দেয় বা প্রাপ্য বিষয়ক:
-
দেয় বা প্রাপ্য, A = qn টাকা
যেখানে,
A = দেয় বা প্রাপ্য টাকা
q = জনপ্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমান
n = লোকের সংখ্যা
-
😎
😎সময় ও কাজ বিষয়ক:
কাজের পরিমান, W = qnx
যেখানে,
q = প্রত্যেকে একক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে
n = কাজ সম্পাদনকারীর সংখ্যা
x = কাজের মোট সময়
W = n জনে x সময়ে যে অংশ সম্পন্ন করে।
😎
সময় ও দুরুত্ব বিষয়ক:
নির্দিষ্ট সময়ে দুরুত্ব d = vt
যেখানে,
v = প্রতি ঘন্টায় গতিবেগ
t = মোট সময়
😎
নল ও চৌবাচ্চা বিষয়ক:
নির্দিষ্ট সময়ে চৌবাচ্চায় পানির পরিমান Q(t)=Q০±t
যেখানে,
Q০ = প্রতি ঘন্টায় গতিবেগ
Q০ = নলের মুখ খুলে দেওয়ার সময় জমা পানির পরিমান।
q = প্রতি একক সময়ে নল দিয়ে যে পানি প্রবেশ করে অথবা বের হয়।
t = অতিক্রান্ত সময়
Q(t) = t সময়ে চৌবাচ্চায় পানির পরিমান
পানি প্রবেশের ক্ষেত্রে + এবং
পানি বের হওয়ার ক্ষেত্রে - চিহ্ন ব্যবহার করতে হবে
😎
শতকরা অংশ বিষয়ক:
p = br
যেখানে,
b= মোট রাশি
r = শতকরা ভগ্নাংশ =
s
100
=s%
p = শতকরা অংশ = b এর s%
😎
লাভ ক্ষতি বিষয়ক:
S=C(I±r)
লাভের ক্ষেত্রে S=C(I+r)
ক্ষতির ক্ষেত্রে S=C(I−r)
যেখানে,
S= বিক্রয়মূল্য
C = ক্রয়মূল্য
I = লাভ বা মুনাফা
r = লাভ বা ক্ষতির হার
😎
😎
বিনিয়োগ বা মুনাফা বিষয়ক:
সরল মুনাফার ক্ষেত্রে I=Pnr
A = P(1+nr)
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে A=P(1+r)n
এখানে,
I = n সময় পরে মুনাফা
n = নির্দিষ্ট সময়
P = মূলধন
r = মুনাফার হার
A = n সময় পরে মুনাফা সহ মূলধন