, এবার বলুন..
আমি যা জানতাম বললাম, কিন্তু খুব বেশি মনে পড়তেছিলোনা।
এরপর স্যার বললেন, আপনি কী মনে করেন আপনি ভালো বলেছেন?
এক্ষেত্রে আমার উত্তরটা ছিলো এই রকম
- স্যার, আমি ভালো বলতে পারি নাই। রাষ্ট্রবিজ্ঞানে
এটা শুনে স্যার রা তিনজনই হেসে ওঠেন।
-- তখন তো আরো অনেকজন ছিলেন, কিন্তু সবাইকে ছাপিয়ে শেখ মুজিবুর রহমানই কেন? উনি কোন গুনের জন্য সবার মনে স্থান করে নেন?
আমি আমার মত করে বলেছিলাম। কিন্তু স্যার বলেছেন, বইয়ের ভাষায় নয়। আবার বলুন।
পরে আবার বলেছি।
এরপর ৭০ এর নির্বাচন আর মুক্তিযুদ্ধ নিয়ে জানতে চান।
মার্চ মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বলি জানতে চান।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সরকার ব্যবস্থার তুলনা মূলক আলোচনা করতে বলেন।
এরপর,
আচ্ছা এই যে, বাংলার সূর্য সন্তানরা বঙ্গবন্ধুকে হত্যা করলো... এইটা তো ঠিক করেছেন তাই না?
--আমি গুছিয়ে বললাম, না, মোটেও না
স্যার বললেন, কেন নয়? উনিতো বাকশাল গঠন করেছিলেন।
আবার উত্তর দিলাম। এখানে অনেক যুক্তি দেখালাম। স্যারও অনেক সম্পূরক প্রশ্ন করেছিলেন।
এরপর স্যার বললেন, যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করেন?
--উত্তর হ্যাঁ বোধক ছিল, কিছু বর্ণনা সহ
-- কয়েকজনের নাম বলুন
কয়েকজনের নাম বলার পর, জিজ্ঞেস করলেন,
হিল ভিউ কী?
আমি পারি নি..
স্যার বললেন, সত্যি জানেন না? আপনার বাড়িতো চট্টগ্রাম!
আমি বললাম জ্বী স্যার।
এরপর বিবাহিত কিনা, বাচ্চা আছে কিনা, হাজব্যান্ড কী করে সব জিজ্ঞাস করলেন।
তারপর,
আপনাকে যদি প্রশাসনে দেই, তাহহলে তো জানেন নি, প্রশাসনে অনেক কাজ। সংসার নিয়ে পারবেন তো?
কিংবা আপনি কোনটা ছাড়বেন? সংসার নাকি চাকুরি?
উত্তর দিয়েছিলাম।
এরপর স্যার বললেন, মনে করুন পোস্টিং যদি দুর্গাপুর হয়?
উত্তর দিলাম।
এরপর, স্যার এক্সটার্নাল স্যারদের বললেন, আপনারা করুন।
স্যার ম্যাডাম দুজনেই কিছু জিজ্ঞেস করেন নি । ম্যাম বলেছিলেন... ও সুন্দর করে সব উত্তরই দিয়েছে, আর কিছু জিজ্ঞেস করবো না slightsmile emoticon
এরপর, আমাকে বললেন, ঠিক আছে, আপনি আসুন।
আমি সালাম দিয়ে দরজা পর্যন্ত আসার পর, আবার স্যার ডাক দিলেন।
বললেন, আপনার বাড়ি সন্দ্বীপ!
- জ্বী, স্যার
-সন্দ্বীপের এমন একজন মানুষের নাম বলুন, যিনি পুরো উপমহাদেশে বিখ্যাত
-- উত্তর দিয়েছিলাম।
এরপর চলে আসি।
বিশেষ কথন :
* বোর্ড যথেষ্ট অান্তরিক ছিলেন। ভয় লাগছিলো না
*বেশির ভাগ প্রশ্নই আমার উত্তরের থেকে উচ্চারিত টার্ম গুলো নিয়ে ছিলো।
* বেশ কয়েকটা প্রশ্নের উত্তর পারি নি।
* অনেক দিন হয়ে যাওয়ায়, কিছু প্রশ্ন হয়তো ছুটে গেছে
*আমার খুব ভালো লেগেছিলো ভাইভা দিয়ে। মনে হচ্ছিল ৫/৬ মিনিট।
পরে সবাই বলেছিলো ২৯ মিনিট!
সবার জন্য বলার হচ্ছে,
স্বাভাবিক থাকুন। আপনি যেমন তেমনি থাকুন। না জানলে বিনয়ের সহিত বলুন।
সবার জন্য শুভ কামনা।
-
তাছলিমা শিরিন
বিসিএস প্রশাসন
৩৫ তম।