Dream to BCS

Think positive, Be positive, Do positive

Elizabethan Periods এবং Modern and Post Modern Periods. Elizabeth Period এর লেখকের নাম। বিসিএস মার্ক: 02


English Literature
বিসিএস মার্ক 02:-
আজ পর্ব 02:-
আলোচনার বিষয় :- Elizabethan Periods এবং Modern and Post Modern Periods.
Elizabeth Period এর লেখকের নাম।

এই পর্বটি ভালো করে বুঝতে হবে, না হয় পরের পর্বের ডিটেইলস বুঝতে কষ্ট হবে।

 Elizabeth Period:-

কৌশল:- ব্যাকন জনসন মোর সাথে উইল করে সিডনির কেডি কে স্পেনসার দিয়ে মারল। লাইলীকে পেলে গ্রীন নাচে।

এখন মিলিয়ে দেখি কি হয়:-● ব্যাকন = Francis Bacon.
● জনসন = Ben Johnson.
● মোর = Thomas More.
● সাথে = Norton and sackvile.
● উইল = William Shakespeare.
● সিডনি = Philip Sydney.
● কেডি = Thomas Kyd.
● স্পেনসার = Edmund Spencer.
● মারলো = Christopher marlowe.
● লাইলী = john Lyly.
● পেলে = George Peele.
● গ্রীন = Robert green.
● নাচে = Thomas nashe.

Modern_and_Post_Modern:-

এই যুগটি চার ভাগে বিভক্ত:-
● The Edwardian Period 1901 - 1910
● Geprgian Period 1910 - 1914
● The modern Age 1914 - 1945
● The post Modern Age 1945 - present.

এই যুগের লেখকদের নাম মনে রাখার কৌশল:-

BCDEFG(2)H(2)J(2)KMO WY
-------(I,L,N নাই) অর্থাৎ B থেকে O পর্যন্ত I,L,N ছাড়া সব বর্ণ আছে।
H(2) মানে H দুইবার।
J(2) মানে J দুইবার।

মিলিয়ে নেয়া যাক:-
● B = Samuel Becket.
● C = Josep Conrad.
● D = D.H Lawrence.
● E = T.S Eliot/Earnest Hemingways.
● F = E.M Foster.
● G = George Barnard Shaw.
● H = Huxley.
H = Tem Huge.
● J = James joyce.
J = J.M Synge.
● K = Rudyard Kipling.
● M = Somerset Maugham.
● O = George Orwell.
● W = H .G Wells.
● Y = W.B Yeats.