Dream to BCS

Think positive, Be positive, Do positive

বিশ্বের গণমাধ্যমঃ



বিশ্বের গণমাধ্যমঃ
-
১। আল-জাজিরা হলো- কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম।
.
২। CNN এর পূর্ণরুপ- Cable News Network.
.
৩। ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা- রাশিয়া।
.
৪। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ।
.
৫। বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা- এ এফ পি (ফ্রান্স)।
.
৬। AP কোন দেশের সংবাদ সংস্থা- যুক্তরাষ্ট্র।
.
৭। ‘রয়টার্স’ যে দেশের সংবাদ সংস্থা- ব্রিটেন।
.
৮। সংবাদ সংস্থা নয়- Smithsonian.
.
৯। ‘হেরান্ড ট্রিবিউল’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়- নিউইয়র্ক।
.
১০। ‘টাইম’ একটি- সাময়িকী।
.
১১। ‘Radio Deutsche Well’ কোন দেশের নেটওয়ার্ক- জার্মানি।
.
১২। ‘সিনহুয়া’ যে দেশের সংবাদ সংস্থা- চীন।
.
১৩। ‘এশিয়া উইক’ কোথা থেকে প্রকাশিত হয়- হংকং।
.
১৪। UNB হলো- সংবাদ সংস্থা।
.
১৫। বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা- আসাহি শিম্বুন।
.
১৬। ২০১১ সালে বিশ্বের গণমাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহারিত শব্দ- আরব স্পিরিং।
.
১৭। Reader’s Digest হলো- ম্যাগাজিন।
.
১৮। বিবিসি’র সদর দপ্তর কোথায় অবস্থিত?-- লন্ডন।
.
১৯। ‘রয়টার্স’ কি ?-- সংবাদ সংস্থা ।